![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#উড়ে এসে জুড়ে বসে
পরী হও, পাখী হও
উড়ে গিয়ে অবশেষে
নারী হও, নারী রও!
#পরী, তোমার পায়ে পড়ি!
ডানা দু'টো কেটে ফেলে দাও
দেখতে বড়ই লাগে বিচ্ছিরি!
#বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা
শীতের রাত্তিরে ভালোবেসোনা!
#'প'তে পরী, আমরা পড়ি
এমনিভাবেই হাতে খড়ি
বইয়ের পাতা থেকে যখন
বাস্তবে দৃশ্যমান পরী
আমরা সবাই প্রেমে পড়ি!
অবশেষে, রিক্তবেশে
মনের মধ্যে হিসেব করি
কত করে ভাই গলার দড়ি?
#পরী নিয়ে কেন এত মাতামাতি কর ভাই?
আশেপাশে, প্রতিক্ষণ কত পরী দেখা পাই!
পরিমিত, পরিচিত, পরিণয় আরো চাই?
পরিশেষে, বলি শ্লেষে পড়িওনা প্রেমে ভাই!
#কে বলেছে পরীর বাস
পরীস্থান, স্বর্গোদ্যান?
আমার পাশে রিক্সায় বসে
চিনে বাদাম চিবুচ্ছে যে,
পরীর থেকে কম সে কি সে!
বৃথাই খোঁজো স্বর্গোদ্যানে
মর্ত্যেই পাবে অনুসন্ধানে!
**ম্যালা আগে লেখা, মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে..কিছু একটা দিতে হয় বলে দেয়া!
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৬
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ কোবতেই বটে! থ্যাংকস।
২| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৪
হাইফেন বলেছেন: হে হে বস, পরী ধরবার মন চায়। ধইরা একলগে ঝিলাপি খাইলাম। খাইতে খাইতে বিড়ি ধরাইলাম, পরীতে বিড়িতে আগুন দিল। তা যহন অইলো না, লও তুমিই একখান বিড়ি লও।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৬
হাসান মাহবুব বলেছেন: বৃথাই খোঁজো স্বর্গোদ্যানে
মর্ত্যেই পাবে অনুসন্ধানে!
৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৬
তামিম ইরফান বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৮
হাসান মাহবুব বলেছেন: পরী নাকি মানবী কোনটা ভালো এই নিয়া কনফিউশনে আচি।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
তামিম ইরফান বলেছেন: যাহা ৫২ তাহাই ৫৩
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
হাসান মাহবুব বলেছেন: আপনে কি বয়সের কথা কইলেন নাকি! তাইলে কৈলাম সমিস্যা!
৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
নীল ভোমরা বলেছেন: পরী পড়ি.....
পরিমরি....
দৌড় দ্যায়..
হামা-(গুড়ি)
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: হ বস..দৌড়ের উপরেই আছি
৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
রাজসোহান বলেছেন: ওরে এত্ত সুন্দর কোবতে পুত্তুম পিলাচ মিসাইছি
তয় পঞ্চ পিলাচ দিচি
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: নাহ...তোমার পারফরম্যান্স খ্রাপ হয়া যাইতাছে!
৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩
এরশাদ বাদশা বলেছেন: কনফিউজ হওয়ার কিছু নাই। পরী ভালা। ফ্যান্টাসি ওনলি, নো রিয়েলিটি। অ্যান্ড হু ডোন্ট নো দ্যাট রিয়েলিটি ইজ নট সো ইজি।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: আসলে দুইটারই দরকার আছে। বাস্তব মাঝেমধ্যে খুব একঘেয়ে হয়ে যায়। কল্পনায় একজন থাকুক না অধরা অপ্সরা কেউ!
৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩
হোসাইন১৯৫০ বলেছেন: উড়ে গিয়ে অবশেষে
নারী হও, নারী রও!
............................
#পরী, তোমার পায়ে পড়ি!
ডানা দু'টো কেটে ফেলে দাও
.............................
#বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা
শীতের রাত্তিরে ভালোবেসোনা!
..................................
বইয়ের পাতা থেকে যখন
বাস্তবে দৃশ্যমান পরী
আমরা সবাই প্রেমে পড়ি!
অবশেষে, রিক্তবেশে
মনের মধ্যে হিসেব করি
কত করে ভাই গলার দড়ি?
......................................
আশেপাশে, প্রতিক্ষণ কত পরী দেখা পাই!
পরিমিত, পরিচিত, পরিণয় আরো চাই?
.....................................
কে বলেছে পরীর বাস
পরীস্থান, স্বর্গোদ্যান?
আমার পাশে রিক্সায় বসে
চিনে বাদাম চিবুচ্ছে সে,
পরীর থেকে কম সে কি সে!
বৃথাই খোঁজো স্বর্গোদ্যানে
মর্ত্যেই পাবে অনুসন্ধানে!
.................................................................................
দারুন হামা দা দারুন ছড়া ।++++++++++++++++
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৬
হাসান মাহবুব বলেছেন: একসময় এসব প্রচুর লিখেছি। আবার হারিয়েও ফেলেছি কতগুলো হিসাব নাই। কত কিছু যে আমরা হারাই! প্লাসের জন্যে থ্যাংকস!
৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৯
পাপতাড়ুয়া বলেছেন: অনুকাব্য পড়ে মজা পেলাম।
পরী নিয়া ভাবনা ক্যান?এ বয়সে এসব ভাবলে কিন্তু ভাবী খাওয়া বন্ধ করে দিতে পারে.........
পোস্টে মাইনাচ।পরী আশা করি নাই।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪২
হাসান মাহবুব বলেছেন: মন খারাপ। অস্থির। এই ভাবটা কাটানোর জন্যেই পোস্টটা দিলাম। শতেক যন্ত্রনা। ভালো লাগেনা। ড্রাফট করে ফেলতে পারি যেকোন সময়।
আর তুমি ভাবী পাইলা কই
১০| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৫
তামিম ইরফান বলেছেন: হামা বিয়া করছেন নাকি!?!?!?!
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: কেন..বিয়া না কর্লে কি মাইনষের মনে যন্ত্রনা থাক্তে পারেনা? পার্সোনাল এ্যাটাক করার কারণে কমেন্ট রিফুটিত।
১১| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
পাপতাড়ুয়া বলেছেন: ভাবী নাই?সরি।সরি।
তাইলে আমরা ভাবী চাই।
মন খারাপ কেন?
সাহিত্যমেলা একটা জিনিস ভালো কর্চে।প্রিয় একটা কবিতা মনে করিয়ে দিলো।এখন শুনতাছি।
আমার ধারণা এটা এমন একটা কবিতা যা সবার কাছে আছে।শুনে দেখেন এখন।
ভালো লাগতে পারে।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৩
হাসান মাহবুব বলেছেন: মন খারাপ কেন জানিনা। হয় এরকম মাঝেমধ্যে।
শুইনা দেখি।
১২| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
তামিম ইরফান বলেছেন: পাপীর কমেন্ট পইড়া জিগাইলাম
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৪
হাসান মাহবুব বলেছেন: ঐটা এক্টা ইঁচড়েপাকা
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৯
পাপতাড়ুয়া বলেছেন: পাপী ভদ্রপুলা @ তামিম ইরফান
পোস্টে অ্যাগেইন মাইনাচ।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১১
হাসান মাহবুব বলেছেন: কই, নাচ কই? নাচ দেক্তে মঞ্চায়
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০৯
তামিম ইরফান বলেছেন: বুঝলাম@পাপী
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: বুঝলেন যে সে পাপী
১৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৭
পাপতাড়ুয়া বলেছেন: ফুল ভলিউমে ডিসকো বান্দর ছাড়েন।নাচ দিবানে।
এই পোস্ট ডিলিট কৈরেন্না।পাব্লিক আড্ডাবাজ হয়া গ্যাছে।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২০
হাসান মাহবুব বলেছেন: আমার ফ্যাবারিট হৈলো গিয়া বুরকা পরা মেয়ে পাগোল কোরেচে
১৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২০
মনজু মজুমদার বলেছেন: অনুকবিতা ভালো হয়েছে ...ভালো লাগলো!
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২৬
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
১৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২৫
ফাহাদ চৌধুরী বলেছেন: জোট্টিল অইছে .মজাদার.. সুস্বাদু..বেহতরীন !!! লাজবাব !!!
আমার একটা দিলামঃ
ভপঞ্জর
খোলা হাতের তালু, উরবর জমিন
পূর্নচাঁদের জ্যোৎস্নামন্ডিত অমলিন
ধরতে গেলে সেই উরবর জ্যোৎস্নার কূহেলিকা
নেমে আসে কৃষ্ণপক্ষের শেষ তিথির অনামিশা ।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২৯
হাসান মাহবুব বলেছেন: আমারগুলাতো ছড়া..তুমি এইডা কি দিলা! যাক..পোস্টে একটু ভারিক্কি ভাব আসলো তুমারে পেলাচ!
১৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৪
পাপতাড়ুয়া বলেছেন: টুনির মা'র উপ্রে কথা নাই।
এ তিন ডা শুনতে থাকেন।কাইলকা ক্লাস আছে।ঘুমাই।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: ঐটা তো কেলাসিক! গুডনাইট।
১৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৪
ফাহাদ চৌধুরী বলেছেন: অই জন্যি দিচি
এক শ্রেনির পরিরা সব স ময় মেঘের ভাজেই থেকে যায় । বাস্তবে আসে না ।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
হাসান মাহবুব বলেছেন: সব শ্রেণীর পরী'ই একরকম
২০| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪২
রাজসোহান বলেছেন: হামা ভাই কাহিনী কেমতে কি হইলো বুঝলাম না
আপনার কমেন্ট হারাই ফেলচে সামু
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: ব্যাপার্না.. আবার্দিমুনি।
২১| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৩
তামিম ইরফান বলেছেন:
ওরে ও জুয়ান পুলা
প্রেম করবো খুলামেলা
এইটার উপর আর কোন গান নাই
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৬
হাসান মাহবুব বলেছেন: এডি শুনিনাই। তয় গানের কতাডি পচন্দ হৈচে।
২২| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৮
ফাহাদ চৌধুরী বলেছেন: অরা আসলে "রোদেলা সে ক্ষনের" "বৃষ্টির ঝরঝর হাওয়ার" মাজেজা বোঝে না
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫১
হাসান মাহবুব বলেছেন: পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে.. ঐ ভাইসাই বেড়ায় খালি
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫২
পাহাড়ের কান্না বলেছেন: পর্থম বার পর্থম পেজে পরী পদ্য পাইয়া প্রানের সুক্ষে প্লাস দিসি।
(এই প্রথম হামা ভাইয়ের পোস্ট প্রথম পেজে দেখলাম )
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৫
হাসান মাহবুব বলেছেন: এমন সময়ে দিছি যখন বলগ ঝিমাইতেছে। নয়া পোস্ট আসতেসেনা তাই ম্যালাক্ষণ আচে। পেলাচের্লিগা ধইন্যা
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
ফাহাদ চৌধুরী বলেছেন: আমপাতাও জোড়া জোড়া আপনার কপালডাই পোড়া .....ওহোনো পেলাচ দেই নাই । পেলাচাইলাম ।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮
হাসান মাহবুব বলেছেন: পেলাচাইতে ভালোই পেচাইলা!
২৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮
নস্টালজিক বলেছেন: পরী ভালো পাই!
হাসান,বিক্ষিপ্ত হইতে দাও মন রে!আহারে,কত সুখেই না আছো তুমি!!
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০০
হাসান মাহবুব বলেছেন: ফাইজলামি করবানা। যায় দিন ভালো আসে দিন খ্রাপ
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০১
রাজসোহান বলেছেন: আমার একটা পরী ছিলো
জানলো না তো কেউ
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৪
হাসান মাহবুব বলেছেন: পরী ছিলো..সেতো খুব ভালো কথা! কেউ না জানাইতো ভালো। দিনকাল ভালা না...পরীরে সযতনে রাখো।
২৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৪
ফাহাদ চৌধুরী বলেছেন: বাই, কোই যেন ডেকচিলাম চারলাইনে হলে অনু, দুইলাইনে পরমানু, এক্লাইনে ইলেকট্রন কোবতে । আসলে এইডার মুল বৈশিষ্ট কি?
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: বৈশিষ্ট হৈল গিয়া শান্ত শিষ্ট দুষ্ট কোবতে, প্যাচঘোচ নাই কুনো
২৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৫
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১১
হাসান মাহবুব বলেছেন: লিংক দেওনের লিগা ধইন্যা, তয় আপ্নের নেটস্পিডটাও যদি এক্টু ধার্দিতেন
২৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৯
রাজসোহান বলেছেন: ওই দূর দূরান্তে
নীল নীলান্তে
নাই কোথাও
পরী পরান্তে
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৩
হাসান মাহবুব বলেছেন: পরী পরান্তে মানে কি? পরোটা আন্তে গেসে?
৩০| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১০
নস্টালজিক বলেছেন: সেইদিন পরিবাগ এর মোড়ে পরি র লগে দেহা হইসিলো আমার!
সত্যি সত্যি!!
(আমি খুশি তে চিক্কুর দিসিলাম!)
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: চিক্কুর শুইনা কি পলাইসিলো নাকি?
৩১| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৩
তামিম ইরফান বলেছেন: বেশি বড় না।২.৮ মেগা
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২০
হাসান মাহবুব বলেছেন: তাইলে ঠিকাচে
৩২| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৬
রাজসোহান বলেছেন: পরী পরান্তে মাইনে হইলো যেই পরী অন্তরে থাকে
আপনে এত সুন্দর জিনিষটারে এমনে পচাইলেন ক্যান
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২২
হাসান মাহবুব বলেছেন: আহা..পরোটা কি খারাপ জিনিস!
৩৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৬
ফাহাদ চৌধুরী বলেছেন: ১৭ নং কমেন এ "আমারগুলাতো ছড়া" একথার তীব্র প্রতিবাদ
পরী খুবি বড় এক রিসার্স ম্যাটার । নস্টালজিক মত আই ও পরী খুবতে বালা পাই
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৩
হাসান মাহবুব বলেছেন: আমিও বালা পাই..তয় থাহেনা এই পায়া লাব কি!
৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৩
নস্টালজিক বলেছেন: হ,চিক্কুর শুইনা পরী তাকাইলো একবার।সাথে দেহি হ্যাংলা করে এক জ্বীন।
হায়!
ফাহাদ চৌধুরী বলেছেন:
পরী খুবি
বড় এক রিসার্স ম্যাটার । নস্টালজিক মত আই ও পরী খুবতে বালা পাই
আইজ তুমার মন খারাপ মেয়ে...টু রু রু রু....
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৭
হাসান মাহবুব বলেছেন: সব মেয়ের মধ্যেই পরী স্বত্বা আছে
৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৮
রাজসোহান বলেছেন: গুড নাইট
ঘুমের পরী ডাকতেছে,উপেক্ষা করা ঠিক হইবে না
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৩
হাসান মাহবুব বলেছেন: বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা
শীতের রাত্তিরে ভালোবেসোনা!
গুডনাইট!
৩৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৯
নস্টালজিক বলেছেন: আপনি কি বুঝাতে চাচ্ছেন?
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: কৈলাম যে সব মাইয়াই পরী কিন্তু সব পুরুষই জ্বীন না।
৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩০
ফাহাদ চৌধুরী বলেছেন: বাই বিসিএস রিটেন ৩১ জানু তে । কি পড়ুম । মাথা চুল্কায় । কোন পরি যদি যাইয়া কুচচেন আইনাদিতো ।
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: আর আইছে পরী! এতগুলা কোবতে লিখলাম, একটা পরীওতো আইলোনা। পরীরা খালি নিতেই জানে, দিতে জানেনা
৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৬
নস্টালজিক বলেছেন:
এই ধরনীর বুকে,সুজলা শ্যামলা চারপাশ!কি অপ্রুপ তার ছোভা চরায়ে আছে।
আমি মুগ্দ হয় আর তাকায়ে তাকি বারংবার!
পরী,তুমি বাসবে কি মেগের বাজে! :-<
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৩৮
হাসান মাহবুব বলেছেন: তোমাকে দিয়ে হবে
৩৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৩
ফাহাদ চৌধুরী বলেছেন: খালি নেয়া না ভাই, ছারখার কইরা দেয় । প্যান্ড্রোরার কাহিনী সুঞ্চেন না ।
সব ঐ প্যান্ড্রোরা পরীর দোষ ।
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৭
হাসান মাহবুব বলেছেন: প্যান্ডোরা বাদ অহন প্যান্টেরা হুনো। আই এ্যাম ব্রোকেন! ওহ! মেটাল গান হুনলে এইসব রোমান্টিক বেদনার ভালো উপশম হয়!
৪০| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৪৫
নস্টালজিক বলেছেন: তোমার পোস্ট এ কমেন্ট কইরা মেজাজ ঠান্ডা করলাম।
মিয়া ভাই,আইজ রাইত্রে বাইর হইলাম শিক কাবাব আর ভাগ্নি-র লাইগা কিট কেট কিনতে।যথারীতি দেখি যে আমি সংবাদপত্র বিক্রয় কেন্দ্র র সামনে দাড়ায়া আছি।একটু পর দেখি,রিকশায় বাসায় ফিরি।সাথে হুমায়ুন এর নতুন বই'শুভ্র গেছে বনে'।।বাসায় ফিরলাম,শুনি মেজো আপায় কয়,'এখনো হুমায়ুন?
কথা কওনের টাইম আছে নাকি?পড়তে শুরু করলাম!
৪৩ পাতা পর্যন্ত বহু কষ্টে পড়া শেষ করলাম।
&*#৳৳%@@&(বুইঝা লও)
হায়!শিক কাবাব ই ভালো ছিলো!!
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫১
হাসান মাহবুব বলেছেন: হায় হুমায়ূন! তয় এই পোস্ট দিয়া আমার মনডাও ভালো হৈছে আজকে। পুরা বেতাল হয়া ছিলাম।
৪১| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৫
ফাহাদ চৌধুরী বলেছেন: হক কথা কইছেন । তয় আই রাইতে ওয়ার ফেজের চফট গুলা হুন্তাচি । প্যান্টেরা আই রাইতে দিলে বাড়িওয়ালা কাইলই নোটিস দিবো । এম্নি উৎপাতে বাচে না
ফেসবুকে আমি প্রায় এই স্টাটাস দেইঃ
আমোরা নারী(পরি) বিদ্বেষী লই, কিনতুক
আমোরা লুচ্চমিকে গৃনা কলি
আমোরা সোউন্দরজের ফুজারি
আহমাদের ষক্তি বর্ধিত হউক ।
আই হোক আমগো সবার আজকের নিয়ত । আমি ও গেলাম লেক্তে । প্যান্ড্রোরারে লয়া লেখুম । আজকে পোস্টামু ।
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৮
হাসান মাহবুব বলেছেন: আমিও ওয়ারফেজ হুনছি আইজকা। বসে আছি একা.....
তুমার্ফেসবুক স্ট্যাটাসে পেলাচ।
হ্যাপ্পি পোস্টিং।
৪২| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৫
নস্টালজিক বলেছেন: হ,
পরী বলে কথা!
২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০১
হাসান মাহবুব বলেছেন: পরী বলে কথা!
পরী বলে কথা?
পরী কথা বলেনা
এভাবে তো চলেনা!
৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:০৭
নস্টালজিক বলেছেন: পরী বলে কথা!
পরী বলে কথা?
পরী কথা বলেনা
এভাবে তো চলেনা!
দিন-মাস-বছরের
হিসেবটা মেলেনা!
পরী মানে ছলনা!!
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৪
হাসান মাহবুব বলেছেন:
৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩০
স্বপ্নকথক বলেছেন: ইকানে কি হচ্চে?
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৫
হাসান মাহবুব বলেছেন: পরী নিয়ে গবেষনা হচ্চে
৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪০
জটায়ু বলেছেন: বাস্তবে পরীকে চাই স্বপ্নে নয়।
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬
হাসান মাহবুব বলেছেন: বাস্তবে পাওয়া যায়না
৪৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৯
পাপতাড়ুয়া বলেছেন: হামা ভাই,একটা আবাল কট খাইছে দেখি.....
Click This Link
একটু মনে হয় বেশী হয়ে গেলো।
আসলে মেজাজ টা ই খারাপ করে দিছে।
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭
হাসান মাহবুব বলেছেন: এই ব্লগটি(sahittomela ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে ।
ঠিকই আছে। এইগুলার কোন দরকার নাই এখানে থাকার।
৪৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৫
রুমমা বলেছেন: এই কবিতা লেখার পেছনে আপনাকে কেউ ইনস্পায়ার্ড করেছে কিনা জানতে চাই স্যার
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৫
হাসান মাহবুব বলেছেন: অনেকেই
৪৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫১
আহসান জামান বলেছেন: আপনি সর্বগুণে ...
ভালো থাকবেন।
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
হাসান মাহবুব বলেছেন: এগুলো নেহায়েৎ ছেলেমানুষী লেখা আহসান ভাই! পড়ার জন্যে ধন্যবাদ।
৪৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪
মিথুন-১ বলেছেন: অনুকবিতা ভালো হয়েছে ।
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০০
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
৫০| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: মন কি শান্ত হয়েছে রে পাগলা?
