নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পান্হপাদপ

পান্হপাদপ › বিস্তারিত পোস্টঃ

দেশটা ভেজালে ভরে গেল দেখছি !!! এখন ইয়াবাও নকল !! \'\'নকল ইয়াবা সেবনে ৪ জনের মৃত্যু \'\' । মদ ,ইয়াবা ,গাজায় ভেজাল চাই, দিতে হবে ।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:১৩


নকল ইয়াবায় ছেয়ে গেছে পুরো বাংলাদেশ। চাহিদার কারণে মাদক ব্যবসায়িরা নকল ইয়াবা তৈরী করে বিক্রি করছে। ঢাকাসহ দেশের সবকটি জেলা শহরে নকল ইয়াবা কারখানা গড়ে উঠেছে।
সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় নকল ইয়াবা সেবনে চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, লোকমান হোসেন (২২), আসিফ রহমান (২৭), সাইফ আল নিশান (২৫), রাজ্জাক হোসেন (৩৩) নামে কেলিশহর ইউনিয়নের একই গ্রামের চারজন নকল ইয়াবা সেবনে মৃত্যু বরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চারজন প্রতিদিন একই সাথে চা দোকানের পাশে একটি রুমে ঢুকতো, তারপর কখনো এক ঘন্টা কখনো দুই ঘন্টা পর রুম থেকে বের হতো। গত বৃহস্পতিবার ওই রুম থেকে বেরিয়ে আসার পর চারজনের আচরণে অসঙ্গতি দেখা যায়। কিছুক্ষণ পর মাথাব্যাথায় মাথা ছিড়ে যাচ্ছে অভিযোগ করে তাদের মধ্য তিনজনই। এক সময় তিনজনই মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মস্তিস্কে রক্ত ক্ষরণে তাদের মৃত্য হয়েছে বলে জানান চিকিৎসক। রাত আড়াইটার দিকে একইভাবে মৃত্য হয় অপরজনেরও।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সারাদেশে লাখ লাখ ইয়াবাসেবীর সবাই নকল ইয়াবা ব্যবহার করছে। আকার, রঙ, ও গঠন একই রকম হওয়ায় ইয়াবাসেবীরা কোনটা আসল কোনটা নকল তা বুঝতে পারে না। এ কারণে মাদকাসক্তরা না জেনেই নকল ইয়াবা ব্যবহার করছে। সূত্র জানায়, নকল ইয়াবা ব্যবসায়িরা বাজার থেকে ইয়াবার আকারে নানা ধরনের ট্যাবলেট কিনে তাতে রঙ আর ইয়াবার গন্ধ মিশিয়ে বিক্রি করছে। টেক্সটাইলে ব্যবহূত রং দিয়ে নকল ইয়াবার বহিরাবরণ তৈরি করা হয় আর এতে মিশানো হচ্ছে বিষাক্ত ক্যামিকেল।

সুত্রঃ বাংলাদেশ টাইমস ,২৮ মে ,২০১৮ ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

বিজন রয় বলেছেন: বাংলাদেশ এমন কি মহান দেশ যে এখানে ভেজাল থাকবে না !!

এখানকার মানুষগুলো দেখেছেন কেমন ভেজাল মার্কা!!

২| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাল্লাগেনাঃ ছড়া



বাঁচতে আর সাধ জাগেনা
ভাল্লাগেনা আর কিছু।
সব কিছুই তিক্ত কটু,
ভেজাল ছারছে না পিছু।

খাটি গরুর দুধ পাওয়া যায়
যায়না পাওয়া খাটি দুধ,
ধারে টাকা যায়না পাওয়া,
পাওয়া যাবে দিলে সুদ।

ফল-মূলেতে বিষ দেওয়া হয়,
লাভের কড়ি তুলিতে।
বিষ খেয়ে যে মরছে মানুষ,
পারছিনা তা ভুলিতে।

৩| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

বিষাদ সময় বলেছেন: ভেজাল মাদক বিক্রয় করার জন্য সরকারের পৃষ্টপোষকতা করা উচিত, এতে করে মাদক নির্মুল এর অভিযান অনেকখানি এগিয়ে যাবে....................

৪| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫

অদৃশ্য বালক বলেছেন: এইটা আরো আগে বের হওয়া উচিত ছিলো, তাহলে সরকারের আর কষ্টকরে ক্রসফায়ার করা লাগতো না।

৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: খাদ্যে ভেজাল? আরে ভাই মানুষের মধ্যেও তো ভেজাল।

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫০

অর্থনীতিবিদ বলেছেন: এইটা ভেজাল হলে কোনো অসুবিধা নাই। তবে প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে, যারা ইয়াবা ব্যবসায়ী এবং যারা ক্রেতা উভয়েই যেন এই ইয়াবা কয়েকপিস করে খায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.