| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আগন্তুক নই
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
জাগিয়া রয়েছে চাঁদ সারারাত একা-একা প্রহরীর মতো,
আধো আলো অন্ধকারে কালো কালো ডালপালা কথা বলে কত
রূপালী চাঁদের সাথে,- কুয়াশায় ভিজে ভিজে শিশির বুকে লয়ে ঘাস-
নিস্তব্ধ কালো জলে নদী আর পানকৌড়ি খেলা করে জানি বারোমাস।
জানি আমি তাহাদের মতো আর- আমার আজ নেই আয়োজন
তবু কেন অন্ধকারে একা একা কোথা যেন উড়ে যায় মন
সবাই ঘুমায়ে পড়ে স্তব্ধ অন্ধকারে পৃথিবী হয়ে যায় অশরীরী প্রাণ
কান পেতে শুনি আমি ঐ দূর গ্রহলোক হতে আসা অসীমের গান
সব মায়া ঝরে পরে ধরনীর ধুলি পরে- খসে পড়ে সব আস্তরণ
অসীমের মহা কালে মিশে যায় ডুবে যায় ক্ষয়ে যাওয়া অতৃপ্ত মন।
০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৯
আমি আগন্তুক নই বলেছেন: রবীন্দ্রনাথের, নজরুলের, জীবনানন্দের কবিতায় অসংখ্য সাধু চলতি সংমিশ্রণ দেখাতে পারবো।
২|
০৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে আপনি ঞ্জের অবস্থান তৈরি করতে পারবেন না।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৬
স্মৃতিভুক বলেছেন: কবিতা-টবিতা তেমন বুঝিনা। বাংলা-ইংরেজি কিংবা কোনো ভাষাতেই তেমন দখল নেই। এই ব্যাপারে বিনামূল্যে উপদেশ বিতরণের অনেক বিদগ্ধ পন্ডিত পাবেন ব্লগে।
যাইহোক, তারপরেও আপনার কবিতার প্রথম লাইন পড়েই বাংলা ব্যাকরণের একটা টার্ম মনে পড়ে গেলো - "গুরুচণ্ডালী দোষ"।
সময় পেলে গুগল করে দেখে নেবেন প্লিজ।