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০২
হাসান মাহবুব বলেছেন: হচ্ছে আবার হচ্ছেনা...ট্রায়িং হার্ড..তবে এই পোস্টটা দিয়ে কিছুটা উপকার তো হয়েছেই
৫১| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭
শিরীষ বলেছেন: উড়ে এসে জুড়ে বসে
পরী হও, পাখী হও
উড়ে গিয়ে অবশেষে
নারী হও, নারী রও!
দূরে বসে শুধু শুধু আজীবন কথা কও --
এখনো কি নারী নও?
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১১
হাসান মাহবুব বলেছেন: সব নারীই পরী কিন্তু কোন পরীই নারী না
৫২| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
অবশেষে, রিক্তবেশে
মনের মধ্যে হিসেব করি
কত করে ভাই গলার দড়ি?
হাহা!
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১২
হাসান মাহবুব বলেছেন: হ!
৫৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৫
শিরীষ বলেছেন: সব নারীই পরী
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৮
হাসান মাহবুব বলেছেন: জীবনের কোন না কোন এক সময়ে সব নারীর মধ্যেই পরীস্বত্তা বিকশিত হয় (ব্যাপক গবেষণালদ্ধ তথ্য )
৫৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৯
পাপতাড়ুয়া বলেছেন: অবশেষে, রিক্তবেশে
মনের মধ্যে হিসেব করি
কত করে ভাই গলার দড়ি?
ব্যর্থ মনে ফিরে এসে
ইচ্ছাকৃত ঘুমিয়ে পড়ি
আরো কিছু কিনতে হবে ঘুমের বড়ি।
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২১
হাসান মাহবুব বলেছেন: এইটা ভালো বুদ্ধি দিসো
৫৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৪
শিরীষ বলেছেন: জীবনের কোন না কোন এক সময়ে সব নারীর মধ্যেই পরীস্বত্তা বিকশিত হয় (ব্যাপক গবেষণালদ্ধ তথ্য )
২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩২
হাসান মাহবুব বলেছেন:
৫৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭
পাপতাড়ুয়া বলেছেন: পাপী অলটাইম ভালো বুদ্ধি দেয়।আপচুচ।ঝাতি পাপীরে চিনতে পারিলো না।
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: পাপ ছড়িয়ে পড়ুক ঝাতির রন্ধ্রে রন্ধ্রে!
৫৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯
হাসান মাহবুব বলেছেন: মাত্রই দেখলাম
৫৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬
রাজসোহান বলেছেন: পাপীর বুদ্ধিতে ঝাতির ভাগ্য ঝারবাতির মত উজ্জ্বল
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫২
হাসান মাহবুব বলেছেন: তা আর বলতে!
৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৯
জুল ভার্ন বলেছেন: ছোট ছোট শব্দগুলোই বোধ করি কবির কলমে এমন জীবনালেখ্য হয়ে যায়!
২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪
হাসান মাহবুব বলেছেন: আপনার কমেন্টটা এই পোস্টের তুলনায় একটু বেশি ভারি হয়ে গেল মনে হয় যাই হোক, ধন্যবাদ!
৬০| ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১০
স্বপ্নকথক বলেছেন: এক পরী নিয়ে সবার টানাটানি! আমার পোস্টে তো যুদ্ধ পর্যন্ত হয়ে গেলো! মাগার এই পরীডা কৈ??
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭
হাসান মাহবুব বলেছেন: এইখানে অনেকগুলা পরী
৬১| ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২১
স্বপ্নকথক বলেছেন: ইয়ে মানে, দিয়ে থুয়ে নিয়েন
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪
হাসান মাহবুব বলেছেন: উড়ে এসে জুড়ে বসে
পরী হও, পাখী হও
উড়ে গিয়ে অবশেষে
নারী হও, নারী রও!
এইডা দিলাম যাউ।
৬২| ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮
স্বপ্নকথক বলেছেন: ধন্য ধন্য, ধন্য হলাম...বাউ করার ইমো হবে।
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: হায়রে পুলাপাইন! উইড়া যাইবো কিন্তু বলা আছে, খিয়াল কৈরা পরীর কথা হুনলে আর মাতামুতা ঠিক্থাকেনা।
৬৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩
নস্টালজিক বলেছেন: জাতি যখন নিষ্পেসিত(বানান খেয়াল কইরা),বিক্ষুব্দ,ঝঞ্ঝা আর চারিদিকে নিয়ম হারিয়ে ফেলা শিশুর দল
,
আপনারা তখন সামান্য পরী কে নিয়ে এতটা মাতামাতি করছেন!!
এজন্যই মন খারাপ করে কবি বলেছেন-
এই ধরনীর বুকে,সুজলা শ্যামলা চারপাশ!কি অপ্রুপ তার ছোভা চরায়ে আছে।
আমি মুগ্দ হয় আর তাকায়ে তাকি বারংবার!
পরী,তুমি বাসবে কি মেগের বাজে! :-<
আপনাদের শুভ বোধের জন্ম হোক।।
(এই পোস্ট আরেকটা অফটপিক হতে যাচ্ছে!)
২৭ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২২
হাসান মাহবুব বলেছেন: হ..পুলাপাইন গ্যাঁজানোর সুযোগ পাইলে আর ছার্বেনা
৬৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
অপ্সরা বলেছেন: বাহ বাহ !!! সুন্দর পরীকাব্য!!!
২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: যাক.. পরীরাজ্য থিকা সার্টিফিকেট পাওয়া গ্যালো। এই পুস্ট সার্থক
৬৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০
ভাবের অভাব বলেছেন: পরী তো দুই রকম হয় একটা ডানাসহ পরী আরেকটা ডানা কাটা বা ডানা ছাড়া পরী এবং কোন পরীই তো অসুন্দর হয়না। তা কেমন পরী দরকার আপনার?
পরীর পুং লিঙ্গ কি পরা?
খুব সুন্দর।
২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪০
হাসান মাহবুব বলেছেন: দুটাই দরকার! বেশি বেশি থাকলে তো আর ক্ষতি নাই! পরীর কোন পুংলিঙ্গ হয়না। পরী হচ্ছে পরী
৬৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১
তাজা কলম বলেছেন: ভাল লাগল।
নারী পরী হয়েই বেঁচে থাকুক আমাদের হৃদয়ে।
২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
থাকুক....
৬৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
পল্লী বাউল বলেছেন: ইনসম্যানিয়াক অনুকাব্য।
+++
২৭ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
হাসান মাহবুব বলেছেন: এই আর কি টুকটাক....!
৬৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৪
নিরন্তর৬৯ বলেছেন: কবিতাগুলা খাইতে খুব ভালো হয়েছে।হা হা হা ।
অনুমান করেন তো আমি কে ?
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: স্বপ্নকথক?
৬৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৩
আকাশ অম্বর বলেছেন: দারুণ তো!
স্বপ্নে এসো পরী, বাস্তবে এসোনা।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: একটা লাইন সেন্সর কর্সেন ভ্রাতা হাহাহা!
৭০| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৭
সব্যসাচী প্রসূন বলেছেন: হামা ভাইডি দেখি পরী নিয়ে মেতে উঠলেন !! ব্যাপার কি ... আবার বলছেন মন বিক্ষিপ্ত ... বড়ই সন্দেহজনক আচরণ
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩
হাসান মাহবুব বলেছেন: না..মানে ইয়ে..ব্যাপারটা হল কি.. :!> :!> :#> :#> :!>
আরো সন্দেহের মধ্যে ফালায় দিলাম
৭১| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৬
সব্যসাচী প্রসূন বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪১
হাসান মাহবুব বলেছেন:
৭২| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪০
নস্টালজিক বলেছেন: পোরী টুমি বাসবে মেগের বাজে!
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪২
হাসান মাহবুব বলেছেন: বাজে
৭৩| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫০
নস্টালজিক বলেছেন: আইজ রাত্রে একা থাইকো না,
পরী আইবো।।
ডরায়োনা কইলাম!
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬
হাসান মাহবুব বলেছেন: নো প্রব্লেম!
৭৪| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
পাপতাড়ুয়া বলেছেন: পাপী রে ঝাতির পরধান মনত্রি করা সময়ের দাবি(খুখুক কাশি হইবেক)
সোহানের মত ছুডু পুলাপাইন এখানে ভীড় করে ক্যান?হ্যারে কান ধরানোর ভ্যাফক চিন্তা মস্তিষ্কে ডাউনলোড হৈলো।হে হে হে।
কথক দা কিন্তুক কডিন লুল।পরী নাম শুনলেই কামান নিয়ে হাজির হইয়া যায়।তয় তার পরী যে চিপায় বইয়া আমার লগে ডেটিং মারে,সেডি তার মাথার উপ্রে দিয়া যায় গা।হে হে হে রিটার্ণ।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭
হাসান মাহবুব বলেছেন: হ...দেখসিতো
৭৫| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
নিরন্তর৬৯ বলেছেন: খুক্ খুক্,,,,,,,,,,,,,, ভাবটাসি স্বপ্নকথক এই ব্লগে আইসা আপনারে কি কইবো ........যাইহোক ........... হানিবল লেক্টর?
মাইন্ড খাইয়েন না ।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: ধুরো হিন্টস দেয়ার পরেও বুঝিনা
৭৬| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭
বোহেমিয়ান কথকতা বলেছেন: হেহে!!! পরীর সাথে ডেটিং এ যাইতে মুঞ্চায়!!!
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: বৃথাই খোঁজো স্বর্গোদ্যানে
মর্ত্যেই পাবে অনুসন্ধানে!
৭৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৬
ভাঙ্গন বলেছেন: অনেক ভাল লেগেছে , অনেক চমৎকার লেগেছে..এ জাতীয় বাজারি কথা বলবো না।
আমি শুধু একটা কথাই বলবো.....
না, কথা বলবো না...শব্দ করবো...বিকট....
....
......
........
হা হা হা হা হা হা হা হা হা হা
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৭
হাসান মাহবুব বলেছেন: আমিও হাসতে চাই বিকট শব্দে! কিন্তু...
৭৮| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৬
ভাঙ্গন বলেছেন: ঠোঁট ফেটেছে শীতে....?
প্রাণখুলে হাসতে পারছেন না??
নো টেনশন...আছে....
হাসুন প্রাণ খুলে....
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০
হাসান মাহবুব বলেছেন: ফিরি দিতাসেন? তাইলে লমু। ঠোঁটে লাগায়া হাসমু
৭৯| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
আসফাকুল আমিন বলেছেন: @নিরন্তর৬৯.............পরী বিষয়ক পোষ্টে এই সব আলতু ফালতু কমেন্ট করার মানে কি ?? গেজানোর আর যায়গা পাননা না ?? মিয়া ফাউল । এত সুন্দর একটা পোষ্টে ফাইজলামি করেন মিয়া ?? যা ফুট ........
