নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমম!!! ভাবছি......

ময়না

ঃঃঃঃঃঃঃঃঃঃঃ

ময়না › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সিলেট...

০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

প্রকৃতির কন্যা সিলেট।
এই কথাটি কে বলেছেন জানিনা, কিন্তু আসলেই সিলেট ঘুরে দেখলে বুঝতে পারবেন কেন সিলেট কে প্রকৃতির কন্যা বলা হয়। কর্মজীবনের অসিলায় ২০১৪ থেকে ২০১৬ সিলেট ছিলাম কিন্তু ঘুরে দেখার সুযোগ হয়নি। এবার যখন সিলেট এলাম তখন পরিকল্পনা করে রেখেছিলাম যে এবার ঘুরে বেড়াব। আমার ভ্রমন ক্রম অনুসারে কিছু ছবি ও বর্ণনা দিলাম, আশাকরি ভাল লাগবে।
তাহলে শুরু করা যাক!
প্রথমেঃ মৌলভীবাজার- পাহাড়, চা বাগান, রাবার বাগান, আনারস, কমলা ইত্যাদি দেখার সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে মৌলভীবাজার জেলা।




এরপর শ্রীমঙ্গল- প্রকৃতি কত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝা যায় না।



এবার সিলেট জেলাঃ
বিছানাকান্দিঃ বিদেশ যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু এত সুন্দর যে আমার দেশ তা এখানে না আসলে বুঝতাম না।

চলবে?


হরিপুর (কি অপচয়!)ঃ দেশে এত জ্ঞানী, বিজ্ঞানী, প্রযুক্তি এই সম্পদ গুলো রক্ষা করা যায় না?



সদাপাথরঃ এক কথায় অপরুপ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

ভুয়া মফিজ বলেছেন: দাত থাকতে দাতের মর্যাদা দেশের কর্নধাররা কোনদিন বুঝবে না। সীমাহীন লোভের কারনে একটা দেশ কিভাবে ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ বিশ্বে তার অন্যতম নিদর্শন।

ছবিগুলো দেখে ভালো লাগলো.....মন খারাপও হলো।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

ময়না বলেছেন: যতটুকু পারি দেখে যাই, কি আর করা। ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।

২| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: আরো কিছু ছবি দিলে ভালো হতো।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

ময়না বলেছেন: ছবি বেশি আপলোড করতে পারছিনা, বলে আপলোড লিমিট.।.।.। আপনি কেমন আছেন ভাই?

৩| ০৫ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

মা.হাসান বলেছেন: লেখা ভালো লেগেছে। আপনি কোন সময়ে গিয়েছিলেন? যা শুনি, মনে হয় বর্ষায় এই জায়গার রূপ আরো বেড়ে যায়।

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

ময়না বলেছেন: অধিকাংশ স্থান পাহাড়ের ঝর্ণা কেন্দ্রিক, তাই বর্ষায় বেশি সুন্দর। কিন্তু পাহাড়ে যেহেতু সারা বছর বৃষ্টি হয় তাই ঝর্নায় পানি মুটামুটি থাকে।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

সাফাত আহমদ চৌধুরী বলেছেন: এত কম জায়গা ঘুরে গেলেন । সিলেটে আরো সুন্দর জায়গা আছে ।

নিলাদ্রী লেক, বারেক্কাটিলা, হামহাম, জাফলং, টাঙ্গুয়ার হাওর, রাতারগুল

০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

ময়না বলেছেন: শেষ ৬ মাস ধরে ধীরে ধীরে ঘুরছি। আপনার বলা সুনামগঞ্জের এলাকায় এখনও যাওয়া হইনি, কিন্তু সিলেট জেলার সব ঘোরা শেষ। কেন জানি বেসি ছবি আপলোড করা যাচ্ছে না, তাই সব একসাথে দিতে পারিনি। পরবর্তী টার্গেট সুনামগঞ্জ। আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০১

নাহার জেনি বলেছেন: রাতারগুল, বিছানাকান্দি বাদে সিলেটের অন্যান্য জায়গায় এখনো যাওয়া হয়নি। যাই হোক, ছবিগুলা ভাল লেগেছে।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

ময়না বলেছেন: সিলেটের আরও কিছু যায়গা আছে যেখানে বাইরের মানুষ এর পা খুব একটা পরেনি। আজ সেসবের ছবি দেব, ইনশাআল্লাহ। ব্লগে চোখ রাখুন।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 'ময়না'র বানান যদি ঠিক থাকে তবে :) না থাকলে যোগাযোগ করুন কর্তৃপক্ষের সাথে ;)



হ্যা, অবহেলা আমাদের রাষ্ট্রের প্রতিটা ধাপেধাপে মিশে আছে ।
আপনার ছবি ব্লগ ভাল লাগার মতোই ।
+++
ধন্যবাদ ।

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

ময়না বলেছেন: ধন্যবাদ, আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.