নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেঁড়া পাতায় কথামালা

টুকিটাকি ভাবনাগুলো

রেজওয়ান

আমি তোমাদেরই কোন একজন ।

রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৬

বল মা 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান'।

'টাপুল টুপুল না'! উত্তর এলো দুবছরের খুকির কাছ থেকে।

সরি মা, আসলেই তো এখন বৃষ্টি হচ্ছে না।

বল মা 'হর্স'।

'হস না হস না, ঘোলা'।

হুম.. কতবড় সাহস আমাদের একই জিনিষের দুটো নাম বলছি। বাচ্চাদের সরল লজিকের কাছে পরাজিত।



একটি প্রশ্ন আমার মাথায় এসেছে। আমরা যে বাচ্চাদের প্রচলিত ছড়াগান শেখাই তার বিবর্তন কেন হচ্ছে না? কেন আমরা এখনও আউরে বেড়াচ্ছি 'শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান'? তিন কন্যে দানের মাহাত্য এখন কচি খুকিকে কিভাবে বোঝাব?



আমরা অনেকেই এখন নগর সংস্কৃতির অংশবিশেষ। কিন্তু ঔ সব ছড়াতে তার প্রতিফলন নেই । আমাদের বাংলা ভাষার সাহিত্য কি এতই দীন? বাচ্চাদের জন্যে প্রচুর আধুনিক ছড়া নিশ্চয়ই আছে। লুৎফর রহমান রিটনের 'ছড়াসমস্ত' পড়ছিলাম। কত সুন্দর সুন্দর ছড়া আছে:

"ভোর হলো দোর খোল

খুকু পড়ে বই

আমি ডাকি পুশি তুই

কই গেলি কই।"



কিন্তু আমরা কেন যেন সেই পুরনো ছড়াগুলোকেই অাঁকড়ে ধরে থাকি। বাজারে পাওয়া সংকলন গুলোতে আধুনিক ছড়াগুলোকে জনপ্রিয় করার উদ্যোগ নেই। এ যেন আমাদের সমাজের পেছনের দিকে তাকানোর স্বভাবেরই বহি:প্রকাশ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৩৬

অতিথি বলেছেন: রেজওয়ান,
হা হা হা। ঘোলা...
ওদের ধারণা...তাই তো- আমরা বড়রা খামাখা বাগড়া দেই।

আপনি ভালো একটা পয়েন্ট নোটিশ করেছেন...।
আসলে আমাদের দেশজ জিনিসের প্রতি আগ্রহের অভাবই এর কারণ বলে আমি মনে করি।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৫০

অতিথি বলেছেন: এটা মনে হয় এক ধরণের নষ্টালজী। আমরাও এই ছড়াগুলো আকড়ে ধরে আমাদের শিশুবেলায় ফিরে যাই।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:২১

অতিথি বলেছেন: হুমম তীরুদা,
কৃত্রিম এই নাগরিক জীবনে ছোটবেলার গন্ধটা নাকে পাবার লোভ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.