![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
দেশের মানুষের জীবন রক্ষার চেষ্টা করার জন্য আমি ক্ষমাপ্রার্থী : তারানা হালিম
তার লেখার প্রেক্ষিতে এই লেখা ।
কিছু মানুষের প্রাণ বাচানোর জন্য ধন্যবাদ। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার লোপ না করে আর একটা ফেয়ার ইলেকশন দিলেও কিন্তু আরো অনেক মানুষের প্রাণ বাচাতে পারতেন। গত দুই দশকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাংলাদেশ কিন্তু গনতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল ভালো মতই --- আর আপনারই কিন্তু গণতন্ত্রের ধারা ছিনিয়ে নিলেন ।"হয়তো তাঁরা ভাবছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দুর্ঘটনা ঘটার আগে সাময়িক বন্ধ রাখলে ফ্রান্সের এই মানুষগুলোর জীবন বাঁচানো যেত কি?" মানে বুঝলাম না। সেখানে কি সাইবার হামলা হয়েছে? না গুলি? এরসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পর্ক কী? হামলার আশঙ্কায় ফ্রান্স কিংবা বেলজিয়ামে কি ইন্টারনেট বন্ধ করা হয়েছে? জানতে চাচ্ছি।
মাননীয় প্রতিমন্ত্রী, লেখাটি একপেসে হয়ে গেল না? এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরম ক্ষতিকর হিসেবে উপস্হাপনা করা হয়েছে । আদৌ কি তাই ? মাননীয় প্রতিমন্ত্রী হয়তো ভূলে যান নি, কিছুদিন আগে শিশু রাজনকে হত্যার কথা, ইভটিচিং এর শিকার সেই তরুনীর কথা, এরকম হাজারো ঘটনা, যেখানে এই ফেসবুকই আসল অপরাধী সনাক্ত করতে সরকারকে সাহায্য করেছে । ফেসবুক ছাড়াও কিন্তু অনেক ঘটনা ঘটছে, প্রতিদিনই পত্রিকাই চোখ রাখলেই বোঝা যায়, আমরা কতটুকু নিরাপদ ! আজকেও বগুড়ায় মসজিদের ভিতরে গোলাগুলি হয়েছে, মুয়াজ্জিন নিহত । যারা দুষ্কৃতকারী তারা তো ঠিকই VPN দিয়ে ফেসবুক ব্যবহার করতেছে, এক্ষেত্রে তাদের ট্রাকিং করাও কঠিন ! আর হয়রানী হচ্ছে সাধারন মানুষের । কেউ কেউ আছেন, আউটসোর্সিং করতেন ফেসবুকে, তাঁদেরও ব্যবসা বন্ধ। অনুগ্রহ করে আর একবার ভেবে দেখবেন, আসলেই কি ফেসবুক বন্ধই সমস্যার সমাধান ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
সপ্নবিলাসি বলেছেন: খেয়াল করে দেখলাম facebook এ সরকার দলকে গালাগালিই করা হয় বেশি। আর এক একটা উপস্বর্গ পাইলে তো স্ট্যাটাস এর চোটে নিউজ ফিডে আর কিছুই দেখা যায় না। আর এসবের বেশির ভাগই আমলীগের বিপক্ষে এমনকি তাদের নিজেদের পেজেও গালাগালির অভাব নাই। আর ফেসবুকের পলিটিক্সটা তারা রপ্ত করতে পারছে না। এমনকী ছাত্রলীগ অনেক অনেক ফাটাফাটী করেও কিছুই হচ্ছে না।
সুতরাং যেইডা সামাল দিতে পারবা না বন্ধ করে দাও। এই নীতি টা খুব একটা খারাপ না। কষ্ট হয় আমাদের সারাদিন বেসরকারি ফার্মে কাজ করা আর বসের গালি খেয়ে বাসাই এসে ফেসবুকে সুখ খুজতাম। কইদিন ধরে সেটাও বন্ধ ।
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: সুন্দর বলেছেন জনাব ।শুভকামনা ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
মেদভেদ বলেছেন: সারা জীবন নাচ গান করা একজন মহিলা টেকনোলজির কি বুঝে??? একজন নাট্য শিল্পিকে যখন টেকনোলজি বেইজড কোন মন্ত্রনালায়ের মন্ত্রিত্ব দেওয়া হয় তখন এই রকম অবস্থাই হবে। স্বৈরাচার কি কখনো জনগনের ভাষা বোঝে !!
