নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pathorer kanna

momotazmita

momotazmita › বিস্তারিত পোস্টঃ

স্পর্শহীন ভালবাসা

১২ ই জুন, ২০১৭ রাত ২:৪০

মৃওিকার ভালবাসায় আছে ছোয়াঁ, হাত বাড়ালে পাওয়া যায় তাকে।আর আকাশের ভালবাসা হলো সীমাহীন হাত দিয়েও ধরতে পারবেনা।রহস্যময় এই ভালবাসা। মাঝে মাঝে ওদের দেখে মনে হয় শেষ প্রান্তে দুজন মিশে একাকার হয়ে গেছে। অথচ পাবেনা কেউ কাউকে নিওতির লিখা। তবু দুজন দুজনকে না ছুয়েই ভালবেসে যাচ্ছে আজীবন। কাছে না এসে অসীম আনন্দে সৃস্টির আদি থেকে অন্ত পর্যন্ত ভালবেসে যাবে। আকাশ কখনো কস্টে অশ্রুগুলো মৃওিকাকে দিয়ে দেয়। আাবার কখনো মৃওিকাকে না পাবার কস্টে ঝড়ো হাওয়া বইয়ে দেয়। আর মৃওিকা অসীম ধৈর্য নিয় গ্রহন করে সব কিছু। আবার তার কাছে থাকা কাশ ফুল গুলো উড়িয়ে দেয় আকাশে, বসন্ত ঋতু ফুলের ঘ্রান দিয়ে মাতাল করে দেয় আকাশকে। রাগ, অভিমান সব নিয়ে ভালবাসা । কখনো আনন্দে গর্জে উঠে মৃওিকার উপর, কখনও বা শীতল হাওয়ায় মৃওিকার অভিমান ভাঙ্গায়। অপূর্ব এই ভালবাসা রাতের আধারে চাদের আলোয় চেয়ে থাকে অবাক হয়ে দেখে। ভালবাসি, ভালবেসে যাব আজীবন দুরথেকে দুজন দুজনায়। হয়তো পৃথিবীর অন্ত পর্যন্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.