নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের গহীনে দহনে শুধু তোমায় খুঁজি,\nতুমি কি আমার হবে?

পারভেজ উদ্দিন হৃদয়

আমার সত্তা আজন্মা ভালবাসা তৃষ্ণা নিয়ে সুখে মরে যায়, অবিশ্বাসের কটাক্ষে

পারভেজ উদ্দিন হৃদয় › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী (কবিতা )

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:২১

হারিয়েছি যা হারাবার
দোষ ছিল না তাতে
কষ্ট হ্রদয় পাথর হত,
চোখের জলপাতে।
শুন্য আমি বন্য হয়ে
অরণ্যের ভিড়ে,
অষ্ট প্রহর কাটিয়ে দিতাম
ভাবনা নদির তীরে।

কেন এই পাথর ভাঙার
ইচ্ছে জাগে তোর,
কি লাভ হবে মরুর বুকে
তুললে রঙিন সুর?
ফের অবিকল মানচিত্রে
হারিয়ে গেলে তবে,
হ্রদয় ভাঙার দায়ভার
কে নিয়েছে কবে?

জড়াস না এই বিদ"মন,
ফেলে মায়ার জাল,
দোহাই লাগে করুণ অার্তি
যাস না ভুলে কাল।
পরপারের সুখের নেশায়
মত্ত আমি বেশ,
নাকের ডগায় সুঘ্রাণ আজ
গুরছে এলোকেশ।

আমি আজ অন্য মানুষ,
বদলে যাওয়া কেউ,
আমার সাহস নীন দরিয়ায়
তুলতে পারে ঢেউ।

তোর শহরে আমি আজ বড্ড
বেমানান,
মায়াবতি,ক্ষমা করিস
ভুলে অভিমান,

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: কষ্ট হৃদয় পাথর হত
সুন্দর

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ধন্যবাদ, ভাই আরণ্যক রাখাল

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:২৩

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা !

৫| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর কবিতা । করুন সুরে মনমুগ্ধকর । অনেক ভালো লাগা রেখে গেলাম ।

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা,
শুভ কামনা রইল,
গুলশান কিবরিয়া আপু

৬| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানিয়ে গেলাম

৭| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা,
সাদা মনের মানুষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.