![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু স্বপ্ন শুধু দেখতে ভাল লাগে,
কোন এক ছায়া গুছিয়ে রাখা হয় হৃদয়ের আলমারিতে,কোন কণ্ঠ বার বার শুনতে চায় মন, কোন হাসি হৃদয়ের আধারে জোনাকি পোকার মতো জ্বলে থাকে, কিছু সময় স্থীর হয়ে থাকে চোখের আড়ালে, কিছু কষ্ট সাথী হয়ে যায় সারাজীবন, কিছু চাওয়া অপূর্ণ থেকে যায়,কিছু ভালবাসা কখনো প্রকাশিত হয় নয়, কিছু ভাল লাগা কখনো বলা যায় না, কোন আঘাত সারাজীবন রক্ত ঝরায়, কিছু ভুল কখনও ঠিক হয় না। বিশ্বাস গুলো বার ভেঙ্গে যায়, কোন পথ হয়তো একা একা চলতে হয়। এত আঘাত, এত স্মৃতি, এত নিরাশা তার পরও মানুষ বেঁচে থাকে। আর সবার মাঝে হয়তে এমন কিছুর আছে যা একান্ত নিজে বয়ে বেড়ার সে সবার অগোচরে। তারপরও সে দৌড়ায় একটুকু সুখের আশায়। এটাই মানুষের স্বাভাব আর এটাই আমাদের জীবন। আপন আঘাত, আপন কষ্ট, আপন ভাল লাগা স্বযত্নে ভরে রাখে হৃদয়ের আলমারিতে। আর ছুটে চলে আবার নতুন কিছুর আশায়। অবুঝ এই জীবন আর অপূর্ণ কিছু আশা।
©somewhere in net ltd.