ভাগায়া দিসি হামা ভাই । আপনার আর চিন্তার কিসু নাই ।
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭
হাসান মাহবুব বলেছেন: আমি আগেই সন্দেহ কর্সিলাম
৮০| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২১
আকাশনীল বলেছেন: শীতের রাত্তিরে ভালোবেসোনা!
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৮
হাসান মাহবুব বলেছেন: হাহাহাহা! বিড়াট ঝামেলার ব্যাপার না!
৮১| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: লিরিকটা কি বাঁ হাতে লেখা?
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
হাসান মাহবুব বলেছেন: যেইটা মনে করেন
৮২| ২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৬
নস্টালজিক বলেছেন: হামাগুড়ি,
পরী নিয়ে তো হইল,এইবার জ্বীন নিয়ে লিখবা নাকি!
(পাশ থেকে একজন)
: পোরি,টুমি বাসবে মেগের বাজে!
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৩
হাসান মাহবুব বলেছেন: জ্বীন নিয়া লেখছিতো!
Click This Link
৮৩| ২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২০
সুবিদ্ বলেছেন: যাক, তোমার মনের বিক্ষিপ্ততার সুযোগে একটা ভালো জিনিস আবার পড়া হলো
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪
হাসান মাহবুব বলেছেন: আমদের প্রিয় স্মরণিকা
৮৪| ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯
অ্যাডমায়রার বলেছেন: ভালা দেইক্ষা এট্টা পরীর ফটুক দিতে আইসিলাম, তয় ৩২ নাম্বারের রিপ্লাই দেইখা এই জিনিসের ফটুক দিতে মঞ্চাইলো।
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
হাসান মাহবুব বলেছেন: লগে কিছু নাই? তাই সই
৮৫| ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২২
অ্যাডমায়রার বলেছেন: লগে কিছু লাগে নাতো। বাউলদা যেদিন আইলো হেইদিন আমারে বট পরোটা দিসিলো, আমি তো আর সব ফালায়া থুয়া খালি পরোটাই খাইচি (আম্নে তো ধুমসে তেহারি সাবাড় কর্তাসিলেন)
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৮
হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা ঠিকাছে নেও নেও তুমিও এক্টা নেও খাওয়া শুরু করি।
৮৬| ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
নাজমুল আহমেদ বলেছেন: ওহ পরী!
আহ পরী!
কোথায় পরী!
.......................................
পরীদের ব্যাফক ভালোপাই
২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩
হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা মাইয়াগো উপ্রে জ্বীন ভর করে, পোলাগো উপ্রে পরী ভর করেনা ক্যান?
৮৭| ২৮ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭
নাজমুল আহমেদ বলেছেন: পরীরা ব্যাফক খ্রাপ, সবসময় দূর থিকাই বাঁকা হাসি মারে। আর তা দেখিয়াই পুলার উঁহ আঁহ করে। আর জ্বীন কি আর কমু মাইয়াগো দেখলেই অঝরধারায় লুল বাইয়া পরতে থাকে তাই আর না করতে পারে না। যেমন- আইজকা প্রথম আলোর অনলাইন পত্রিকায় পপি আফার কিছু ফডু দেখিলাম তা দেখিয়া আমি উঁহু আঁহু করিতেছি
২৮ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৮
হাসান মাহবুব বলেছেন: পপির একটা ছবি দিসিলো একবার তারকালোক পত্রিকায়..বছর আষ্টেক আগে হবে। মনে পড়লে অহনও মনডা হাল্কা উদাস হয়।
৮৮| ২৮ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫১
নস্টালজিক বলেছেন: স্টিল পরী গোইং অন!!
হে ধরনী,দ্বিধা হও!
ম্যালাদিন পর বট পোরোটার নাম শুনলাম!
আহা,তালাইমারির সেই সব দিন রাত!!
২৮ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
হাসান মাহবুব বলেছেন: মিরপুর ১০ নাম্বারে ভালো একটা দোকান আছে। খাওয়ামুনি তোমারে একদিন।
৮৯| ২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমার জন্য পাথরই ভালা। আসলে এহন অনেক খারাপ ধরনের মানুষ ( মানুষ মনে হয় আর নাই ) হইয়া গেছি। সব কিছু ফালতু মনে হয়। আত্মহত্যা করতে খুব কষ্ট নইলে আত্মহত্যা কইরা ফালাইতাম। ভিখারী আর বিজ্ঞানীর মধ্যে খুব একটা পার্থক্য পাই না এখন। বহুত নৈব্যক্তিক ভাবনা মাথায় ঘুরে কিন্তু লেখতে পারি না। লেখলে মানুষ মাইনাস আর গদাম দিয়া ব্যান করব।
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৬
হাসান মাহবুব বলেছেন: আপনার কথার প্রতিধ্বনি করলাম।
৯০| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৬
নীজর্ন বলেছেন: কেমতে যে এত সুন্দর কোবতে লেখেন হামা ভাই খুব হিংসে হয়। প্লাসাইলাম। সাম্পতিক capital panisment niye apner comments asa krchi. bishes kore hang korar pr kisu manus je nungrami krlo ta apni ki vabe deken. ami kono political view thake blchi nh. just apner sate amr r apnr view ta share krte chachilm. comments kra nh kra akantoi apner baper. sundr lekher jonno abaro dhonnobad
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৫
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
আপনার প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলি, আমি খুব খুশী হৈসি তাদের ফাঁসি হওয়ায়। আজকে একটা ভালো দিন গেসে আমার।
আর এ্যাম্বুলেন্সে গোবড়, কাদা ছুড়ে মারা পছন্দ হয়নাই। এগুলা যারা কর্সে, বেশিরভাগই লীগের অত্যুতসাহী কর্মী নিজেদের আনুগত্য দেখানোর জন্যে কর্সে। অবশ্য কেউ কেউ প্রকৃত ঘৃনা থেকেও কর্তে পারে.....
৯১| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: চিনেবাদাম আর কেউ চিবুচ্ছে না এখন, ফ্রেন্ডো?
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৫
হাসান মাহবুব বলেছেন: না ফ্রেন্ডো
৯২| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
নীজর্ন বলেছেন: amio khusi hoichi ae shasti te. kinto janen ki ae sob oti utshashi al support rai kinto dol tike dubay. tv te deklm akjon lok slogan dicche " ae khunider dafon bangler matite hobe nh" kub e valo kotha se grina prokhas krche. kinto akto khel krle dekte petan uni slogan thake tv te nijer chehara dekhate beshi monojuk dicche.apni ata paben ntv n channel i er bises bulletin e . manus bhul krbe abng tr shasti pabe ata e shababik. ak jon manus mara gele amr mone hy tr bhul ja cilo seta bule giye dua kora je uni jate unr buler praschito paye n allah jeno take khoma kore.
ami nadan akta manus amr kase shek mujib hotta jamn kub kharap lage tik tamni ae al support er der khada chura churi o kharap lage. kno bhai nijeder ondo bondami dekhate giye monoshoto namok jinistake bikiye dite hobe.
obak lage ae sob monusotto hin baktirai abr learder er kase giye e sob buk fuliye bole n bah bah ney.
r prokrito grina prokas krte kao amn kaj krte pare bole amr mone hy nh. minimum monushotto jodi thake to kono manus amn kaj krte pare nh.
jamn ti faruq -shariyar gong der cilo nah rasel e begum fazilatunnesa ke killing korar somay.
asun mahub bhai apna parben apnader lekonir maddome ae sob nongrami bondo korar asoban janate.
modadhosho vinota thakbe kinto bhai mone rakben on bogti r chatuke lukerai kinto kale kale ae destake dubiyeche r nijeder faydr lukete.
banglay nh likte parar jonno sry.
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: অনেক কষ্ট হল পুরোটা পড়তে। ভাই শোনেন, আমি আম্বালীগ, বিন্পি পুছিনা। টাইম নাই। সবগুলাই এক। সময়ের সাথে সাথে যে কেউ পল্টি খাইতে পারে হেরা নিজের স্বার্থে। আমি একটা বিচারের অপেক্ষায় ছিলাম। ঐটা পাইছি। খুশী হৈছি। আরো এক্টার অপেক্ষায় আছি। তয় ভাই এক্টা কতা কই, গোআ'র যেইদিন ফাঁসি হৈবো, যদি হয় আর কি, চান্স পাইলে আমি তার বদন মুবারকে মুইতা দেয়ার খায়েশ রাহি। মিনিমাম মনুষ্যত্বের কথা যে কইলেন, মানুষ যতডা মানবিক হৈতে পারে ঠিক সেই কারণেই অমানবিক হৈতে পারে। আপনের যদি ৭৫ সালে ধানমন্ডি লেকের পাশে শেখ রাসেলরে কোলে নিয়া বইসা গল্প করার কোন স্মৃতি থাক্তো, তাইলে আপনেও আইজকা মানবিকতা অমানবিকতা নিয়া এত মাতা ঘামাইতেননা। আপ্নের মনে পর্তো যে ঐ মাসুম পোলাডারে আমি আদর কর্ছিলাম, কি সুন্দর মায়াময় মুখ ছিলো, তারে খুন করে কোন জানোয়ারেরা? বিচার হৈছে এইডাই বড় কতা। অহন, কে কেম্নে উল্লাস কর্চে, সেইটায় কতডা বাড়াবাড়ি হৈছে, সেইডা নিয়া আমি মাতা ঘামাইতেসিনা। ঐডা গৌণ ব্যাপার। আশা করি এরকম উল্লাসের উপলক্ষ্য আরো পামু সামনে। সাতে থাইক্যেন।
৯৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৯
নাজিম উদদীন বলেছেন: পরী নিয়ে এতকিছু।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২২
হাসান মাহবুব বলেছেন: I believe in angel
৯৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৬
নস্টালজিক বলেছেন: কঠিন রিপ্লাই দিসো!
আগেরটা
পরেরটাও!
২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০১
হাসান মাহবুব বলেছেন: হেহে থেংকু! কলার ঝাঁকায়া লই
৯৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
পরী নিয়ে লেখা ভালোই তো লিখেছিলে....
এখন খবর কি হাসান.............?
পরী রা সব কই গেলো?..............আমার মনেহয় মানুষকে নিয়েই লেখো।
পরীরা দুরেই থাকুক......স্বর্গরাজ্যে।
ভালো থেকো......।
সবসময়কার শুভকামনা.....
২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৩
হাসান মাহবুব বলেছেন: জ্বী সাজি'পা..মানবীদের নিয়েই লেখা..মানবীরাই তো পরী হয় কখনও কখনও, আসলে তো পরী বলে কিছু নেই
বৃথাই খোঁজো স্বর্গোদ্যানে
মর্ত্যেই পাবে অনুসন্ধানে!
