![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্নফাঁস হওয়া রোধে অনেক প্রস্তাব আলোচিত হচ্ছে । ডিজিটাল বাংলাদেশে এসএসসি / এইচএসসি পরীক্ষায় এখনও অ্যানালগ পদ্ধতি কার্যকর রয়েছে । এই দুটো পরীক্ষায় বরাবরই প্রশ্ন করা হয় দু সেট ক ও খ । প্রশ্নপত্র ছাপানোর পরে তা স্টীলের ট্রাংকে ম্যানুয়ালী সংরক্ষণ করা হয় ।
কোনদিন কোন পরীক্ষা হবে তাও একটি খামে ম্যানুয়ালী চাচের মাধ্যমে সিলগালা করে রাখা হয় । এ প্রক্রিয়ায় অনেক মানুষ যুক্ত থাকে । এরপর ট্রাংকে ভরে পাঠানো হয় ট্রেজারীতে ।
সুতরাং ভেবে দেখুন হয় ক বা খ । এর বাইরে কিছু নেই । সুতরাং শত শত এসব কাজের সাথে যুক্ত লোকজন পরীক্ষা শুরুর ২/১ মাস পূর্বে জেনে যায় কোন দিন কোন সেটে পরীক্ষা হবে । তাই কি করা যায় । খুব সোজা কমপক্ষে ৫ সেট প্রশ্ন করুন । পাঠিয়ে দিন পরীক্ষা কেন্দ্রে ৫ সেট । ৩০ মিনিট পূর্বে কেন্দ্র সচিব কে বা প্রশাসনকে মোবাইল বা মেইলে জানিয়ে দিন আজ কোন সেটে পরীক্ষা হবে ।
এই কাজটি কে করবেন । ৫/৭ সদস্য এর উচ্চ পর্যায়ের কমিটি করতে পারে মন্ত্রণালয় বসে । সকাল বেলা লটারি করেও করা যায় ।
ব্যাস খেল খতম । করে দেখুন এটি। প্রশ্নফাঁস ৫ সেট করে কোনো লাভ হবে না ।সেট ১০ টি করতে পারলে আরো ভালো । আর ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া কিভাবে যায় এর জন্য অনেক বিশেষজ্ঞ আছে দেশে ।
প্রশ্নফাঁস আবার ঠেকানো যায় না । হায়রে দেশ । কেউ কারো কথার মূল্য দেয় না ।
২| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুদ্ধিটা কাজের। কিন্তু ঘন্টাটা বাঁধবে কে??
৩| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮
পান্হপাদপ বলেছেন: কোথাও কেউ কি নেই ঘন্টা বাধানোর জন্য । উৎসাহিত হলাম আপনার জবাবে । ধন্যবাদ ভাইজান
৪| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ২:০০
পান্হপাদপ বলেছেন: পান্হপাদপ বলেছেন: ধন্যবাদ মন্তব্য এর জন্য । আপনার প্রস্তাব এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই বা থাকতে নেই । আমি রাজৈনতিক বিষয় এড়িয়ে চলি
৫| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৩ ঘন্টায় ৪২৫ বার পঠিত!!!!!!!
সমস্যা কোথায়???????????
৬| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: বুদ্ধি যতই দেন বাস্তবায়ন করার লোক নেই।
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪
পান্হপাদপ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।আসলেই ।
৭| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কুত্তার গলায় ঘন্টা বাধবে কে?
৮| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: না। এভাবে হবে না।
৯| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১:০৬
প্রািন্ত বলেছেন: যেকোন কাজ সঠিকভাবে করতে হলে উপযুক্ত যোগ্যতা ও দক্ষতা থাকতে হয়। আমি সবচেয়ে নির্ভরযোগ্য একটি সমাধান দিতে পারি। তাহলো- “সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে বিএনপি থেকে ভাগিয়ে এনে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেই একরাতেই সব সমাধন হয়ে যাবে”।
বি: দ্র: এই প্রস্তাব মানা হয়তো সম্ভব নয় কিন্তু অনেক কিছু এখান থেকে অনুধাবন করা যায়। যেমন- এহসানুল হক মিলনের মত অত্যন্ত কঠোর ও তীক্ষ্ন বুদ্ধি সম্পন্ন মানুষকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া যেতে পারে।