![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অস্তিত্ব আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এবং সঙ্গায়িত।আমাদের অভিজ্ঞতা আমাদের গঠন করে।রূপ দেয়।এ রুপ পরিবর্তনশীল।আমি বিশ্বাস করি যে, পরিবর্তন ই একমাত্র অপরিবর্তনশীল ঘটনা।তাই পরিবর্তন ই সামনে চলার পথ।আর বেঁচে থাকার জন্য প্রয়োজন ভালোবাসার ক্ষমতা আর স্বাধীনতার আনন্দ।এ দুটো ছাড়া আমরা অস্তিত্বের সংকটে পড়ি।পানিপোকারা পানির উপরে ভেসে বেড়ায়।বিদীর্ণ করেনা।পানি কি জানে না।নিজেকে জীবনের উপর ভেসে বেড়ানো পানিপোকার মতো মনে হয়।জীবনকে যাপন করতে ভালবাসি।প্রাণ,প্রকৃতি ও জীবনকে জানতে ভালোবাসি।
কিছু খুনি ধর্ষকের বিচারের বিরুদ্ধতার জল গড়িয়ে দাঁড়ালো হেফাজতে ইসলামীর "ঈমানি চেতনা" ও "ধর্ম অনুভূতি" ।
কিছু উগ্র নাস্তিক ধর্মের নামে বাজে কথা লিখেছে ।তাই তারা যদি ধর্ষণের বিচার চায় তবে তা গণ্য হবে না ।কারণ শাহবাগের সব(!) নাস্তিক।তাদের ধর্মানুভূতি নাই ।
স্বীকৃত যুদ্ধাপরাধী বাঁচাতে শিবির হরতাল দিল।মানুষ খুন হল ।তাদের ব্লগে হত্যার ঘোষণা দিল ।আমার দেশ পত্রিকা সাহায্য করল ।জামাত মন্দির ভাঙলো ।বাড়িঘর পুড়ালো ।তাদের কিছুই হল না ।কারণ তাদের নির্দিষ্ট ধর্মানুভূতি আছে।
মন্দির পুড়ানোয় কোন আঘাত লাগে নাই ।কারণ যারা পুড়িয়েছে তাদের নিজস্ব একটি ধর্মানুভূতির আছে ।
মন্দির পুড়ানোয় না লাগলেও ব্লগে হাবিজাবি লেখায় বিশাল আঘাত লেগেছে।কারণ যারা লিখেছে তাদের ধর্মানুভূতি নাই ।
সরকার কি অপরাধ বিচার করছে কার ধর্মানুভূতি আছে বা নাই তার ভিত্তিতে?না কৃতকর্মের ভিত্তিতে?
ধর্মানুভূতি আছে এর ভিত্তিতে না আবার সাঈদী আর কাদের মোল্লাকে মুক্তি দেয়া হয় !
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
ধূসর পানিপোকা বলেছেন: বিরোধীদল আর সরকারের ভোটানুভূতি ছাড়া আর কোন অনুভূতি আছে বলে মনে হয় নাই ।এই অনুভূতি রক্ষায় যেকোন অনুভূতিকে সাইজমত ব্যাবহার করা জায়েজ।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
ফ্রিঞ্জ বলেছেন: ধূসর পানিপোকা বলেছেন: বিরোধীদল আর সরকারের ভোটানুভূতি ছাড়া আর কোন অনুভূতি আছে বলে মনে হয় নাই ।এই অনুভূতি রক্ষায় যেকোন অনুভূতিকে সাইজমত ব্যাবহার করা জায়েজ। সেইরকম কমেন্ট... তবে খুবই রিস্কি! অনেকের অনুভুতিতে আঘাত লাগতে পারে।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
ধূসর পানিপোকা বলেছেন: রাজনীতির এই নোংরা খেলা দেখতে দেখতে অতিস্ঠ হয়ে গেলাম ।আমরা সাধারণ মানুষ কি গরু ছাগল?যা খুশি তাই বুঝানো হবে?
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪
ফ্রিঞ্জ বলেছেন: আমরা সাধারণ মানুষ কি গরু ছাগল?যা খুশি তাই বুঝানো হবে?
ওরা আমাদের তাই মনে করে।
বারবার দুর্নীতি চুরি চামারি করার পরেও আমরা তাদের ভোট দেই। আমরা তো গরু ছাগলই
(মানুষানুভুতিতে আঘাত লাগার সম্ভাবনা আছে)
৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
ধূসর পানিপোকা বলেছেন: আর মানুষানুভূতি !!উহা রাজনীতি অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হইয়া পলায়ন করিতেছে ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: সরকার অনেক কিছুই পারে। দুধ কলা আর গানম্যান দিয়ে ব্লগারদের পুশতেও পারে। আবার তাদেরই প্রয়োজনে লালদালানে ঢুকাতেও পারে। আরো অনেক কিছুই ঘটতে পারে যা আমরা কেউ জানিনা ।