বলে দিয়েছি না!
এখন আসলে ওসব লেখার বা ভাবার মনটাই নেই। অনেক বদলে গেছি।
আপনি ভালো থাকবেন প্রতিনিয়ত।
৯৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:১৭
নীজর্ন বলেছেন: prothome e onk thnx sundor akta reply deur jonno. onk sudr kore apni motamot tule doren ja asolai proshonser jugho. amio chai apner moto aro upolokho asuk sokol nirmomoter bicher hok. specially 71 er . jani onk abeg lukiye ache apnr reply e. bujte o pari sei apbeg er gobirota. sei abeg niye amr bindo matro dhimot nei. apner abeg ke amr sosohorso salam.
amar kotha cilo akane manus omanobik theke vondami beshi koreche. apni jiges kore dekben beshir bag kajgolo hoyeche leader ke dekhanur jonno or nijeder vondami prokhas korar jonno.
nijer croud sonjoto kora e manus e sob chaye boro khomota.
jai hok apnr ato sundor poem er post e ami r aesob blte chai na. ksto kore reply deyr jonno abaro thnx.
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৯৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৬
নীলতারা বলেছেন: অনুকাব্য ভালো লাগলো।
পড়তে পড়তে-
পরী নিয়ে কেন এত মাতামাতি কর ভাই?
আশেপাশে, প্রতিক্ষণ কত পরী দেখা পাই!
পরিমিত, পরিচিত, পরিণয় আরো চাই?
এখানে এসে রবীন্দ্রনাথে একটা লাইন মনে পরে গেলো-
ক্ষুধা মিটাবার অন্ন নহে যে মানব
কেহ নহে তোমার আমার!...
/মানসী/নিস্ফল কামনা।
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২০
হাসান মাহবুব বলেছেন: পড়ার জন্যে এবং সুন্দর একটা লাইন তুলে ধরার জন্যে অনেক ধন্যবাদ।
৯৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
ব্যতিক্রমী বলেছেন: আমরার হামা ভাইয়ের সব পোস্টই হিট না ফিট?
আচ্ছা হামা ভাই,--- আশেপাশে, প্রতিক্ষণ কত পরী দেখা পাই!
এখানে পরীর হলো না কেন। একটু বুঝান।
বইমেলা= প্রাণের মেলা
হামা ভাই
তাকে দেখতে চাই।
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২২
হাসান মাহবুব বলেছেন: ভালো একটা প্রশ্ন। প্রথমে তাই ছিলো, কিন্তু পড়ার সময় মনে হলে ছন্দটা একটু কেটে যাচ্ছে তাই একটু ছেটে দিলাম।
বইমেলায় যাবোতো অবশ্যই!
৯৯| ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩১
জেরী বলেছেন: পরীটা কে?
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৩
হাসান মাহবুব বলেছেন: ভুলে গেসি!
১০০| ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬
জেরী বলেছেন: তাইলে ঐটা পেত্নী ছিলো। পরী হলে সহজে ভুলতেন না
২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: কি জানি! আমার স্মৃতিশক্তি বেশি ভালোনা
১০১| ২৯ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হুমম,অবশেষে পরী নিয়ে গবেষণা! আপনার পাশে বসেই বাদাম চিবোচ্ছে দেখি। যাক, তবে পরীকে আনছেন কবে ঘরে?
?
২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: কি সমস্যা! একটা ডিসক্লেইমার দিয়ে দেয়া উচিত ছিলো যে "এই পোস্টের সাথে বাস্তব কোন ঘটনার যোগসূত্র নাই"। মানুষ খালি স্ক্যান্ডাল ছড়াইতে চায়
১০২| ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: দু'দিন না পেরোতেই দু'শো? জিও গুরু!
২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৭
হাসান মাহবুব বলেছেন: তুমিও আইছো খোঁচা মার্তে! যাই কই।
১০৩| ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আহা আহা! এতেই বুঝা গেলো
২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৯
হাসান মাহবুব বলেছেন: কাউরে কৈয়েন্না কিন্তু
১০৪| ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৯
হাসান মাহবুব বলেছেন: @বোবাবৃক্ষ, আপনার কমেন্টটা মুছে দিলাম, দুঃখিত।
২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৯
হাসান মাহবুব বলেছেন: ভালো করেছেন, ধন্যবাদ।
১০৫| ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
কঁাকন বলেছেন: হামা আমি ২০০৮ বা ২০০৯ এ একটা গল্প পড়েছিলাম কার গল্প গল্পের নাম কিছুই মনে নেই শুধু মনে আছে একটা ছেলে এক্সিডেন্ট করে মারা যায় তার ডায়রীটা পুলিশ পড়ে ঠিকানার জন্য -- আপনি কি কোন হেল্প করতে পারেন?
অট:১০৪ নং মন্তবে ও তার জবাবে ব্যাপক আনন্দ পাইলাম
২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২
হাসান মাহবুব বলেছেন: নাহ...মনে পড়তেসেনা..
১০৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৯
রাজসোহান বলেছেন: হামা ভাই একটু এইখানে আইসেন মজা পাইলেও পাইতে পারেন
আসেন
সকলেই আস্তে পারেন
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪২
হাসান মাহবুব বলেছেন: হাহা! ঐটা অনেক আগেই দেখসি। একটু আগে তোমার কমেন্ট দেইখা ব্যাপক মজা পাইলাম
১০৭| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
পাপতাড়ুয়া বলেছেন: আফচুচ।মাইনসে পরী নিয়া অনুকাব্য লিখেও ২০০ এর উপ্রে কমেন্ট পায়।
ভেজালে আছি রে ভাই।
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫১
হাসান মাহবুব বলেছেন: ভেজাল কেটে যাবে আশা করি।
১০৮| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৯
অচন্দ্রচেতন বলেছেন: পরীর আছর?
২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
হাসান মাহবুব বলেছেন: কি যে বলেন... পরীদের এড়িয়ে চলি আমি। পরী ডরাই
১০৯| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৬
দ্রোহি বলেছেন:
বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা
শীতের রাত্তিরে ভালোবেসোনা!
এবার যা শীত পরছে!!!! খিকজ
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
হাসান মাহবুব বলেছেন: স্বপ্ন ভাঙার পরে ম্যালা ঝামেলা
১১০| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৮
শত রুপা বলেছেন:
পরী পড়ি
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪২
হাসান মাহবুব বলেছেন: পরী
এলো
১১১| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১০
কালিদাস কবিয়াল বলেছেন:
''উড়ে এসে জুড়ে বসে
পরী হও, পাখী হও
উড়ে গিয়ে অবশেষে
নারী হও, নারী রও!''
কি হামা দাদা, পরী নিয়ে এত্ত হামাহামি ক্যান? কোন পরীর প্রণয়-ফান্দে পড়িয়া পরান কান্দে নাকি? তয় অণুকাব্যখান মন্দ হয় নাই। ছোট্ট কইরা পিলাস দিয়া গেলাম।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৭
হাসান মাহবুব বলেছেন: লেখার কিছু পাইতেসিলামনা, তাই অনেক পুরান একটা লেখা পোস্টাইলাম। অন্য কিছু না (হৈলে তো ভালৈ হৈতো)
১১২| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৯
শান্তির দেবদূত বলেছেন: "আমার পাশে রিক্সায় বসে
চিনে বাদাম চিবুচ্ছে যে,
পরীর থেকে কম সে কি সে!" -- একদম ঠিক , একদম ঠিক .....
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৩
হাসান মাহবুব বলেছেন: আপনি অনেক ভাগ্যবান!
১১৩| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০৭
মে ঘ দূ ত বলেছেন: বেশ হয়েছে।
কিন্তু ডানাওয়ালা পরী দেখতে বিচ্ছিরি লাগে! এ কেমন কথা! আপনি তো নতুন কথা শুনালেন মশায়!
১০৫ কমেন্টে কাঁকনের মন্তব্যটা পড়ে এবং সে সেই মন্তব্যটা পড়ে ফিঁক করে হেসে দিলাম। আপনি পারেনও। হাহাহা
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৪
হাসান মাহবুব বলেছেন: আরে পরী বৈলাই কি সবসময় তেলের উপর রাখতে হবে নাকি! তাই হাল্কা এক্টা ঝাড়ি দিসি! (মিছামিছি)
১১৪| ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:২১
প্রাকৃত বলেছেন: ভাল লাগলো,খুব!
৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১১
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
১১৫| ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৯
শর্ট সার্কিট বলেছেন: আমার ব্লগে প্রথম কমেন্টটা আপনার কাছ থেকেই পেয়েছিলাম, ম্নতব্য করার অনুমতি পাবার পর আপনাকেই প্রথম ম্নতব্যটা করলাম।
একদিকে ভালোও লাগছে আরেকদিকে কেমন যেন অস্বতিও লাগছে।।
৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: Thanks and welcome. But why feeling uncomfortable? (sorry bangla is not working)
১১৬| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া পরী নিয়ে বলে পছন্দ হইছে। আর পড়লাম।
৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
হাসান মাহবুব বলেছেন: পরী খুব পছন্দ নাকি? ছেলেরা পরী চায়, আর মেয়েরা পরী হতে চায়। পরীদের ব্যাপক জনপ্রিয়তা!
১১৭| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০
শর্ট সার্কিট বলেছেন: লেখা লেখিতে সেভাবে অভ্যস্ত না। তাই মানিয়ে নিতে একটু সময় লাগবে মনে হচ্ছে।
৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ঠিক হয়ে যাবে। ব্যাপারনা। সাথে থাকুন।
১১৮| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২০
হেমায়েতপুরী বলেছেন: pixy মানে কি কওতো...
৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: Pixy is a Java program that performs automatic scans of PHP 4 source code, aimed at the detection of XSS and SQL injection vulnerabilities. ...
১১৯| ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৬
হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর ও তাৎপর্যময়। ... `বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা'
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
১২০| ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৫
ডঃ জেকিল বলেছেন: আমার ভুল হতে পারে- পিক্সি মানে সম্ভবত ছোট্ট পরী
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪
হাসান মাহবুব বলেছেন: তাই মনে হয় হবে। আমি জানতামনা। গুগল সার্চ দিয়া যেগুলা পাইসি তারই একটা কপি পেস্ট কৈরা দিসি হাহা! আপনাকে ধন্যবাদ জানানোর জন্যে!
১২১| ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
চতুষ্কোণ বলেছেন: কোবতে ভালা হইছে।
@নস্টালজিক: সাথে দেহি হ্যাংলা করে এক জ্বীন।
জ্বীনটা কারে কইলো
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
হাসান মাহবুব বলেছেন: জিনগত সমস্যায় ভোগা জিন খায়া টাল হওয়া কাউরে হয়তো
১২২| ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন:
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
হাসান মাহবুব বলেছেন: পরীদের ব্যাপক জনপ্রিয়তা!
