নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভুল,অন্যায় করে থাকে যা স্বাভাবিক ৷আমার কোনো লেখায় ত্রুটি পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই সংশোধন করার পথ দেখিয়ে দিবেন আশা করি ৷ আমার সম্পর্কে এতটুকুই বলব লেখতে ভালোবাসি ৷

পাল অনিক

আমি একজন সাধারন ব্যক্তি মাএ ৷লিখতে পছন্দ করি ৷যা ভালো লাগে তা ই লিখি

পাল অনিক › বিস্তারিত পোস্টঃ

পরাজয় কিংবা ব্যর্থতা ভুলে যান,কিছু করুন. কিছুটা কি বৎস !

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০

যাহার নিজের বাসায় সুখ নেই তাহারা অন্যের সুখ দেখিতে পারেনা, কষ্টে শরীর কিলবিল কিলবিল করে এবং তাহারা সুখের ব্যস্তানুপাতিক হওয়ায় অন্যদের সমানুপাতিক হালে দেখিলে শরীরে লাভার সমন্বয়ে গড়া আগুনের ফুল্কিতে পিছলাইয়া পড়ে।

-ইহা জনৈক ব্যক্তির সুত্র, ভবিষ্যতে পাঠ্য বইতে এড করানো হইবে নাহিদ কাকু বলিয়াছেন

মানুষ কিছু কিছু সময় বেশ ফ্রাস্ট্রেশনে ভোগে,যাহার কারন সুখ পালায় জানালা দিয়ে। হয়তো ফ্যামিলির কারনে,হয়তো রেজাল্ট খারাপ বা চাকরী না পাওয়া কিংবা প্রেম /বউ ইত্যাদি ইত্যাদি । এসময়গুলাতে মানুষ দারুন রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। আবার কেউ আপনাকে অনেক মানুষের সামনে বকাঝকা করলো তার উপর দারুন ক্ষেপে গিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করলেন। আচ্ছা দেখুনতো আপনি পৃথিবীতে যে আসলেন ভালো কি কাজগুলা করেছেন যে অন্যরা আপনাকে দেখে শিখবে ? কিছু করুন।

এখন যদি জিজ্ঞাসা করেন কি করবেন সেটাও বলছি । আপনাকে কেউ কটুক্তিকর মন্তব্য করলেও হঠাৎ করেই সিদ্ধান্তে অবিচল হবেন না। বরং ঐ সময়ে কথা না বাড়িয়ে ভাবুন কেনো আপনার হেটার্স থাকবে? কি করলে বা তাদের সাথে কিরকম ব্যাবহার করলে তারা আপনাকে অনুসরন করবে। তাদের কিছুদিন ফলো করুন, তারা কেনো এগ্রেসীভ এবং বোঝার চেষ্টা করুন এরকমটা হলে মানুষ পছন্দ করে না কেনো। মানুষ হিসেবে দিনশেষে সকলেই চায় কিছু একটা করতে। কেউ লজ্জায় করতে পারেনা কিংবা অন্যান্য কারন থাকে।

আপনি যদি একান্তই কিছু করতে না পারেন তাহলে নিজের পড়াশোনায় কিংবা কাজকর্মতে মনোযোগ দিন এবং পাশাপাশি সাধ্যমতো সকলকে সহায়তা করুন। সহায়তা করতে কাউকে না পেলে পথে অনেক গরীব মানুষ দেখতে পাবেন, তাদের সাহায্য করুন। দেখতে না পেলে আমাকে জানাবেন দেখিয়ে দিবো। দেখবেন সুখ কি, বুঝতে পারবেন কেনো পৃথিবীতে আসিয়াছেন।

[বি:দ্র:মুঠোফোনে টাইপ করায় ত্রুটি থাকতে পারে,দয়া করিয়া বুঝিয়া লইবেন ]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার সুখ দুরকমের।। একটা ব্য্যাক্তিগত, অন্যটা সমষ্টিগত।। প্রথমটাতে আমার সুখের জুড়ি নেই।।।। অভাব শুধু দ্বিতীয়তে।। আর সেটা পূরনও হবে না!!

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৪

পাল অনিক বলেছেন: আপনি আপনার মনকে যেভাবে বোঝাবেন, মন সেভাবেই বুঝবে। অনেকের মাঝেও ভালো থাকা যায়। নিত্যদিনের প্যারা সরিয়েও অন্যের তথা সমষ্টি নামক অঞ্চলেও চাইলেই সুখী হতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.