নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।
ধূমপায়ীদের ধূমপান ত্যাগে সহায়তা করতে ইলেকট্রনিক সিগারেট উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। গবেষকরা এ কথা জানিয়েছেন। দ্রুত জনপ্রিয়তা পাওয়া এ যন্ত্রটি নিকোটিনযুক্ত বাষ্প তৈরী করে। এ সংক্রান্ত গবেষণা ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটিতে উপাস্থাপন করা হয়েছে।
ই-সিগারেট নিকোটিন হিট প্রদানের সঙ্গে সঙ্গে ধূমপানের সেন্সরি সেনসেশন বা ইন্দ্রিয়ের সংবেদনশীল অনুভূতিকে নকল করে। এভাবে যন্ত্রটি ধূমপান পরিত্যাগের চেষ্টায় মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটির একটি টিম ৬৫৭ জনের উপর প্রথমবারের মতো যন্ত্রটির ক্লিনিক্যাল পরীক্ষা চালায়। ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত গবেষণার ফলে দেখা যায়, এটি ব্যবহার করে ছয় মাস পর শতকরা ৭.৩ ভাগ লোক ধূমপান ছেড়ে দিয়েছে।
সূত্রঃ বিবিসি
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
রাখালছেলে বলেছেন: ছবি থাকলে বুঝতে সুবিধা হত।