![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু না কিছু দিয়ে শুরু করতে হবে....শুরুটা না হয় একটা আধ্মাত্মিক কবিতাই হোক.....
হরিনু ইচ্ছা মোর,
ছাড়িলু প্রেম।
অভাগারে কইয়া গেল
হারায় মোর জনম।
সে আসিয়া বলিল না,
কহিল চরনে,
আমারে না চিনিলে তবে
কি করিলা ভুবনে??
হেথায় সেথায় খুঁজিয়া দেখি
পাইছিলাম কোন কালে;
ভাবিয়া দেখি গো আমি
এ নহে মোর জালে।
ওগো, বিধাতার বলে।
স্বপনেও ভাবিনাই কভু
এ আসিবে তরে,
তবুও নাকি যাইতে হইবে
ওপারেতে মোরে।
কানা হইয়া রইলাম আমি
বুঝলাম না গো কালে,
কবে জানি শেষ হয় যায়
দেহ রূপী আলে।
সে আসিয়া কহিল মোরে
আমারে না চিনিলে তবে
কি করিলা ভুবনে??
( আমার নিকটে মৃত্যু আসলে বলব, ভাই ওয়েট র দুই মিনিট....এক গ্লাস পানি খেয়ে নিই.....)
©somewhere in net ltd.