নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃষ্টির কবিতা

পেপার রাইম

আর দশজনের মতই সাধারণ ও কিছুটা কৌতূহলী

পেপার রাইম › বিস্তারিত পোস্টঃ

সরকারী হাসপাতাল

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭

বাবাকে নিয়ে হাসপাতালে আছি দুই দিন,সরকারি হাসপাতাল। যারা একুটু অশিক্ষিত /গ্রাম থেকে আসে তাদের অবস্থা এখানে সবচেয়ে নাজুক,প্রত্যেকটা জাগায় দালাল।টাকা দিলে এখানে সব পাওয়া যায়,টাকা না দিলে রোগী সিটটাও পায় না।নার্স আপুরা একবারের জায়গায় দুবার কিছু জিজ্ঞেস করলে ব্যপক ঝারি মারে,আপনার পোশাক সুন্দর হলে বা শিক্ষিত হলে অন্যকথা।বাথরুম আছে বাথরুমে সিটকারি নাই, ৫টা বাথরুম বদনা দুইটা। ফ্যানের নিচে সিট পেতে হলে টাকা দেয়া লাগে আরও অনেক কিছু আর ছারপোকা, তেলাপোকাতো এখানে রাজত্ব কায়েম করেছে রীতিমতো। দেশের প্রত্যেকটা সরকারী হাসপাতালেই সম্ভবত এই অবস্থা। আমি সরকারের দোষ দিবনা, প্রতি বছর ঠিকি একটা বড় বাজেট দেয়া হয় চিকিৎসা ক্ষেত্রে, দোষ আমার আপনার। আমরা সরকারী চাকুরী পেলেই ভাবি জমিদারি পেয়ে গেছি,কেউ আমাদের চাকুরী খেতে পারবেনা ঘুষ অনিয়ম যাই করি না কেন। বেশীরভাগ মানুষ সরকারী চাকুরী করতে ১০লাখ টাকা ঘুষও দেয় এই কারনে। একটা দেশে এতোটা অনিয়ম আর দুর্নীতি হলে কি ভাবে দেশ আগাবে?অথচো এ দেশের প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকদিন কোটি শিশু শপথ নেয় এই বলে,"দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব।"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: স্বাস্থ্য মন্ত্রী এই সব ঘটনা কি জানেন না?

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

পেপার রাইম বলেছেন: বিরোধী দলের ভুল ধরতে ধরতেইতো ওনার সময় চলে যায়।

২| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: আসলে কিছুই করার নেই !! আমাদের সিস্টেমেই সমস্যা।

দুঃখজনক।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

পেপার রাইম বলেছেন: করার কি আসলেই কিছু নেই??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.