নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর পানিপোকা

আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।

ধূসর পানিপোকা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সেরা বিশ উপন্যাস

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২



(প্রত্যেক লেখকের সর্বোচ্চ একটি উপন্যাস নেয়া হয়েছে।পৃকতপক্ষে, উঁচুমানের উপন্যাসের সংখ্যা অনেক।এটি আমার ব্যাক্তিগত পছন্দের তালিকা যা আপনার ও ভালো লাগতে পারে।)



বাংলা সাহিত্য :



পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দোপাধ্যায়

কবি- তারাশংকর বন্দোপাধ্যায়

আরণ্যক- বিভূতিভুষণ বন্দোপাধ্যায়

লাল সালু- ওয়ালীউল্লাহ

খোয়াবনামা – আ. ইলিয়াস

গোরা- রবীন্দ্রনাথ ঠাকুর

নিষিদ্ধ লোবান- শামসুল হক

প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়

কবি অথবা দন্ডিত অপুরুষ- হুমায়ুন আজাদ

জননী- শওকত ওসমান

রাইফেল রূটি ও আওরাত- আনোয়ার পাশা

সংশপ্তক- শহীদুল্লাহ কায়সার

সূর্য দীঘল বাড়ি – আবু ইসহাক

ওঙ্কার – আহমদ ছফা

জোতস্না ও জননীর গল্প –হুমায়ুন আহমেদ

ঘর মন জানালা – দিলারা হাশিম

পোকামাকড়ের ঘরবসতি – সেলিনা হোসেন

নূরজাহান – ইমদাদুল হক মিলন

মা – আনিসুল হক

দীপু নাম্বার টু- জাফর ইকবাল



বিদেশী সাহিত্যঃ



দা আউটসাইডার – আলবেয়ার কামু

নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড – দস্তভয়োস্কি

ললিতা – নবোকভ

দা ওয়াল - জাঁ পল সাত্র

সোফি”স ওয়ার্ল্ড- জোস্টেইন গার্ডার

ইউলিসিস- জেমস জয়েস

দা ট্রায়াল – ফ্রাঞ্জ কাফকা

অন দা ইভ – তুর্গেনিভ

দা ভিঞ্চি কোড- ড্যান ব্রাউন

আঙ্কল টমস কেবিন – হ্যারিয়েট বীচার স্টো

ট্রেন টু পাকিস্তান – খুশবন্ত শিং

গ্রেট এক্সপেক্টেশন- চার্লস ডিকেন্স

দা গডস দেমসেলভস- আইজাক আসিমভ

মা – ম্যাক্সিম গোর্কি

তারাস বুলবা- নিকোলাই গোগল

শী – হেনরী রাইডার হ্যাগার্ড

মবিডিক – মেলভিল

দা কাউন্ট অভ মন্টেক্রিস্টো –আলেকজান্ডার দুমা

পিটকেয়ার্ন্স আইল্যান্ড-জেমস নরম্যান হল

আ ফেয়ারওয়েল টু আর্মস –আর্নেস্ট হেমিংওয়ে











মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২

আদনান আমিন বলেছেন: পুতুল নাচের ইতিকথা #১ এ দেয়ায় সাধুবাদ :) । বিদেশী লিস্টে 'দা ভিঞ্চি কোড' একটু বেমানান লাগলো।

২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২

র হাসান বলেছেন: "দা ভিঞ্চি কোড" এমন একটা বই, যার প্রথম পৃষ্ঠাটা পড়া শুরু করলে শেষ পৃষ্ঠা পর্যন্ত শেষ না করে ওঠা সম্ভব না! আমার তাই হয়েছে। যদিও এই লিস্টে এই বই স্থান পাওয়ার কথা না, তারপরেও এটা পোষ্ট লেখকের একান্তই নিজস্ব ভালো লাগার বিষয়। @আদনান আমিন।

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

বোকামানুষ বলেছেন: অনেকগুলো পড়া আছে বাকিগুলোও পড়ার ইচ্ছা আছে

হেনরী রাইডার হ্যাগার্ড এর শী দিলে রিটার্ন অফ শী দিলে ভাল হতো কারন দুটো বই একসাথে না পড়লে এর অনুভূতি কমপ্লিট হয় না যদিও এটা আমার ব্যক্তিগত মতামত