১২৩| ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
মেহবুবা বলেছেন: পরীচর্চা পরবর্তী পরীগবেষনা ---- পরিবেশনা ?
লিখেছেন ভাল ।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪১
হাসান মাহবুব বলেছেন: পরী নিয়ে আমার আরেকটা থিসিস পেপার আছে। ভাবতেসি সাবমিট কৈরা ফালামু
১২৪| ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
মেহেরুবা বলেছেন: আমি পরী
(চরি, বানান ভুল হইছে। আসলে আমি পড়ি আপ্নের লেখা)
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন: পড়েন আবার পৈড়া যাইয়েন্না
১২৫| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৫
নস্টালজিক বলেছেন: পরী নিয়ে এত কথা মানি না,
মানবো না!!!
(পরী বিষয়ক সর্বসত্ত সংরক্ষিত)
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০৫
হাসান মাহবুব বলেছেন: পরী বিষয়ক সর্বসত্ত সংরক্ষিত-মানি না,মানবো না!!!
১২৬| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৭
অমিত চক্রবর্তী বলেছেন:
#বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা
শীতের রাত্তিরে ভালোবেসোনা
এইটা ঠিক না ভাই।খুলনাতে যে শীত।পরীর ভালোবাসা কামে লাগতো।
+++++
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০০
হাসান মাহবুব বলেছেন: হাহা! এইটা নিয়া নানা মত আছে
১২৭| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১০
শাওন৩৫০৪ বলেছেন: হুয়াজ্জাপ ম্যান? আয়াম ভ্যাক হুইথ নেট....শা হা হা হা
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭
হাসান মাহবুব বলেছেন: আরে সাবাশ! তাড়াতাড়ি একটা পোস্ট দেও। আর আমার আগের পোস্টটা পড়!
১২৮| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:০৬
তারার হাসি বলেছেন:
একটা ছড়া মনে পড়ল...
আকাশ থেকে নেমে এলো
ছোট্ট একটা প্লেন
সে প্লেনে বসে ছিল
ছোট্ট একটা মেম ( এখানে হবে আপনার পরী )
তাকে আমি প্রশ্ন করলাম
what is ur name?
এখন জানতে চাই, wat is her name ?
মন ভালো হয়ে যাক তাড়াতাড়ি, শুভকামনা।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১২
হাসান মাহবুব বলেছেন: পরীদের কোন নাম থাকেনা
অনেক ধন্যবাদ মন্তব্য এবং সুন্দর ছড়াটির জন্যে!
১২৯| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
আকাশ অম্বর বলেছেন:
তারার হাসি বলেছেন:
একটা ছড়া মনে পড়ল...
আকাশ থেকে নেমে এলো
ছোট্ট একটা প্লেন
সে প্লেনে বসে ছিল
ছোট্ট একটা মেম ( এখানে হবে আপনার পরী )
তাকে আমি প্রশ্ন করলাম
what is ur name?
মেম হেসে বললো
my name is .......
শূন্যস্থান পূরণ করুন হে ভ্রাত!
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৫৫
হাসান মাহবুব বলেছেন: শূন্যস্থান.... সেতো পূরণ হবার নয় ভ্রাতা!
আর কিছু কিছু শূন্যতা থাকা ভালো। এই বেশ ভালো আছি
১৩০| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৫
অক্ষর বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:২১
হাসান মাহবুব বলেছেন: এইডা আর কি এমন। আমি আপ্নেরে একজন বিখ্যাত কবির কবিতা শুনাই মন্দিয়া হুনেন
এক ছিলো এক দেয়াল
তার বাপ দিছিলো একটা শেয়াল
শেয়ালটা পড়ে গেলো
দেয়ালটা মরে গেলো
আফসুস কবির অহন আর ভাব আহেনা
১৩১| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩০
অক্ষর বলেছেন: খাইছে এইডা কার্লেখা কবিতা। কবিতা দেইখাই মনে হয় কোনো জ্ঞানী-গুনী ব্যক্তির লেখা। বড় হৈলে অনেক নামকরা কবি হৈতে পারে। রবীন্দ্রনাথ মৈরা ভালৈ কর্ছে। নৈলে ওর বাপের হাতে মাইর খাইতে হৈতো, মাইর দিতো আর কৈতো, "কি ছাইপাশ ল্যাখোছ? ঐ কবির মতো অসাধারণ কিছু ল্যাইখা দ্যাখা"
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৬
হাসান মাহবুব বলেছেন: অনেক ঘাইটা আমি এই কোবতে পাইছি
ক্ষণে ক্ষণে আমি পৈড়া চমকাইছি
রবীন্দ্রনাথরে বাতিলের খাতায় ফালাইছি
১৩২| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৪
রাজসোহান বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: কিতা?
১৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৫
রাজসোহান বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
হাসান মাহবুব বলেছেন: জবান বন ক্যান
১৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৬
অমিত চক্রবর্তী বলেছেন: Click This Link
আপনারে বহুত খুজলাম পাইলাম না।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১
হাসান মাহবুব বলেছেন: Click This Link
না হৈলে [email protected] লিখা ফেসবুক সার্চ দিলেও পাইবা।
১৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
অক্ষর বলেছেন: জতৈ কবিতা ল্যাখেন, ঐ কবির মতো কবিতা আর হৈবো না
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: টেরাই কর্তে দুষ কি! নুবেল না পাই অস্কার তো পাইতে পারি।
১৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৯
ধ্রুব তারা বলেছেন: কিছু একটা দিতে হয় বলে দেয়া!...হা হা হা। এরকম 'কিছু একটা দিতে হয় বলে দেয়া' দিয়ে যান। ভালই লাগল পড়তে
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: তা না হয় দিমু। কিন্তুক আপ্নের্তো পেরায় মাসখানেক হয়া গেলো কুনো পোস্ট নাই।
অ:ট- আগের প্রোফাইল পিকটা ভালা পাইতাম।
১৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৬
রাজসোহান বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
হাসান মাহবুব বলেছেন: অনেক প্রিয় একটা গান। গানটা কার লেখা জানো? আমার কাজিনের। এবং সে একজন ব্লগার।
ইনি সেই জন
১৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫১
ধ্রুব তারা বলেছেন: আমার লেখা ভাল না তাই পোস্ট দিতে ভাল লাগে না। আগে সব আউল-ফাউল যেমন খেলায় কে জিতল, কোন কোম্পানি তাদের প্রোডাক্টের দাম বাড়াইবে তা নিয়া পোস্ট দিতাম...ওইসব ছাইড়া দিসি...ভাবলাম শুধু ভাল ভাল লেখা দিমু Unfortunately I am not that much talented
. দেখি একটা গল্প লেখতেসি ওইটা সামনে দিতে পারি। ভাল লাগল যে আপনার মত ব্লগার আমি কি পোস্ট দিসি এইটা লক্ষ্য করসে।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৬
হাসান মাহবুব বলেছেন: আপনার প্রথম গল্পটা একটা ভালো প্রচেষ্টা ছিলো। ক্যারি অন ম্যান!
১৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৩
ধ্রুব তারা বলেছেন: অ.ট.: আপনার বান্ধবী ওই ছবি ব্যান করসে আমার জন্য। ফেসবুক আর সামু দুইটা থাইকাই।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৭
হাসান মাহবুব বলেছেন: খেক খেক!
১৪০| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৩
ধ্রুব তারা বলেছেন: 139: আপনার না আমার বান্ধবী
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভুলটা করার জন্যে থ্যাংকস! আমি অহন বিভিন্ন স্টাইলে হাসতাসি
১৪১| ৩১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৭
আত্নভোলা বলেছেন: আজি হতে শতবর্ষ পরে
সকল পুরুষ এমনি ভাবে
কাদিবে সকল পরীর তরে।
সকল পরীর তরে সকলি আমরা
কোন পরী নহে আমাদের তরে।
৩১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:১৫
হাসান মাহবুব বলেছেন: কোন পরী নহে আমাদের তরে
তবুও মম বুক কাঁপেনা ডরে
দাবী তোলো ভ্রাতা সমস্বরে
পরী এবারে আসবেই ঘরে
১৪২| ৩১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:১৪
নস্টালজিক বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
হাসান মাহবুব বলেছেন:
১৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৬
মেঘাচ্ছন্ন বলেছেন: কি অবস্থা ? আছেন কেমন ? দিনকাল কেমন কাটছে ?
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো ভালো আছি। তোমার খবর কি?
১৪৪| ৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: কৈশোরে একজন আমারে ডানা কাটা পরী ডাকতো....... :#> :#>
ঐ কথাটা মনে পড়লো......।
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩
হাসান মাহবুব বলেছেন: আহ! কৈশোরের প্রেম, পুরাই পাঙ্খা!
১৪৫| ৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪
সাকিরা জাননাত বলেছেন: পরী,পরী,পরী,পরী,পরী,পরী,পরী,পরী,পরী,পরী,পরী,পরী
++++++++++++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
হাসান মাহবুব বলেছেন: হাস্যমুখী দেখি অনেক খুশী হয়েছে
১৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১০
বাঁশপাতা বলেছেন: খারাপ লাগেনি।
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগার কথা না অবশ্য এসব ছাইপাশ লেখা। তবুও পড়েছেন এজন্যে ধন্যবাদ।
১৪৭| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪
হেমায়েতপুরী বলেছেন: পিক্সি মানে জানেনা... কয় পরী নিয়া গোবেশণআ কব্বো...
কইষা মাইলাস
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৬
হাসান মাহবুব বলেছেন: ইয়ে..ছুডু পরী দিয়া কি কর্বো? প্রাপ্তবয়স্ক পরী চাই
১৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
নাজমুল আহমেদ বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: হ
১৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:২৪
নস্টালজিক বলেছেন: এইহানেও পরী,ঐদিকে পুত্তুম পেলাচের পোস্ট এও খালি পরী আর পরী!!
মাথায় চক্কর খাইলো!
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩২
হাসান মাহবুব বলেছেন: রেডি হও আরো আইতাছে
১৫০| ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
রুবাইয়্যাত বলেছেন: # জানুয়ারী,২০১০(২)
# ডিসেম্বর,২০০৯(১)
আইলসা.....
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:১৪
হাসান মাহবুব বলেছেন: # ডিসেম্বর,২০০৮(১০)
# জানুয়ারী,২০০৯(১১)
#ফেব্রুয়ারী,২০০৯(১০)
আগের মত সেই গিয়ার আর নাই
১৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৫
ঘাস্ফুল বলেছেন: পরিমিত, পরিচিত, পরিণয় আরো চাই?
