![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিস্তব্ধতার পৃথিবীটা তুমি,
নিস্তব্ধ পৃথিবীর অপরূপ নিঃসঙ্গতাও তুমি,
নির্ঘুম রাতের স্বপ্নটাও তুমি, কতকাল দেখতে চাইনি ইচ্ছে করে,
জেগে থেকেছি রাতের পর রাত ঘুমেও আর দেখবো না বলে।
দখিনার ঝিরঝির হাওয়া মনে হলো কত কাল বন্ধ করে রেখেছিলাম আসতে দিবো না বলে।
গোধূলীবেলা হাটতে যাইনি তোমাকে পাবো না বলে।
বৃষ্টিকে ছুঁয়ে দেখিনি তুমি পাশে নেই বলে।
রংধনুর রংগুলোকে দুর থেকে দেখেছি তুমি এনে দিবে ভেবে,
রাতের জোছনা গায়ে মাখি নাই তুমি দেখবে না বলে।আমার নিস্তব্ধতার সব শব্দগুলো তুমি।
আমার আধাঁর রাতের তারা গুলো তুমি।
তুমি নেই তাই হারিয়ে গেছে সব ভাষা,
বেঁচে আছে তোমার দেওয়া এই নিস্তব্ধ পৃথিবীটা শুধু তোমারই অপেক্ষায়।।
২১/০৭/১৭
©somewhere in net ltd.