![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন দেশের পরাধিন মানব ।
চলতি বছর বিশ্বের ছবিগুলো থেকে বিভিন্ন দিক বিবেচনা করে বছরের সেরা ছবি নির্বাচন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আগে প্রথম পর্ব টা দেখে নিন ।
বছরের সেরা ছবি {প্রথম পর্ব}
সিঙ্গাপুরে পর্যবেক্ষণ মঞ্চ থেকে সূর্যাস্ত দেখছেন পর্যটকেরা। ছবিটি ০৫ অক্টোবর, ২০১৫ মেরিনা বে স্যান্ডস হোটেল থেকে তোলা। ছবিটি ‘ন্যাচালার ডিজাস্টার’ এর সেরা ১০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
চিলিতে কালবুকো আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোঁয়া ও ছাইয়ে ছেয়ে গেছে চারপাশ। ছবিটি ২২ এপ্রিল, ২০১৫ পুয়ের্তো মন্ট শহর থেকে তোলা। ছবিটি ‘ন্যাচালার ডিজাস্টার’ এর সেরা ১০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
সদ্য জন্ম নেওয়া হাতির বাচ্চাটিতে দাঁড় করাতে ব্যাকুল তার মা। ছবিটি ২৫ মে,২০১৫ বেলজিয়ামের পেইরি ডেইজা ওয়াইল্ডলাইফ পার্ক থেকে তোলা। ‘ইয়ারএন্ড এনিম্যালস’ এর সেরা ২০টি ছবির তালিকায় স্থান পেয়েছে এই ছবিটি।
এক সঙ্গে বসে খাবার খাচ্ছে লেমুরের দল। ছবিটি ২৭ জানুয়ারি, ২০১৫ চীনের শ্যানডং প্রদেশের কুইংডো ফরেস্ট ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ড থেকে তোলা। ছবিটি ‘ইয়ারএন্ড এনিম্যালস’ এর সেরা ২০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
খাবারের একটি ঘর ঘিরে কিছু চড়ুই পাখির ওড়াওড়ি। ছবিটি ২৯ সেপ্টেম্বর, ২০১৫ জার্মানি থেকে তোলা। ছবিটি ‘ইয়ারএন্ড এনিম্যালস’ এর সেরা ২০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
দুপুরের খাবারের জন্য স্কুল থেকে এভাবে বাড়ি ফিরছে দুই শিশু। ছবিটি ১৬ জুলাই, ২০১৫ কেনিয়ার কোগেলো গ্রাম থেকে তোলা। ছবিটি ইনস্টাগ্রামে জনপ্রিয়তার কারণেই তালিকায় উঠে আসে।
দর্শনার্থীদের দিকে মাথা উঁচু করে তাকিয়ে আছে একটি ধূসর ঝুঁটির সারস। ছবিটি ০২ সেপ্টেম্বর, ২০১৫ বেলজিয়ামের ওলমেন্স চিড়িয়াখানা থেকে তোলা। ছবিটি ‘ইয়ারএন্ড এনিম্যালস’ এর সেরা ২০টি ছবির তালিকায় স্থান পেয়েছে।
গাছে ঝুলছে শিম। ছবিটি দিনাজপুর সদর থেকে তোলা।
মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী বাজার এলাকায় আজ মঙ্গলবার ভোরে হঠাৎ দেখা মিলল একঝাঁক শালিকের।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: না আমার তোলা না অন্যের তোলা ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশতো ছবিগুলো! দারুন সব!
+++++++++++
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
জুন বলেছেন: লেমুর আর চড়ুই এর খাবার দৃশ্যটি অপুর্ব। বাকি ছবিগুলোও ভালোলাগলো।
শালিকের ছবি দেখে মনে পড়লো যশোরের এক রেস্টুরেন্ট মালিক প্রতিদিন ভোরে অসংখ্য শালিককে রুটি বা পরোটা খেতে দেয়।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
অগ্নি সারথি বলেছেন: গাছে ঝুলছে শিম। ছবিটি দিনাজপুর সদর থেকে তোলা- এটাও কি বছরের সেরা ছবি?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জি না জনাব সিমের ছবিটা সেরা না তবে আমার দেশের ছবি তাই আমি নিজেই সেরার তালিকায় দিছি ।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
ফেরদৌসা রুহী বলেছেন: লেমুরের ছবিটি সবচেয়ে ভাল লেগেছে, একটু অন্য রকম।
সব ছবিই দারুণ
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সাহসী সন্তান বলেছেন: ছবিগুলো চমৎকার সে বিষয়ে কোন সন্দেহ নেই, তবে সাথে ফটোগ্রাফারের নামটাও যোগ করে দিলে পোস্টটা মনে হয় আরো সমৃদ্ধ হতো!
রয়টার্স কর্তৃক নির্বাচিত বিশ্বের সেরা ছবিগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬
সীমান্তের ঈগল(পরাজিত বীর) বলেছেন: জি জনাব ! তবে ফটোগ্রাফারের নামটা পায়নি ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
সুমন কর বলেছেন: সুন্দর !!
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭
রক্তিম দিগন্ত বলেছেন: শেষের ছবি দুইটার কাছে তো উপরের গুলো কিছুই না। হাজার হোক নিজের দেশের তো।
ভাল লাগলো পোষ্ট।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: দারুন।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
আহমেদ জী এস বলেছেন: সীমান্তের ঈগল(পরাজিত বীর) ,
"............বাড়ি ফিরছে দুই শিশু।" ছবিটাই ভালো লেগেছে বেশী ।
শুভেচ্ছান্তে ।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
আরণ্যক রাখাল বলেছেন:
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
টোকাই রাজা বলেছেন: ৬ নং ছবিটা "............বাড়ি ফিরছে দুই শিশু।" ছবিটাই বেশী ভালো লেগেছে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর ছবিগুলো, শেয়ারের জন্য ধন্যবাদ। শেষের দুটি কি আপনার তোলা?