![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়ী জ্যোৎস্নায় ব'সে
খসে নাকি সমস্ত আড়াল ?
দুরে টিলা'য় ছড়িয়ে গেছে সঙ্গীদল.
আমরা দু'জন কালো নুড়ি খুঁজতে খুঁজতে শালের ছায়ায় মিশে যাই,
মেঘভাঙা পাহাড়ী জ্যোৎস্নায় অন্ধকারে
অদ্ভুদ স্বাচ্ছন্দ্যে যেন শালের মুঞ্জরী খোলে
খুলে যায় শরীরে শরীর, গান
আমাদের ব্যক্তিগত সব উচ্ছলতা
হয়তো দেখার ছল
জ্যোৎস্নায় হাওয়া খেতে ভেসে আসে
ভেসে আসে লোকালয় সাঁওতালী মাদলে,
আমরা আবার শরীর টানি পুরোনো অভ্যাসে ওই কাপাসের ভার--
অথচ পাহাড়ী জ্যোৎস্না
খুলেও পারে না খুলতে আড়ালের ভিতরের আড়াল ।
বিঃদ্রঃ প্রিয় মডু কর্তৃপক্ষ এখনও কি আমার ব্লকের watching period শেষ হলো না , আর কতদিন অপেক্ষায় থাকবো....
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
রক্ত পলাশী বলেছেন: Wait for ......