নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

নৌকায় উঠলো রাজাকার পুত্র!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

বরগুনা-২ আসনের উপনির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাথরঘাটা উপজেলার কুখ্যাত খলিল রাজাকারের সুযোগ্য পুত্র শওকত হাসানুর রহমান রিমন। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড দফায় দফায় বৈঠক করেও শেষ পর্যন্ত রাজাকারপুত্রকে নৌকার টিকিট দিলেন।



হ্যা! অনেকে নিশ্চয়ই বলবেন, বাপে রাজাকার ছিলো তাতে ছেলের কি? কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, রাজাকারের ছেলে-মেয়েরা রাজাকার মনোভাবাপন্ন হয় বেশিরভাগ ক্ষেত্রেই। পারিবারিক শিক্ষার গন্ডি থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। তাই রাজাকারের ছেলেরা স্বাভাবিকভাবেই শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ে। রিমনের নৌকায় ওঠার খবর শুনে তাই বরগুনা-২ এর অসংখ্য মুক্তিযোদ্ধারা চরম ক্ষুব্ধ, কেউ কেউ হতাশ।

রিমনের পিতা খলিলুর রহমান ছিলেন বরগুনা শান্তি কমিটির অন্যতম সদস্য। খলিলুর রহমানের বিরুদ্ধে পাথরঘাটা উপজেলায় হিন্দুদের সম্পদ লুট এবং মুক্তিযোদ্ধা হত্যার ঘোরতর অভিযোগ আছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

মোমেরমানুষ৭১ বলেছেন: এটাতো অস্বাভাবিক কিছু না।

."আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়..."-শেখ হাসিনা।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২

এই আমি রবীন বলেছেন: আমির খসরু মাহমুদ চেৌঃ, নবী চেৌধুরীর ছেলে, চট্টগ্রামের তৎকালীন ৮ আসনের জন্য নৌকা থেকে মনোনয়ন না পেয়ে বি এন পি তে যোগ দেয়।
তিনি ৩ বার ঐ এলাকা থেকে নির্বাচিত হন, মন্ত্রীও হন। তিনি আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতেও।

" অনেকে নিশ্চয়ই বলবেন, বাপে রাজাকার ছিলো তাতে ছেলের কি? " - এটা যেমন ঠিক,
"কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, রাজাকারের ছেলে-মেয়েরা রাজাকার মনোভাবাপন্ন হয় বেশিরভাগ ক্ষেত্রেই।" - এটাও ঠিক।

"যিনি মুক্তি যোদ্ধা তিনি সারা জীবন মুক্তি যোদ্ধা নাও থাকতে পারেন, তবে যিনি একবার রাজাকার তিনি সারা জীবন রাজাকার!"

তবু কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করাও কর্তব্য!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

বাবু ইসলাম বলেছেন: সরকার সাহেব বোধহয় প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.