নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্চগড় জেলার সংবাদ

শীর্ষ সংবাদ

পঞ্চগড় জেলার সাংবাদিক

শীর্ষ সংবাদ › বিস্তারিত পোস্টঃ

শিশির আসাদ\'র চিন্তা

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪


গলির মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা টানা ষোলবার প্রেম নিবেদনে ব্যার্থ হয়...... কোচিং ক্লাসে ড্যাসিং ভাইয়াটার প্রেমে মেয়েটা হাবুডুব খায় প্রতিদিন...... পাশের বাড়ির বারান্দায় উঁকি মারা ললনারে নিয়ে একটা গোবেচারা ছেলে হাজারো স্বপ্ন সাজায়.......গিটারের টুংটাং শব্দ তুলে সুন্দরী মেয়েটারে "ইম্প্রেস" করার ব্যার্থ চেস্টা চালায় যায় সদ্য ইন্টার পাস করা নব্য প্রেমিক.....
.
জগতের প্রেম গুলো এ ধারাতেই চলে এসেছে.....চারিপাশে প্রেম ছিলো,আছে এবং থাকবে। তবে জগতের সব প্রেম গুলো পূর্নতা পায়না........ওই ষোলবার প্রেমে ব্যার্থ হওয়া ছেলেটা হয়তো সেই মেয়েরে লাইফে না পেলেও মরে যায়না। নতুন করে কোন রাজকন্যা রে নিয়ে সেও স্বপ্ন সাজায়, সেই ছেলেটাও বউরে নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়ায় এই শহরের ই রাস্তায়। সেই হুডের নীচে প্রেম থাকে, মিশে থাকে এক টুকরো ভালবাসা....
.
কোচিং ক্লাসে ভাইয়ার প্রেমে হাবুডুবু খাওয়া সেই মেয়েটাও একদিন নতুন করে বাঁচতে শিখে......কোন এক মধ্যদুপুরে সন্তানের জন্য "সবজির খিচুরী" রাধতে তারও দরদর করে তাই ঘাম ঝরে...... কিংবা প্রজন্ম গোছানোর গুরুদায়িত্বে সেই মেয়েটারও বেহিসাবি রাতগুলো নির্ঘুম হয়......
.
জগতে তাই সব সুখ পেতে নাই, সব ইচ্ছা পূরন হতে নেই। মানুষ অপূর্ণতা কে আঁকড়ে ধরে বাঁচতে ভালবাসে.....জীবনে যদি ব্যাথর্তার গল্প নাই থাকে তবে বুড়ো বয়সে অলস বিকালটা কি ভেবে ভেবে কাটাবে বলো??????
.
লাইফে সবার একটা করে আলাদিনের দৈত্য থাকেনা যে তোমার সব ইচ্ছা গুলো পূরন করে দিবে নিমিষেই......তোমার প্রেম, ভালবাসা কিংবা এইম ইন লাইফ সফল করতে হলে তাই খাটতে হবে প্রচুর। জগতে "অলস আবেগের" কোন দাম নাই.....লাইফে তাই লুসার না হতে চাইলে খাটতে হবে, দাঁতে দাঁত চেপে লড়ে যেতে হবে। যদি কোনদিন দৌড়াইয়া বাসের হ্যান্ডেল ই না ধরলা....তবে সেটা কোন লাইফ হলো বলো????
পড়ে যাবার পর উঠে দৌড়ানোতেই তো আসল মজা......Let's Chase The Life.....গো ফর ইট

---শিশির আসাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.