![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার সীমারেখাটা খুবই অল্প। সীমানার ভিতর দিয়ে আকাশটাকে ছুঁয়ে দেখতে চাই, অনুভব করতে চাই বাতাসকে। দেখতে চাই সূর্যউদয়। চারিদিকে লাল আভা ছড়িয়ে পুরো আকাশটাকে আলিঙ্গন করাকে। পাখির কলকাকলিতে ভরা আর নদীর বয়ে চলা জলের শব্দ শুনতে চাই। শুনতে চাই বাশীর সুর, হাটতে চাই আকাবাকা মেঠো পথ দিয়ে। দেখতে চাই ফসলের মাঠ। প্রাণ খুলে হাসতে চাই, আনন্দে চিৎকার করতে চাই আর বলতে চাই আমি স্বাধীন ,আমি স্বাধীন।বুক ভরে নিঃশ্বাস নিতে চাই।চোখ মেলে উপভোগ করতে চাই সৃষ্টির এই অপার সৌন্দর্যকে।মনের গভীর থেকে বের কর দিতে চাই কালো রংগুলোকে। জ্বেলে দিতে চাই আলো। পরাধীনতার সীমানা গুলো হয়তো এই ইচ্ছা গুলো থেকেও শক্ত, কঠিন। তবুও ডানা মেলে উড়তে চাই আকাশে। নিজের বেড়াটাকে অতিক্রম করতে চাই, পরাধীনতার বাধনটাকে ছিড়ে ফেলে চিৎকার জানাতে, আছি তোমাদের মাঝে। তবুও আছি।অদৃশ্য দাসত্বের বেড়াজালে।
©somewhere in net ltd.