নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আমি যখন জানালাতে
চাহি অপলক
মহল্লার এই গলির পথে
আসে কত লোক,
আসে যায় স্রোতের মতো
কত ফেরিওয়ালা
চুড়ি- ফিতা- বলে হাঁকে
সকাল দুপুর বেলা।
ঐ বাড়ির ঐ ধোপার মেয়ে
ফেরিওয়ালার কাছে
খিলখিলিয়ে হাসতে হাসতে
চুড়ি কিনতে আসে
বেছে বেছে হেলে দুলে
কেনে কাঁচের চুড়ি
আঁচল বাঁধা গিট্টি খুলে
মিটায় পয়সা কড়ি।
ইচ্ছে করে আমিও হই
অমনি ফেরিওয়ালা
ধোপার মেয়ের হাতে পড়াই
রঙিন কাঁচের বালা।
আমি যখন সকাল বেলা
বসি ফুলের বনে
মালি তখন সযতনে
কাজ করে ফুল বনে
জল ছিটিয়ে গাছগুলোকে
যত্ন করে নিজে
তরতাজা হয় গাছগুলো সব
শুকনো মাটি ভিজে।
কুমোর পাড়ার একটি মেয়ে
মালির কাছে আসে
ফুল দেবে গো? বলে খানিক
খিলখিলিয়ে হাসে
মালি তখন দুহাত ভরে
ফুল তুলে দেয় তারে
আঁচল ভরে ফুল নিয়ে সে
হাত দু'খানা নাড়ে।
ইচ্ছে করে আমিও হই
ফুল বাগানের মালি
সেই মেয়েটির হাত ভরে দেই
ভরা ফুলের ডালি।
আমি যখন পাড়ার মোড়ে
দাঁড়িয়ে থাকি একা
পাশের বাড়ির দ্বারে তখন
দুধ ওয়ালা দেয় দেখা
দুধ- বলে সে দ্বারের কাছে
জোরে পারে ডাক
ঐ বাড়িটির একটি মেয়ে
দরজা করে ফাঁক
জগ নিয়ে সে দ্বারের থেকে
বাহির হয়ে আসে
গোয়ালাকে দেখে মেয়ে
খিলখিলিয়ে হাসে।
হাসি দেখে সেই গোয়ালা'র
বুকটা ওঠে কেঁপে
আস্তে করে জগের মাঝে
দুধটুকু দেয় মেপে।
ইচ্ছে করে আমিও হই
অমনি ঘোষের ছেলে
সেই মেয়েটির জগের মাঝে
দুধটুকু দেই ঢেলে।।
০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৯
আমি আগন্তুক নই বলেছেন: এসব ইচ্ছে চিরন্তন। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:১৮
শায়মা বলেছেন: তাহলে তো অনেকগুলো মেয়েকে ভালোবাসতে হবে ভাইয়া।
সকালে মালী দুপুরে চুড়িওয়ালা সন্ধায় দুধওয়ালা এসব কাজও শিখতে হবে করতে হবে হা হা
০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:২১
আমি আগন্তুক নই বলেছেন: এটা রোমান্টিকতার প্রকাশ। পর্বে পর্বে বিন্যাস করা হয়েছে। এরকম রোমান্টিকতা চিরন্তন। আন্তর্জালিক ধন্যবাদ আপনাকে।
৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ।
০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:২১
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ৭:০৪
সোনাগাজী বলেছেন:
চুল বেঁধে দেয়া সম্ভব, পায়ে আলতা লাগিয়া দেয়া সম্ভব, চুলে ফুল গুঁজে দেয়া সম্ভব; এসব তো ভালো ইচ্ছে।