পরিশেষে, বলি শ্লেষে পড়িওনা প্রেমে ভাই!
pagol kora Chhondo Hasan .....
Ei Matro Valolagar Half Century Korley Tomar "Pori" Innings-e.
(** Sorry Keno jeno Bangla Lekha Hochcheyna)
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৫
হাসান মাহবুব বলেছেন: একসময় ছন্দ নিয়ে খেলতে ভালো লাগতো। পারতামও। এখন আর হয়না হাফ সেঞ্চুরি করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ!
১৫২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৪
এম এস সোহেল বলেছেন: একটা মন্তব্য করার জন্য মানুষ এত নিচে নামতে পারে আমার জানা ছিলোনা।
মানুষকে এত নিচে নামানো ঠিকনা হাসান ভাই, আমরাতো মানুষ, আমাদেরও ইজ্জত আছে নাকি?
মাঝখানে এক ভাই একটা পরোটা না দিলে ক্ষুদায় নিচ থেকে আর উপরে উঠতে পারতামনা। ভাগ্যিস................
সুস্থ্য থাকুন
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৭
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! আপনার কমেন্ট পেয়ে মজা পাইলাম। আশা করি নিয়মিত হবে ব্লগরব্লগর
১৫৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯
একলোটন বলেছেন: আমি কুই একটু খানি লিখিমু জায়গা পেলাম সবার নিচে।
পাশের পরীটা আসলেও ডানাকাটা পরী।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১২
হাসান মাহবুব বলেছেন: আশা করি এর পরের পোস্টে আপনি সবার আগে কমেন্ট করবেন
১৫৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৭
বরুণা বলেছেন: দেই একটা মাইনাস?
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০২
হাসান মাহবুব বলেছেন: দিয়া তো ফেলসেন অলরেডি। আপনাদের প্রেম কাহিনীগুলা আমার পুরা বানানো মনে হয়
১৫৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
িসপাহী বলেছেন: হাসান ভাইকে আল্লাহ একটা পরী দান করুন। আমিন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০২
হাসান মাহবুব বলেছেন: আমিন!
১৫৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৭
কাঠের খাঁচা বলেছেন: "বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা
শীতের রাত্তিরে ভালোবেসোনা!"
পুরাই তুমুল। ছোট্ট হলেও হাসার জন্য ব্যপক।
হামা ভাইয়ের কমেন্ট সব খানে পড়ে আর আমার কমেন্ট হামা ভাইয়ের পোস্টে না পড়লে বড়ই কুচ্ছিত দেখায়।
তবে একটা কথা কই
রুবাইয়্যাত বলেছেন: # জানুয়ারী,২০১০(২)
# ডিসেম্বর,২০০৯(১)
আইলসা.....
আর দ্বীপ আহসানেরটায় গিয়া দেখি বেশীর ভাগই বাড্ডে পুস্ট।
আইলসা। বস আপ্নে আইলসা
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪
হাসান মাহবুব বলেছেন: আগের মত সেই গিয়ার আর নাই আর আসলে কমেন্ট কর্তে গিয়া পোস্ট ল্যাখনের টাইম্পাইনা
১৫৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৭
শত রুপা বলেছেন:
chupchaap, chupchaap
নারী হও, নারী রও!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৪
হাসান মাহবুব বলেছেন: সেরকম নারী হলেতো আর কিছু চাইনা!
১৫৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২০
পাপতাড়ুয়া বলেছেন:
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৭
হাসান মাহবুব বলেছেন: হেহে! এই আর কি একটু আকটু...!
১৫৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২১
অদ্রোহ বলেছেন: পরীদের দেখা পাওয়া
বড়ই কঠিন ,
পরীদের পেতে হলে
হতে হবে জ্বিন ।
আছেন কেমন ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৮
হাসান মাহবুব বলেছেন: ভালো আছি। তোমারেতো দেখাই যায়না। পড়াশোনার চাপ, নাকি ব্লগিংয়ের প্রতি আগ্রহ হারায় ফেলসো?
১৬০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আর্রে! এইগুলা ভালা পাই :
এতদিন কি সব কঠিন কঠিন সব কোবতে লিখছেন-সব খালি মাথার উপর দিয়া যাইতো
পরীর ডানা কাটতে বলেছেন কেনো? ডানা কেটে ফেললে সে তো আর পরী হবে না। পরীকে বিচ্ছিরি বলার জন্য এত্তগুলা চিমটি
মনটা বিক্ষিপ্ত কেনো? ঘটনা কি?
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৯
হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: পরীরেতো আর বাস্তবে পাওয়া যায়না, তাই ডানা কাইট্যা মানবীতে কনভার্ট কৈরা হাল্কা চাম নেয়ার চেষ্টা আর কি।
তবে বিচ্ছিরি তো অবশ্যই না!
মন বিক্ষিপ্ত এম্নি। কোন ঘটনা নাই। কোন রটনা তৈরীর চেষ্টা কর্লে রিফুটিত করা হবে
১৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৭
অনন্ত দিগন্ত বলেছেন: জটিল কোবতে ... মনটা ফুরফুরা হয়ে গেল পড়ে ...
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২২
হাসান মাহবুব বলেছেন: সেইসব দিন! যখন মনের আনন্দে এসব লিখতাম। পড়ার জন্যে ধন্যবাদ অনন্ত।
১৬২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৫
শাফ্ক্বাত বলেছেন:
পরিশেষে, বলি শ্লেষে পড়িওনা প্রেমে ভাই!
জটীল !!
মন বিক্ষিপ্ত ক্যান? কী হৈসে? কে মারসে?
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: পোস্টটা দেয়ার সময় মন বিক্ষিপ্ত ছিলো, এখন আর নেই ভালো থাকুন শাফ্ক্বাত।
১৬৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪৬
টেকনলজী বলেছেন: আপনে তো কঠিন চিজ
একখান অনুকাব্য দিয়াই দিনের পর দিন পার করেন
কবিতারে প্লাস
আপনারে মাইনাস
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪৯
হাসান মাহবুব বলেছেন: দিনের পর দিন কই পাইলা? এক সপ্তা'ও তো হয়নাই। তয় শীগগির নতুন লেখা দেয়ার ইচ্ছা আছে। এক পরী নিয়া আর কত!
১৬৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫৩
টেকনলজী বলেছেন: সবাই দেখি পরী নিয়া লাগছে
রাজসোহান আড্ডা দেয় পরী নিয়া(ছবিডা ভালু না
)
ফাহাদ কবিরিক্স দেয় পরী নিয়া
ব্লগে হইল ডা কি??
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫৭
হাসান মাহবুব বলেছেন: আরো কিছু হৈতাম্পারে! আমার স্টকে অহনও পরী বিষয়ক গবেষণাপত্র আচে। ছাইড়াই দিমু নাকি ভাবতাসি!
১৬৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০০
টেকনলজী বলেছেন: আমিও কি দিমু নাকি??
নাম হইব রাজপরীর হামাবন্দী
কিতা কন দিমু??
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০৩
হাসান মাহবুব বলেছেন: দিয়ালাও! ব্লগ হয়া উঠুক পরীরাজ্য
১৬৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৪
সাকিরা জাননাত বলেছেন:
পরীরাজ্যের জন্য পরী রেখে গেলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২২
হাসান মাহবুব বলেছেন: ৬টা কনিতার জন্যে ৬টাই দিয়েছেন! ধন্যবাদ হাস্যমুখী!
১৬৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৯
হিমু ব্রাউন বলেছেন: আরে নিয়া এতু গুভেছনা হইয়া গ্যালু আমি কিচুই টের পাইলাম না!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫০
হাসান মাহবুব বলেছেন: হিমুদের আবার পরীর কি দরকার!
১৬৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
হিমু ব্রাউন বলেছেন: কি যে কন ভাই!!!যদি এ জীবনে না পাই একটা সুন্দর মনের পরী তাইলে কিন্তু কইলাম দিমু গলায় দড়ি! আমার জন্য একটা যোগাড় করেন তাড়াতাড়ি!!....
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৯
হাসান মাহবুব বলেছেন: শেষ পর্যন্ত ঘটকালি বিজনেস
১৬৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০২
পাপতাড়ুয়া বলেছেন: হায় রে অভাগা পাপী.......
সাকিরার কাছে অনেক আগেই পরী চেয়েছিলাম.....সে বললো...ঘুমাইলে পাব....ঘুমাইলাম.....কাজ হলো না......
আর এখানে কতগুলা পরী মুফতে দিয়া গ্যালো......
সাকিরা আর হামা দা.....দুজনরেই কইস্যা মাইনাচ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩
হাসান মাহবুব বলেছেন: নস্টালজিকের (রানা ভাইয়া) কাছে যায়া চাও! পরী বিষয়ক উশখুশ তার একটা লিরিক থিকাই উৎপন্ন!
১৭০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২০
হাম্বা বলেছেন: হাম্বা
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: এই ডাকে পরী আসবেনা
১৭১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩
মন মানে না বলেছেন: #বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা
শীতের রাত্তিরে ভালোবেসোনা!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭
হাসান মাহবুব বলেছেন:
১৭২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৮
অগ্নিশিখা বলেছেন: কি খবর ভাইয়া , কেমন আছেন ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০
হাসান মাহবুব বলেছেন: ভালো আছি বলাটাই নিয়ম
১৭৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বাস্তবে এসো পরী, স্বপ্নে এসোনা.........
দিলেন তো আমার পরীটার কথা মনে করিয়ে... ভাল্লাগে না। কবিতা ভালা পাইলাম!
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৩
হাসান মাহবুব বলেছেন: যাক, তাও তো তোমার একটা পরী আছে! বেস্ট অফ লাক।
১৭৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৯
আহমেদ রাকিব বলেছেন: দারুন হইছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: পরী বলে কথা!
পরী বলে কথা?
পরী কথা বলেনা
এভাবে তো চলেনা!
Thanks
১৭৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৩
রোদেলা বলেছেন: খুব ভালো লাগলো ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০০
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ রোদেলা!
১৭৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৩৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পরী তো আছে, কিন্তু আমার থেকে অনেক অনেক দূর...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১০
হাসান মাহবুব বলেছেন: পরীরা তো দূরেই থাকে
১৭৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫০
ফেরারী পাখি বলেছেন: মনের নাটবল্টুর আবার কি হল রে বাছা!
