নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির কনা।

পলাশ মিয়া

আলো আঁধারী স্বপ্ন...

পলাশ মিয়া › বিস্তারিত পোস্টঃ

বাণিজ্য মেলায় একদিন...

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

২৪ তারিখ ছিল বৃহস্পতিবার, বন্ধুরা মিলে ঘুরতে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। পুরো মেলাটা ঘুরে ভাল লাগলো। সব স্টলগুলো ছিল সাজানো গোছানো। মেলার এন্ট্রি টিকিটের দাম ছিল ২০ টাকা, আমার মনে হয় একটু বেশিই ছিল। প্রথমে ঢুকতেই চোখে পরল সেই বিশাল টাওয়ারটি, যেটাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৩ লেখা। তারপর দেখা শুরু করলাম বিভিন্ন স্টল। স্টলগুলো দেখতে বিভিন্ন রকমের, যেন তাদের নিজস্ব ভঙ্গিতে সাজানো। সনির স্টলটিতে ঢুকলাম। এবার সনির বেশকিছু প্রোডাক্ট নুতুন আঙ্গিকে এসেছে, এর মধ্য ছিল সনি ইন্টারনেট টিভি থ্রিডি, সনি অ্যান্ডড্রয়েড ফোন, বিভিন্ন ধরনের ঘর সাজানোর ইলেক্ট্রনিক প্রোডাক্ট, এছাড়াও সনি কোম্পানির পাশাপাশি আরও বেশকিছু ইলেক্ট্রনিক প্রোডাক্ট কোম্পানিও এসেছে, এর মধ্য বাংলাদেশী ওয়ালটন, কঙ্কা, মাই ওয়ান সহ আরও বিভিন্ন কোম্পানি। তবে সব চেয়ে বেশি স্টল ছিল কাপর ও প্লাস্টিক সামগ্রীর। যেসব স্টলে বেশী ভিড় ছিল মহিলাদের, যাদের মধ্য অধিকাংশই ছিল তরুণী। ভাল লাগলো কিছু নব দম্পত্তিদের দেখে। বেশ কিছু খাবার স্টলও ছিল- এর মধ্য বিভিন্ন ধরনের আইসক্রিম, চিপস, বার্গার, গ্রিল, মোড়ে মোড়ে চা, কফির স্টল। অনেকেই এসব স্টলে তাদের পেট পুরে খেয়ে নিচ্ছে। স্টলের বাহ্যিক আকৃতির মধ্য সবচেয়ে ভাল লাগছে স্পীড এর স্টলটা দেখে। সেখানে দেখানো হয়েছে স্পীডের কয়েকটা ক্যানের আঘাতে স্টলটির কিছু অংশ দুমড়ে মুচড়ে গেছে। আরও একটি স্টল ভাল লেগেছে সেটা হল ঢাকা এফ এম এর মিনি স্টুডিও। তারপর আরও ভাল লেগেছে বঙ্গবন্ধুর স্মৃতির স্টলটি। গতবারও এ স্টলটি ছিল। মেলায় দেশি স্টলের পাশাপাশী বিদেশী অনেকগুল স্টলও ছিল- এদের মধ্য পাকিস্থান, মিশর, ইরান, ভারত, থাইল্যান্ড সহ আরও অনেক দেশ। এগুলো অধিকাংশই ছিল বিভিন্ন ধরনের কাপর, অলংকার, শালসহ আরও অনেক কিছু। এবার মেলার একটা আকর্ষণীয় চমক ছিল- সেটা হল এবার পুরো মেলায় ওয়াই ফাই কানেকশন ছিল, যেটা ছিল সম্পূর্ণ ফ্রী। অনেককেই দেখলাম ফেসবুকে তাদের প্রয়োজনীয় কাজটি সেরে নিচ্ছে। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের ইন্টারনেট প্রভাইডার কোম্পানিগুলো তাদের স্টল সাজিয়েছে, এর মধ্য- বাংলালায়ন, কিউবিসহ আরও অনেক কোম্পানি। এছাড়াও রয়েছে রুপ সৌন্দর্যের জন্য ইউনিলিভারসহ আরও অনেক নামিদামী কোম্পানি। একটা গাড়ির স্টলও দেখলাম। কিছু ভেষজ চিকিৎসার স্টলও দেখলাম। স্টলগুলো দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতে পারলাম না। তারাতারি করে মেলা থেকে বের হয়ে আসাদগেটের সামনে এসে ক্যাম্পাসের বাসে করে চলে আসলাম আমার সেই চিরচেনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর পিছনে ফেলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৩ এর একরাশ স্মৃতি...

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

তারেকুর রহমান বলেছেন: খালি মেয়ে দেখতে যাওয়া! তাই না?

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

পলাশ মিয়া বলেছেন: না রে বা... তোমরার সিলেট ও তো আর বাণিজ্য মেলা হয় না, তাই তোমরার জানার লাগি একতা দিলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.