নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।
কাপটা নকল! কাঁসা দিয়ে বানানো। কাঁসার তৈরী একটি কাপই প্রতি ফুটবল বিশ্বকাপের আগে ফিফার সদস্য দেশগুলোতে ঘুরে বেড়ায়। এই কাঁসার কাপটিকেই ঘুরিয়ে ফিরিয়ে টিভি পর্দায় দেখানো হয় বিশ্বকাপের আগে-পরে বেশ কয়েক মাস। ঐ কাঁসার কাপটিকেই ফিফা মিডিয়ার সামনে ডিসপ্লে করেন যখন প্রয়োজন তখনই। মাসাধিককাল অপেক্ষার প্রহর শেষ হলে যখন চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ হাতে নিয়ে উল্লাসে ফেটে পড়ে, ওটা মূলতঃ কাঁসার কাপ! নকল কাপ!! ফিফার পক্ষ থেকে ওই কাঁসার কাপটিকেই তুলে দেয়া হয় চ্যাম্পিয়ন দলের হাতে। ওই কাঁসার কাপ নিয়েই চ্যাম্পিয়ন দল নিজের দেশে গিয়ে সারা দেশময় ঘুরে বেড়ান, কাপ দেখিয়ে জাহির করেন নিজেদের যোগ্যতা। ঔই কাঁসার কাপটাই বিজেতা দেশের আজীবনের সম্পদ হিসাবে থেকে যায় তাদের কাছে। ওই কাঁসার কাপ নিয়েই বড়াই চলে বছরের পর বছর, দশকের পর দশক। রাশিয়ায়ও ওই একটা কাঁসার কাপের জন্যই এতো আয়োজন।
সোনার কাপটা তাহলে গেলো কোথায়?? না ওটা চুরি যায়নি, রাখা আছে ফিফার নিজস্ব তত্ত্বাবধানে এবং নিরাপদে। ইতিহাসটা একটু বলা প্রয়োজন। ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে কাপ ঘরে তোলে। খেলাটা হয়েছিলো ইংল্যান্ডেই। আর ঐ কাপটা ছিলো আসল কাপ, সোনার তৈরী। কিন্তু ঐ বছরই লন্ডনের একটা প্রদর্শনী থেকে তখনকার ঐ আসল বিশ্বকাপটা চুরি হয়ে যায়। তবে আশার কথা হচ্ছে, গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড একটি কুকুরের সহায়তা নিয়ে বিশ্বকাপটি একটি বাগানে পুতে রাখা অবস্থা থেকে উদ্ধার করে। এরপর ফিফা আইন করে যে, আসল বিশ্বকাপ নিতে গেলে তিন বার বিশ্বচ্যাম্পিয়ন হতে হবে। তিনবার কোন দেশ যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তখন তাকে আসল কাপ চিরদিনের জন্য দিয়ে দেয়া হবে। ১৯৭০ সালে ব্রাজিল তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং তাদেরকে সোনার তৈরী আসল বিশ্বকাপ দিয়ে দেয়া হয়। যদিও ব্রাজিল তাদের বিশ্বকাপটি নিরাপদে রাখতে পারে নি। ১৯৮৩ সালে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনারিও থেকে ব্রাজিলের বিশ্বকাপটি চুরি হয়ে যায়। ঐ চুরি যাওয়া স্বর্ণের কাপটি ব্রাজিল আর উদ্ধার করতে পারে নি।
১৯৭০ সালে ব্রাজিলকে কাপ দিয়ে দেয়ার পর ফিফা ১৯৭৪ সালের বিশ্বকাপের জন্য কাপের ডিজাইন পরিবর্তন করে। নতুন কাপ তৈরির সাথে সাথে ফিফা আইনও পরিবর্তন করে। পরিবর্তিত আইন অনুসারে ফিফা আর কোন চ্যাম্পিয়নকেই আসল কাপ দিবে না। দিবে একটি কাঁসার তৈরী নকল কাপ। আসল কাপটি ফিফার হেফাজতেই নিরাপদে থাকবে। ১৯৭৪ সালের বিশ্বকাপ থেকে ফিফার নতুন কাপ আর নতুন আইন অদ্যাবধি বহাল আছে।
বিশ্বকাপে এবার দল হিসাবে ইটালীর উপস্থিতি নেই। তবে অন্য হিসাবে ইটালীর উপস্থিতি রাশিয়া বিশ্বকাপে ভালমতোই আছে। ফিফা ১৯৭০ সালে নতুন কাপের জন্য ডিজাইন আহবান করে। পরে বিশ্বকাপের ৫৩টি নতুন ডিজাইনের মধ্য থেকে যে ডিজাইনটি মনোনিত হয়, সেটি ছিলো ইটালীয়ান ডিজাইনার সিলভিও গাজ্জানিগার ডিজাইনকৃত কাপ। প্রতি ফুটবল বিশ্বাকাপের আগে নির্ধারিত সময়ে সিলভিও গাজ্জানিগার মালিকানাধীন ইটালীর সেই একই কারখানা থেকেই কাঁসার তৈরী হুবহু নকল একটি কাপ ফিফার কাছে পোঁছায়। সেই কাঁসার নকল কাপই সারা বিশ্ব পরিভ্রমণ করে বিশ্বকাপ আয়োজক দেশে গিয়ে হাজির হয়। এবারের কাঁসার কাপটির বর্তমান অবস্থান এখন রাশিয়ায়। বর্তমানের আসল বিশ্বকাপটির উচ্চতা সাড়ে চৌদ্দ ইঞ্চি এবং এটি ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরী যার ওজন ৬ কেজি ১৪২ গ্রাম। আসল কাপ রাশিয়ায় যায় নি, যাবেও না। তাই লড়াইটা মূলত ঐ কাঁসার কাপের জন্যই। সিলভিও গাজ্জানিগারের নতুন তৈরী কাঁসার কাপটিই ফিফার পক্ষ থেকে তুলে দেয়া হবে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের হাতে।