এই ২টা আমার সব চেয়ে প্রিয় বইয়ের মধ্যে পড়ে

অঃটঃ-- সূর্য দীঘল বাড়ি কোথায় পেতে পারি জানা থাকলে যদি কষ্ট করে বলতেন এই বইটা আমি কি পরিমাণ যে খুজতেছি এই বই মেলাতেও খুঁজেছি যতবার গিয়েছি

খুব উপকার হত তাহলে

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

ধূসর পানিপোকা বলেছেন: শী বলতে দুটোই বুঝিয়েছি।আমি নীলক্ষেতে ঘোরাঘুরি করে বই কিনি।খুঁজলেই পাবেন।

৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

আদনান আমিন বলেছেন: অবশ্যই অবশ্যই। দা ভিঞ্চি কোড অদ্ভুত ভালো পেজ-টার্নার তো বটেই। লিস্টটাও ভালো। বেমানান লেগেছে হয়তো প্রকাশনার সময় ভেবে। তাছাড়া, একটা লিস্ট হলো ...পাঠক হিসেবে একটু বক্তব্য তো থাকতেই পারে। নাহলে মজা হলো কিভাবে? @র হাসান।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

ধূসর পানিপোকা বলেছেন: ভালো বইয়ের সংখ্যা অনেক।আর ক্যাটাগরি করে দিলে পরিমান হবে অনেক।এই লিস্টে ব্যাক্তিগত ভালো লাগা।ভিঞ্চি কোড সাহিত্যের নতুন শাখা।পঞ্চাশ বছর পর সেরার তালিকায় বেমানান হবে না বলে আমার ধারনা।

৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭

ধ্বংসমানব বলেছেন: এরকম পোস্ট ভালোই, যা পড়া হয়নি এবং যা পড়তে হবে তার একটা ভালো দিক নির্দেশনা পাওয়া যায়।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

ইফতেখার কাদির বলেছেন: একটাওপড়িনি :( :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :((

৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

ইফতেখার কাদির বলেছেন: ভাই, বইগুলোর পিডিএফ ফাইলের ডাউনলোড দিতে পারেন?

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

ধূসর পানিপোকা বলেছেন: না রে ভাই।আমি এখনো পুরোনো আমলের লোক।কাগজের পাতায় পড়া।

৮| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৪

নীল বরফ বলেছেন: চিনুয়া আবেচে থিংস ফল অ্যাপার্ট রাখতে পারেন বিদেশিদের তালিকায়।
ভালো লিস্ট। বিশেষভাবে ধন্যবাদ পুতুলনাচের ইতিকথা #১ দেবার জন্যে।
সূর্য দীঘল বাড়ি আবু ইসহাকের জনপ্রিয় উপন্যাস হলেও উনি কিন্তু বলেছেন বেশ কিছু সাক্ষাৎকারে যে উনার নিজের মতে " পদ্মার পলি দ্বীপ" উনার সব চেয়ে সেরা লেখা।

ভাল থাকবেন।

৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

প্রতিটা লেখা নিয়ে কয়েক লাইন করে দিলে আরো বেশি ভালো হতো।

আর আপনি স্কীপ করে জবাব দিচ্ছেন কেন জানি না। হয়তো আমার মন্তব্যের জবাবও পাবো না।

জবাব না পেলে কিন্তু সত্যিই মন খারাপ হয়।

যাই হোক, শেয়ার করার জন্যে অবশ্যই ধন্যবাদ রইল।।

১০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

ধূসর পানিপোকা বলেছেন: আইডি খোলার অনেক পরে লিখতে শুরু করেছি।আমি ব্লগে নতুন।টাইপের স্পীড একদম নাই।লিখতে অনেক সময় লাগে।তাই বেশি কিছু লিখি নাই।এখনো সবকিছুর সাথে খাপখাইয়ে উঠতে পারি নাই।আরেক্টু সময় লাগবে।তাই আমি আন্তুরিকভাবে দূঃখিত।বিশটাতে আসলে অনেকেই বাদ পড়েছে।তাছাড়া লিস্ট অনেক বড় হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.