![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা পরিসরে তেমন বড় মনে করিনা তবে আমর জন্য তেমন কম ও মনে হয়না যখন দেখি আমার মাধ্যমে কেউ একটৃ তৃপ্ত হচেছ একটু আনন্দিত হচ্ছে, আমার জন্য এটা মহা আনন্দের হবে যখন বুঝতে পারব অন্তত একটা মানুষ আমার কথায় আনন্দিত হয়েছে।এটুকুই আমার কাছে বড় পাওয়া। এজন্য মাঝে মাঝে একটা উপন্যাসের লাইন বলি.......................................... "অভিলাসী মন চন্দ্রে না পাঁক জোস্নায় পাঁক সামান্য ঠাঁই"
আজ একজনের সাথে কথা বলে রিতিমত ভর্কে গেসি তিনি নাকি একজন এল এল বি আর একটি ইস্কুলে র পরিচালক। অবশ্য তাকে ভয় পাইনি ভয় পাইসি এল এল বি জ্ঞান সম্পন্ন মানুষ এর ভাবনা দেখে। ছোট বেলায় বিদ্যালয়ে জাতীয় সংগীতের প্রথম ৪ লাইন পােঠর সময় দাড়িয়ে সম্মান প্রদর্শন করতাম এখনও করি।বড় হলাম পড়াশোনা শেষ করলাম হা তবে এল এল বি করিনি কিন্তুু মাস্টার্স ও এম বি এ করে এতটুকু বুঝেছি জাতীয় সংগীত আমাদের জাতির পরিচয় আর এই মহান সংগীতকে কিভাবে সম্মান দিতে হয়। আমরা সিনেমা হলেও দাড়িয়ে সম্মান প্রদর্শন করি যখনই জাতীয় সংগীত এর সুর বাজানো হয়। জাতীয় সংগীত প্রত্যেক বিদ্যালয়ে পাঠ করা অপরিহার্য তাই বলে বিদ্যালয়ের বিজ্ঞাপনে যা কিনা বিভিন্ন নাটক, চলচিত্র ইত্যাদিতে সংযুক্ত করে কেবল সংযোগের মাধ্যমে প্রচার কি সঠিক? আমার ধারনা মতে এতে করে জাতীয় সংগীত এর প্রতি সঠিক সম্মান প্রদর্শনে ব্যাঘাত ঘটছে। এই ধরনের এক বিজ্ঞাপন দাতা একটি কিন্ডারগার্ডেন এর পরিচালকের সাথে আলাপ এবং তাকে তার বিজ্ঞাপন সমন্ধে বল্লে সে উত্তেজিত হয়ে যায় এবং আমাকে বলে "আমি এল এল বি করেছি আমি যা করেছি সঠিক করেছি আর এলাকার. মেয়র ও অন্যান্য মাথাওয়ালা লোকই বলল ভাল হইছে
আর আপনে আইছেন ক্লেইম দিতে রাখেন মিয়া"। আমার কথা জাতীয় সংগীতের ব্যবহার করা বিদ্যালয়ে খুবই জরুরী কিন্তু বিজ্ঞাপনে, আবার নাটকের মাঝে মাঝে বিজ্ঞাপনে প্রদর্শনে জাতি কিভাবে এই মহান সংগীতের প্রতি সঠিক সম্মান দেখাবে তা এই এল এল বি ধারি এবং তিনি যাদের বরাত দিলেন তারাই ভাল বলতে পারবে । ন
©somewhere in net ltd.