নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের গহীনে দহনে শুধু তোমায় খুঁজি,\nতুমি কি আমার হবে?

পারভেজ উদ্দিন হৃদয়

আমার সত্তা আজন্মা ভালবাসা তৃষ্ণা নিয়ে সুখে মরে যায়, অবিশ্বাসের কটাক্ষে

পারভেজ উদ্দিন হৃদয় › বিস্তারিত পোস্টঃ

নিহত ফায়সাল ভাইয়ের ফেসবুক থেকে

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

প্রিয় বন্ধু ড. অভিজিৎ রায়
হত্যাকাণ্ডের এক মাস
পূর্তিতে ২৭ মার্চ সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকে
ফয়সল আরেফিন দীপন
লিখেছিলেন, “গ্রিলের
সামনে দাঁড়িয়ে দেখছিলাম
প্রিয় বন্ধুর সাদা চাদরে
ঢাকা নিথর দেহটা। চাবি
হাতে দ্বাররক্ষক প্রশ্ন
করেছিল- স্যার, ভেতরে
গিয়ে দেখবেন? বুকের ভেতর
দুমড়েমুচড়ে ওঠা আবেগ চাপা
দিয়ে বলেছিলাম, দেখবো।
তালা খুলে ভেতরে ঢুকতে
দেয় আমাকে। মাথার পেছন
পাশটা অনেকটা উঁচু হয়ে
আছে ব্যান্ডেজের নিচে।
একটা চোখ আধখোলা। ট্রলির
নিচে জমা রক্ত। যে মানুষটা
গল্প-আড্ডায় মেতে ছিল
আগের দিন আমার অফিসে,
একেবারে ছোটবেলা থেকে
একসঙ্গে এক এলাকায় বেড়ে
উঠেছি যার সাথে, খেলাধুলা
করেছি, পড়ালেখা করেছি
একই স্কুলে, যার বই প্রকাশ
করেছি সানন্দে- মুক্তমতের
প্রতিষ্ঠায়, আমার সেই বন্ধু
আমাদের প্রিয় গুল্লুর চলে
যাওয়ার এক মাস পূর্ণ হলো।
আমার কানে শুধু বাজে
আমার অফিস থেকে বেরিয়ে
যাওয়ার সময় ‘সাবধানে
থাকিস’ বলার পর ওর
উত্তরটা, ‘তুই ভয় পাস না,
আমাদের কিচ্ছু করতে পারবে
না...।’” শেষ পর্যন্ত বন্ধুর
মতো করে চাপাতির
আঘাতেই হারিয়ে গেলেন
জাগৃতির স্বত্বাধিকারী
দীপন। এ ধরনের ঘটনা আঁচ
করেই হয়তো ২৫ জুলাই
স্টেটাস দিয়েছিলেন ‘যুক্তি
খণ্ডানোর চেয়ে খুন করা
অনেক সহজ!’,

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: "যুক্তি
খণ্ডানোর চেয়ে খুন করা
অনেক সহজ!’,

যুক্তি বোঝেনা আর বোঝবেওনা মূর্খরা।।।

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হ্যা ভাই, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.