![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি ভাবে কোথায় আছো, আছো কি জ্যোৎস্নাধারা একাকী দাঁড়িয়ে
আমি ঘোর বৃষ্টিজলে শব্দ শুনি, আশ্চর্য আধারে বসে
মনে হয় শুনি
মর্মতলে বেজে ওঠে অসমাপ্ত গান,ভাষা,ওঠে নাকি? হয়তো ওঠে না।
একদিন ছিল সব,ছিল স্রোত, কুসুম বিন্যাসে ভরা নিজস্ব প্রতিমা
আজ নেই,আজ কোনো নোনা জল খেয়ে গেছে সর্বস্ব, জীবন
স্বপ্নের ভিতরে তবু কাকে খুজি,জানা নেই,সত্যিই জানা নেই
কাল আমি কিছুটা দুরত্ব থেকে, আরো বেশী রহস্যের থেকে
উড়ে এসে চেয়ে দেখি ছুঁয়ে আছি মর্মভেদী স্মৃতির পল্লব
কে ডাকে সজল চোখে, কখনো কি ডেকেছিল কেউ?
নতুন কবিতা কিছু জন্ম নিচ্ছে? মুখে লাগে শীতের বাতাস?
সব কিছু ছিঁড়ে ফেলি, প্রতীকী মহিমা তার আজ ছিঁড়ে ফেলি
তবু যাই ভাসতে ভাসতে যাই, সঙ্গে যায় আনত বিরহ
তারপর দুলে ওঠে আমাদের রক্তিম জীবন।
অন্ধকার, আরো এক অন্ধকারে বিষন্ন গাছের মতো তাকিয়ে রয়েছি
কিছু দেবে? যদি দাও অদ্ভুত আলোকে দিও
ওষ্ঠে দিও বেদনা চুম্বন।
©somewhere in net ltd.