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
এখন নির্বাচন নির্বাচন করে কান্নাকাটি করে কোন লাভ নেই।
৩ মাস চেষ্টার পরও ৫ই জানুয়ারীর নির্বাচনে একটি বড় দল অংশ নেয়নি। ৩০০ আসনের অর্ধেকই বিনাপ্রতিদ্বন্দিতায়। কোন নির্বাচন করা লাগেনি। বাকি নির্বাচন অনুষ্ঠান না করা হলেও সরকার গঠিন করা সম্ভব ছিল।
ভোটার কম, বিনাপ্রতিদ্বন্দিতা এই সব আইনত কোনটি অবৈধ নয়, ১০০% বৈধ।
ভোটারতো কম হবেই। প্রিজাইডিং আফিসার সহ শতাধিক প্রাণহানী ২০০ কেন্দ্র জালিয়ে দেয়া, ভোটার হত্যার হুমকি, এসব বাদ দিলেও ভোটার উপস্থিতি কম হওয়ার কারন মুলত প্রতিদ্বন্দ্বীতা বিহীন নির্বাচন। মানুষ জানে এম্নিতেই জিততেছে, ভোট দিয়ে সময় নষ্ট করার দরকার নেই।
ভোটার উপস্থিতি কম দেখে যারা ভাবে ৮৫% মানুষ এতে অনাস্থা জানিয়েছে, ইহা অবৈধ নির্বাচন! তারা আস্তো রামছাগল।
১৯৭০ এর নির্বাচনের পর একমাত্র ২০০৮ এ সুধু সঠিক ভাবে সঠিক ভোটার তালিকায় সুষ্ঠ নির্বাচন হয়েছে।
সেই ফলাফলই এদেশের জনগনের সমর্থনের বাস্তব স্থায়ী মাপকাঠি।
আপনার আমার জিবদ্বসায় আর কখনো এইরকম সুষ্ঠ নির্বাচন হবে না বলেই মনে হয়।
অশিক্ষিত নেতৃত্বে জামাতি লেজুরবৃত্ত্বি করা সুবিধাবাদি অথর্ব যুদ্ধাপরাধ সমর্থক বিরোধীদল থাকলে দেশের অবস্থা এরকমই থাকবে।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
কিরমানী লিটন বলেছেন: এখানে আশার রবি দুপুরেই ডুবে
জেগে উঠে পশ্চিমে হেলে পড়ে পুবে।
দরিয়ার স্বাদ খুঁজি শাওয়ারের জলে
জীবনের ছায়া পায় করুণা আঁচলে।
চেতনার বেচাকেনা নগদের দরে
বিবেকের আশ্রয় ক্ষমতার বরে।
শাসনের আবডালে পিচাশের ছায়া,
বিলাপ ভেজালে মেশা,মিথ্যের মায়া।
যুক্তির নাকে খদ শক্তির দড়ি
মুক্তির ডানাকাটা শৃঙ্খল বেড়ি।
মেঘ এসে গিলে খায় জোছনার আশা
মগজের মজ্জায় মাকড়সা বাসা।
হৃদয় অতলে ঢেউ-ভয় দেয় উঁকি,
মায়ের জঠরে হানা,সন্ত্রাসী ঝুঁকি।
এই তোর ডিজিটাল,বাকশালি ধারা?
চাইনা ভিক্ষা মাগো-কুকুরটা তাড়া ...!!!
৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
নূর আল আমিন বলেছেন: মন্তব্য নিঃস্প্ৰয়োজন
৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: তারানা হালিম কে বলছি
আপনি একজন মেধাবী মানুষ তাই ভাষাও হৃদয়গ্রাহী। কিন্তু যে যুক্তিগুলো আপনি দিয়েছেন তা কোন যুক্তি হতে পারেনা। আপনারা ফেসবুক বন্ধ করে বগুড়ার শিবগঞ্জ এ শিয়া মসজিদে হামলা ঠেকাতে পারেন নি। কি জন্য ফেসবুক বন্ধ রেখেছেন তা চিন্তাশীল মানুষ মাত্রই বুঝতে পারে। আর যাই করুন, চীনকে আদর্শ মেনে রাজনৈতিক পথে আগাবেন না। এটা চীন নয়। সামনে পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন। আর ফেসবুকের রাজনৈতিক আলোচনা সমালোচনা প্রায় সবটাই সরকারের বিপক্ষে যায়। সরকারের নীতি নির্ধারকদের সেটা স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা নয়। আপনারা মুখে বলছেন ডিজিটাল বাংলাদেশের কথা কিন্তু আগাচ্ছেন বাক স্বাধীনতার বিপক্ষে, এটা মনে হয়না খুব ভালো ফল বয়ে আনবে। আর আমাদের মত হুজুগে বাঙ্গালিরা যতদিন আছি, ততদিন কেউ একজন চতুরতার আশ্রয় নিয়ে সুন্দর সুন্দর কয়েকটি বাক্য ব্যবহার করে আমাদের ''অন্ধ'' ও বানিয়ে রাখতে পারবে।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসাদ সরকারও তো ফেসবুক নিষিদ্ধ করেনি, যেখানে আই এস এখন সবচেয়ে সক্রিয়!
৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
কে এই রিটা কাৎজ?
১০| ২৮ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৪
প্রবাসী ভাবুক বলেছেন: মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলা চরম নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয়৷ দেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে সড়ক দুর্ঘটনায়৷ তাহলে দেশের মানুষের জীবন রক্ষার চেষ্টার জন্য সকল যানবাহন বন্ধ করে দেওয়া হোক৷
১১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
কিরিটি রায় বলেছেন: তারানা হালীম চেতনার রাজনীতির ভাষা শীখৈ ফেলেছৈন বাচ্চারা তালীয়া বাজাও!!!!
১২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
অগ্নি সারথি বলেছেন: যত্তসব পাগল ছাগল। স্পীকার হয়ে বসে আছি।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
উদাসিন পথিক বলেছেন: এক এক জন মনতিরি যেন এক একটি উন্নত জাতের আবাল।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফেসবুক খোলা থাকলে সবাই যে সরকারকে গালি দেয়, এখন সেটা দেখা আর লাগবে না। ভালো তো ,ভালো না?
আজ পর্যন্ত ফেসবুক বন্ধ রেখে কয়টা অপরাধ ঠেকানো গেল একটা পরিসংখ্যান দিলে প্রতিমন্ত্রীর বক্তব্য আরও জোরদার হতো। সুশীল পোষা কয়টা বুদ্ধিজীবিকে সংগে নেয়া যায় না?
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
প্রামানিক বলেছেন: কারে কি কমু কওয়ার কিছু না্ই।
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
মজুমদার আলমগীর বলেছেন: এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বংয় নিষেধাজ্ঞা আরোপকারী দলের পেজ আপডেট অব্যহত রেখেছে। সেখানে সাধারণ মানুষ ব্যবহারে দোষ কোথায়?
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
বাংলার ফেসবুক বলেছেন: কয়েক কোটি লোকের জীবন বাচানোর জন্য ধন্যবাদ।
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
কমরেড ফারুক ২ বলেছেন: আসলেই মিসেস হালিম ধন্যবাদ পাওয়ার যোগ্য। ১০ ১৫ বছরের পোলাপাইন যেভাবে চটি পড়া শুরু করেছিল। তা থেকে কিছুপরিমাণ রেহাই হবে যুব সমাজের।
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০০
মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: কয়দিন পরে পেটে ব্যাথা হলে সরকার আমাদেরকে আর কিচ্ছু খাইতে দিবো না। জাতীয় নিরাপত্তা বিঘ্নি হপে!
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
মা গো ভাত দাও বলেছেন: কাকে কি বলছেন? এরা কি এগুলো শুনছেন? অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকতে নাটক ছাড়া আর কিছুই নয়।