বাংলাদেশী মনের পাটর্স নিয়ে এই এক সমস্যা, যখন তখন খারাপ হয়।
ভালো থাকা হোক। শুভেচ্ছা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: হ আপা। এই ভালো এই খারাপ। কোন তাল পাইনা
১৭৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৮
ফেরারী পাখি বলেছেন: দুঃখিত পার্টস হবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন:
১৭৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৩
শত রুপা বলেছেন:
ami bodhhoy ekoi sure ekti likhe felechi. apni kheyal korechhen ki?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬
হাসান মাহবুব বলেছেন: চুপচাপ বসে থাকো,
চেয়ে রও, চেয়ে রও,
কাজলচোখে নারী হও,
নারী হও।
আপনার লেখায় সবসময়ই চোখ রাখি
১৮০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
সায়েম মুন বলেছেন: পরী কাব্য ভাল লাগল
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০০
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
১৮১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩
'লেনিন' বলেছেন: শেষের দুটো বেশি ভালো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২০
হাসান মাহবুব বলেছেন: আমার কাছে একদম শেযেরটা ভালো লাগে। থ্যাংকস লেনিন..
১৮২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৬
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বোহেমিয়ান দেহি খুমাখাতায় ভচের মারাত্মক একখান ফটুক দিচে। এইবার পরীকূল না পইট্যা যাইবো কই!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: হ..এইবার দেহি কে ঠেকায়
১৮৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৭
শাওন৩৫০৪ বলেছেন: ইয়ো ম্যান, পরকীয়া শুনছি, পরীকিয়া বা পরীক্রিয়া তো শুনিনাই...এইটা কি অশালীন কবিতা নয়?
অনেকদিন অপ্রিয় সত্য টাইপ নিক আহেনা, না?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
হাসান মাহবুব বলেছেন: পরীকিয়া বা পরীক্রিয়া আবার কৈত্থে আইলো
অপ্রিয় সইত্য ওহোন প্রিয়া নিকে বলগায় মাঝেমইদ্যে।
১৮৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫২
সন্দীপন বসু মুন্না বলেছেন: পরী নিয়া এতকিছু? জানতামই না।
অনেক কিছু মিস করে ফেলেছি।
আপনি কেমন আছেন হাসান ভাই?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো..ম্যালাদিন পরে তোমারে দেখলাম।
১৮৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৩
সন্দীপন বসু মুন্না বলেছেন:
Click This Link
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০২
হাসান মাহবুব বলেছেন: আরে এ কি! অনেক অভিনন্দন মুন্না! তোমার পোস্টে যায়া আরেকবার অভিনন্দন জানায়া আসমু একটু পরে
১৮৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪১
বুলবুল আহমেদ পান্না বলেছেন: অরেরেরে.ে.......... সেইরম ঝটিল হৈছে।
ভাইডি বুখে আইসা পড়িয়েন....
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
১৮৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৭
তন্ময় চৌধুরী বলেছেন: মহা মজা পাইলাম! পিলাস!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৮
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! : )
১৮৮| ০৪ ঠা মার্চ, ২০১০ দুপুর ১২:২৪
কল্প কন্যা বলেছেন: খুব সুন্দর!!!
০৪ ঠা মার্চ, ২০১০ বিকাল ৪:২৪
হাসান মাহবুব বলেছেন: কি, পরীর ছবিটা? নাকি কবিতা! : ) ধন্যবাদ ।
১৮৯| ০৫ ই মার্চ, ২০১০ ভোর ৬:০৩
কল্প কন্যা বলেছেন: ২টাইঃ)
০৫ ই মার্চ, ২০১০ ভোর ৬:১০
হাসান মাহবুব বলেছেন: আমার কাছে তিনটাই!
১৯০| ০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৩৪
কল্প কন্যা বলেছেন: হা হা!
০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৩৯
হাসান মাহবুব বলেছেন: কথা কিন্তু সত্য
১৯১| ২২ শে মার্চ, ২০১০ রাত ১২:৪৮
প্রতীক্ষা বলেছেন: আমি পরী হতে চাই!! ঘুম পরী ঘুম পরী!
কেউ আমাকে পরী বানিয়ে দেয় না কেন!!
অনুকাব্য গুলো অনেক অনেননননননক সুইট হইছে!
২২ শে মার্চ, ২০১০ সকাল ১১:২০
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
১৯২| ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০৭
রেজোওয়ানা বলেছেন: অনু কাব্য গুলো দারুন হয়েছে ........
(অনেক কষ্টে স্ক্রল করতে করতে অবশেষে মন্তব্য করতে পারলাম)
০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:১৯
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস আপু।
আপনার কষ্টের জন্যে দুঃখিত, পরী দেখার জন্যে পোলাপান এককেবারে পাগল!
১৯৩| ০৬ ই মে, ২০১০ দুপুর ২:৪৩
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: kobita na bujlao onukabbo buji
1 r 3 jotil
+
০৬ ই মে, ২০১০ দুপুর ২:৫৯
হাসান মাহবুব বলেছেন: কবিতা লেখা ছাইড়া দিসি। আসলে কবিতাই ছাইড়া গেসে আমাকে
১৯৪| ০৬ ই মে, ২০১০ বিকাল ৫:৩৭
নৈশচারী বলেছেন: হা হা হা হা হা! এইটা তো আগে দেখি নাই!
বাস্তবে দৃশ্যমান পরী
আমরা সবাই প্রেমে পড়ি!
অবশেষে, রিক্তবেশে
মনের মধ্যে হিসেব করি
কত করে ভাই গলার দড়ি? - এইটা চ্রম হইসে!
কোন সময় লিখসিলেন এইগুলা?
০৬ ই মে, ২০১০ রাত ৮:৩৯
হাসান মাহবুব বলেছেন: এটা ২০০৪ সালের দিকে। তখন পুরা রোমান্টিক পুলা ছিলাম। এইসব লিখছি কত! পরী নিয়া ম্যালা কিছু লিখসি
১৯৫| ০৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
জুন বলেছেন: হাসান বলেছেন না অনেক আগে লেখা, আসলেই তাই,
একটু পরিপক্কতার অভাব মনে হোলো আপনার বর্তমান রচনার সাথে।
অটঃ মিথ্যা আমি বলতে পারিনা মাহবুব।
০৬ ই মে, ২০১০ রাত ৮:৪২
হাসান মাহবুব বলেছেন: মিথ্যা কেন বলতে যাবেন? তবে বিশেষ প্রয়োজনে মিথ্যা বলা শিখতে হবে।
অট: এটা সেরকম কোন পরিস্থিতি না
১৯৬| ০৭ ই মে, ২০১০ ভোর ৪:১৯
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: tor post a asly bangla leka jaina kno bujtarcina
০৭ ই মে, ২০১০ ভোর ৪:৩৪
হাসান মাহবুব বলেছেন: পেজ লোড হতে টাইম লাগে বলে হয়তো।
১৯৭| ১৯ শে মে, ২০১০ দুপুর ১:২০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হামা আমার আগডুম বাগডুম পোস্টে তোর কি হইতে ইচ্ছা করতো এইটা নিয়া একখান কমেন্ট চাইসিলাম দিলি না ক্যান? অই অই অই!!
১৯ শে মে, ২০১০ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: দিতাছি দিমু দিমু কৈরা দেয়া হয়নাই
১৯৮| ০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:০৩
সোমহেপি বলেছেন: পরী বিষয়ক অনুকাব্য ভালো লাগলো
০৪ ঠা জুন, ২০১০ রাত ৩:৩৩
হাসান মাহবুব বলেছেন: লাগবেনা! পরী বলে কথা!
১৯৯| ০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৫
রাত্রি২০১০ বলেছেন:
আপনার আগের লেখাগুলা মাথার উপর দিয়া যায় নাই। পরীকাব্য পড়ি লোভ সামলাইতে পারলাম না!
-----
আহা মরি মরি, দেখে এক পরী
প্রেমে হাবুডুবু, এ জীবনে প্রভু
শুধু চাই তারে, আপনার করে, জীবনের তরে।
দান ধর্ম করি বহু কায়ক্লেশে
মনোবাঞ্ছা পুরিল তার অবশেষে
পেলে পরী সাথি রুপে বিধাতার বরে
দু-দিন না গত হতে বিবাহের পরে
পরী তার ডানা কাটি নারী রুপ ধরে
মানবী হবার তার ছিল সাধ নাকি
রুপে রঙে ভুলিয়ে বোকা লোকটিরে
প্রেমজালে ফাসালে অতি ধীরে ধীরে
হাসিল স্বার্থ পরী দিয়ে মহা ফাঁকি
*কিছু মনে কইরেন না।
০৫ ই জুন, ২০১০ দুপুর ১:০৭
হাসান মাহবুব বলেছেন: এইটাতো আমার মাথার উপর দিয়া গ্যালো খুব সুন্দর হৈসে। আপনার ছন্দের হাত ঈর্ষণীয়!
২০০| ১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:১৭
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ছোট ছোট কাব্য ... পড়তে ভালোই লাগে।
১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
২০১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৮
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: পরীরা কি নারী না ?
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
হাসান মাহবুব বলেছেন: না, নারীরা পরী।
২০২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ও আইচ্চা!
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
হাসান মাহবুব বলেছেন: হু
২০৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৬
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
কবিতা লেখা ছাইড়া দিসি। আসলে কবিতাই ছাইড়া গেসে আমাকে /
হুমম...
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১০
হাসান মাহবুব বলেছেন: কি আর করা!
২০৪| ১০ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
আহাদিল বলেছেন: খেকযযয......চ্রম মজা পাইসি পরীর কোবতে পইড়া!
১০ ই নভেম্বর, ২০১০ রাত ৮:০৩
হাসান মাহবুব বলেছেন: কমেন্টগুলাও মজার সেইসময় আম্রা রাত জাইগা ম্যালা আড্ডা দিতাম , মজা কর্তাম!
২০৫| ২৫ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৮
লেডি বার্ড বলেছেন: পরী বিষয়ক অণুকাব্য সেরম লিখছেন। শেষের অংশে এক্কেরে খাঁটি কতা কইছেন বস। বোকা মানবকুল খালি বুঝবার চায় না।
২৫ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: আমি চ্লাক আমি বুইঝা গেসি
২০৬| ২৫ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৩
লেডি বার্ড বলেছেন: হ কবতে তার বড় পরমান।
২৫ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪২
হাসান মাহবুব বলেছেন: তবে দিন্দিন বোকা হয়া যাইতাছি
২০৭| ৩১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৩৯
নিপাট গর্দভ বলেছেন: ভাই আপনার সব পোস্ট হাজারের উপরে পঠিত। আপনার সাফল্যের রহস্য কি?
৩১ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১১
হাসান মাহবুব বলেছেন: সব পোস্ট কই! বেশিরভাগ পোস্ট। এইটা কিসুইনা ব্লগিংয়ে বেশি সময় দেয়া। সিম্পল
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২২
সিপিজিপিএইচ১৯৭১ বলেছেন:
ওরে ও দারুন কোবতে ।
ভালা লাগিল ।
পুতুম পেলাচ ।