![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করে যেন একটা ঝোড়ো হাওয়ায় জীবনের গতিপথ সম্পূর্ন পাল্টে গেল।এখন নিজেকে বড় একাকী ও অসহায় লাগে।জীবনের পাতাগুলো উল্টে শুধু ভূল আর ভূল।এমন একটা সময় এসে উপলব্ধি হল, ফিরে যাবার আর কোনো পথ নেই।কথা গুলো চরম হতাশাপূর্ন হলেও ভীষনভাবে সত্য-জীবনের বোঝাগুলো নিয়ে উত্তপ্ত মরূপথে দিনের পর দিন তৃষ্ণার্থ ক্লান্ত দেহে মরীচিকার পিছনে ছুটতে ছুটতে মৃতপ্রায়...।
কত আশায় বাধে এই সংসার,কত স্বপ্নে জীবন গড়ার প্রত্যয়,সবই মিছে মনে হয়, বালুর বাধেঁর মতো ঠুনকো মনে হয়।
এটা একান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮
রক্ত পলাশী বলেছেন: পথ হারা পথিকের উপলব্ধি...
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬
মহসিন৭১ বলেছেন: কিছুই বুঝলাম না।