হ্যাঁ, এটা সত্যি যে সোনার কাপ দেয়ার বদলে কাঁসার কাপ দিলেও বিশ্বকাপের সম্মান, জনপ্রিয়তা, ঐতিহ্য বা বিশ্বকাপ নিয়ে দুনিয়াব্যাপী উন্মাদনা মোটেও কমেনি। এমনাটা হতে পারে যে বিষয়টি সাধারণ ফুটবল দর্শকরা জানলে কাপ নিয়ে উন্মাদনায় ভাটাও পড়তে পারে। যেমন ব্রাজিল বিশ্বকাপের কাঁসার কাপটা ২০১৩ সালে কোকাকোলার স্পন্সরে বিশ্বভ্রমণের পথে যখন ঢাকায় আসে, সে কি উল্লাস! বিশেষ বিমানে করে আসা, বিশেষ নিরাপত্তা, টিকিট দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখা... কাঁসার কাপ জানলে আমার মনে হয় না সাধারণ মানুষ বা সরকার এতকিছু করতো!! তবে কাপটা নকল হলেও খেলাটা যেহেতু আসল তাই বিশ্বকাপ খেলার সময় কাপ নিয়ে মাথা ঘামানোর কোন সময় নেই.. প্রয়োজনও নেই। বিশ্ব প্রতিযোগিতা জেতাই আসল কথা, হোকনা সে কাঁসার কাপ!!! ফুটবলের মজাই আসল কথা... জয়ীদের বাঁধভাঙ্গা উল্লাস আর পরাজীতদের হতাশা, কন্নাই আসল কথা... হোকনা সে মাটির কাপ। তাই মাতামাতি হোক ফুটবল নিয়ে, জয়ী হোক বিশ্ব ফুটবলের আলো ঝলসানো ক্রীড়ানৈপূণ্য। ভুলে যান কাঁসার কাপের ইতিহাস!!
পাঠক লাল গোলদার
২১ জুন ২০১৮
[email protected]
২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৫৪
রোকনুজ্জামান খান বলেছেন: নতুন ইতিহাস জানা হলো ।
আচ্ছা কাপটি কাসার ভালো কথা ,,,,,
এই কথাটি গোপন করেছিল কেন?
ব্রাজিল কাপ টি হারানোর পরেও
মিডিয়াতে কেন সে খবর ছাপা হলো না ।
আমার নতুন পোষ্টে একবার ঘুরে আসার আহ্ববান রইল।
আপনাদের অণুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?
৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:০০
পাঠক লাল গোলদার বলেছেন: আসলে ফিফা এই ইতিহাস প্রচার করে নি। তবে গোপনও করেনি। আপনি ফিফার ওয়েবসাইটে গেলেই পুরো ইতিহাস দেখতে পাবেন।
৪| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: খুব টেনশনে আছি।
আজ আমাদের খেলা।
৫| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০১
ন্যায়দন্ড বলেছেন: আপনি কোন দল।
৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩
ক্স বলেছেন: একটা ১৮ ক্যারেটের ৬ কেজি ওজনের ট্রফি সোনা নিয়ে বানাতে কয় টাকা খরচ হয়? বিশ্বের সবচেয়ে ধনী সংস্থা ফিফার কি সেই অর্থের অভাব? তাহলে এই কাঙালিপনার অর্থ কি? একটা চ্যাম্পিয়ন দলকে যে প্রাইজমানি দেয়া হয়, তা দিয়ে তো এরকম ১০টা ট্রফি অনায়াসে বানানো যায়।
৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৫
নতুন বলেছেন: খেলার সময় আসল কাপটি ফাইনালের শেষে উজ্জাপনের জন্য দেওয়া হয়.... তবে যখন চ্যাম্পিয়ান টিম বাড়ী যায় তখন তাদের রেপ্লিকা দেওয়া হয় সাথে নিয়ে যাবার জন্য।
৮| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসল(স্বর্ণের) কাপে সাল সহ বিজয়ী দলের নাম লেখা থাকে এটাই বা কম কিসে??
২০৩৮ এর পর নতুন কাপ আসবো!
কিন্তু কেন??
৯| ২২ শে জুন, ২০১৮ রাত ১২:১১
ক্লান্ত জাহাজী বলেছেন: আপনার লেখা পড়ে খুব ভাল লাগল। আপনাকে আমাদের পেজে লেখার আমন্ত্রণ জানাচ্ছি।
পেজ লিঙ্কঃ https://web.facebook.com/3.Aranyok/
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৮
কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন ও বলেছেন