![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯ দিন পর রোববার মৃত্যুর কাছে হার মানেন রোজিনা। সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।দুবার আমার ওপর দিয়ে চাকা চলে গেছে। আমি শুধু বলছিলাম- আমাকে একটু হসপিটালে নিয়ে যান। এর পর আর কিছু জানি না। অনেক মানুষকে বলছি- আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে। অনেক মানুষকে বলছি। সার্জেন্টও ছিল। কিন্তু ধরে নাই। ’
মৃত্যুর আগে এভাবেই মানুষের নির্দয়-নিষ্ঠুর চরিত্রের কথা বলে গেলেন রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো রোজিনা আক্তার।
গত ২০ এপ্রিল রাতে বনানীতে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির বাসের চাপায় তিনি পা হারান।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে রোজিনা জানান, রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি গাড়ির ধাক্কায় তিনি পড়ে যান। ওই সময় কেউ তাকে উদ্ধার করেনি। ফলে রাস্তায় পড়ে থাকাবস্থায় তার ওপর দিয়ে বিআরটিসির একটি দোতলা বাস চলে যায়।
রোজিনা দাবি করেছিলেন, ঘটনাস্থলে পুলিশসহ অন্য যেসব লোকজন ছিল, তারা যদি তাকে উদ্ধার করতেন এবং বাসটি থামাতেন তা হলে তার এই পরিণতি হতো না।
দুর্ঘটনার পর প্রথমে পাঁচ দিন পঙ্গু হাসপাতালে ও পরে চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন ছিলেন রোজিনা।
ময়মনসিংহের ধোবাউড়া থানার মেয়ে রোজিনা। তার বাবা কৃষক রুসুল মিয়া ও রাবেয়া খাতুন। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে রোজিনা দ্বিতীয়।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬
পান্হপাদপ বলেছেন: সত্যি দুঃখজনক ।ভাবতে খুব খারাপ লাগছে ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৪
শাহ আজিজ বলেছেন: গেল রাতে ভাবছিলাম মেয়েটির কথা , এখন দেখলাম সে পরপারের বাসিন্দা।
একটা প্রশ্ন জাগে মনে এই দুর্ঘটনার শিকারদের চিকিৎসা সেবা কি দেয়া সম্ভব নয় এদেশে ? আমাদের চিকিৎসকদের স্কিল নিয়ে প্রশ্ন জেগেছে মনে । এরাই বিদেশে সেমিনারে যায় কিন্তু প্রত্যক্ষ কোন সার্জারিতে অংশ নেয়না , দুর্ভাগ্য ।
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭
পান্হপাদপ বলেছেন: সঠিক বলেছেন ।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মানুষকে দোষ দিয়ে লাভ আছে??
বিশ্বায়নে সবাই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। মা-বাবাকেই মনে রাখছে না??
এই ইঁদুর দৌড়ের ফলাফল ভয়াবহ....
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০
পান্হপাদপ বলেছেন: আমরা মানুষেরা কেমন নিষ্ঠুর ।মানবতা কি উঠে গেল ।ফেসবুকে তো কত মানবিক ব্যাপার দেখা যায় ।আসলে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি আমরা দিন দিন ।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @শাহ আজিজ,
ঐ থার্ডক্লাশ ডাক্তারদের ধরে থাপড়ানো দরকার। যত্তোসব ফাউল....
ব্লগে একটাও ডাক্তর পাই না। পেলে সাইজ করতাম....
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২
পান্হপাদপ বলেছেন: ভাবতে অবাক লাগে ।এদেশে ডাক্তার সাহেবদের বিরুদ্ধে কিছু বলাও যায় না ।তারা ক্ষেপে যান ।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬
হাঙ্গামা বলেছেন: নির্মমতার স্বাক্ষী হয়ে থাকলো।
হাত পা হারানো মানুষগুলাকে বাচানো যাচ্ছে না কেন?
৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৭
রোকনুজ্জামান খান বলেছেন: ছি
৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪
খায়রুল আহসান বলেছেন: হৃদয়বিদারক!
অত্যন্ত মর্মন্তুদ কাহিনী। কে কার কাছে বিচার চাইবে? আমরা দিন দিন অনুভূতিহীন রোবটে পরিণত হয়ে যাচ্ছি!
৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮
অর্ক বলেছেন: সত্যি, ভাষাহীন হয়ে পড়েছি! এরকমই নির্দয় এখন মানুষ! রোজিনা’র পরিবারের জন্য গভীর সমবেদনা। নিজেকেই অপরাধী মনে হচ্ছে! মনে হচ্ছে ঘটনাস্থলে আমিও যেন একজন দর্শক হয়ে দাঁড়িয়েছিলাম!
পোস্টের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৪
মাআইপা বলেছেন: বাঁচার আকুতি সবার একি রকম।
আমাদের মানতবাবোধ শুধু ভার্চুয়ালে সীমাবদ্ধ।
দোয়া রইল রোজিনার জন্য।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪
শামচুল হক বলেছেন: বলার ভাষা নাই
১১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের নাগরিক আমরা। আমরা কি মানুষ হতে পারি না?
অমানুষ কতকাল থাকবো??
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।