নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভুল,অন্যায় করে থাকে যা স্বাভাবিক ৷আমার কোনো লেখায় ত্রুটি পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই সংশোধন করার পথ দেখিয়ে দিবেন আশা করি ৷ আমার সম্পর্কে এতটুকুই বলব লেখতে ভালোবাসি ৷

পাল অনিক

আমি একজন সাধারন ব্যক্তি মাএ ৷লিখতে পছন্দ করি ৷যা ভালো লাগে তা ই লিখি

পাল অনিক › বিস্তারিত পোস্টঃ

রিভিউ-ঢাকা অ্যাটাক মুভি

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২৮


*দীপঙ্কর কাকুর ঢাকা অ্যাটাক মুভিটি পাইরেসি না করে হলে গিয়ে দেখে আসুন

*এইচডি ভিডিও করে পাইরেসি করার সুযোগ আমারো ছিল,শুধু শুধু দেশের ক্ষতি করে কি লাভ ! /:)



-- অদিত কাকুর গান -পথ যে ডাকে গানটি বেশ ভালো লেগেছে ।

মুভিতে আরিফিন শুভ ভাই'কে পুরোই ভিন্ন আঙ্গিকে দেখা গেছে । গতানুগতিক বাংলা সিনেমার নায়কের সাথে মিলিয়ে ফেললে মারা খাবেন !
মাহি আপুকে নিয়ে যা-ই ভাবেন না কেনো আমার কিন্তু সেই লেগেছে :P । অনেকেই বলেছেন তাকে কেনো নিলো । এক্সপ্রেশন একটু কেমন কেমন হলেও বাংলাদেশের অন্য নায়িকাদের তুলনায় ভালোই অভিনয় করেছে বলা যায় ।


মুভিতে এরকম কিছু সিক্যুয়েন্স ছিল যেটা দেখলে এরপর কি হল' ধরনের প্রশ্ন মাথায় আসা শুরু করবে । ফান,একশান,প্রেম পিরিতি সবই ছিল, 'কিন্তু' ভিন্ন আঙ্গিকে । এতদিনের বাংলা সিনেমার সহিত মিলাইলে ভুল ভাবছেন ।
মাঝে যখন মিনিট পাচেকের একটা বিরতি দিবে তখন আপনি মনে মনে বলে উঠবেন -ক্যান ভাই বিরতির কি দরকার !


মুভিতে একশান ছিল অন্য ধাচের ।প্রথমে তো ভেবে বসেছিলাম কিরে ভাই মুভি তো একশান ছাড়া জমে না,পরে দেখি ভালোই জমেছে । মাঝে মাঝে হলে হাততালি আর ক্ষানিকটা বিজয়ের হাসির শব্দ শুনতেও খারাপ লাগেনি ।

তবে মুভির শেষ একটা যায়গা খারাপ লেগেছে ।শেষে গিয়ে রিমোট কন্ট্রোল বোম্ব এর রিমোট টা যখন আরিফিন শুভ ভাই নিলো ,তখন বাংলা লাফ দিয়েছে ,আনরিয়েলেস্টিক ফিল চলে এসেছিল একটা । যতক্ষন ধরে আকাশে উড়লো পুরো বডি সুপারম্যান টাইপ স্টাইলে ছিল

এটাই মনেহয় তাদের একটা বড় ভুল ছিল ,তাও শেষের দিকে মুভির ।এছাড়াও কিছু ছোটোখাটো সিলি ভুল ছিল । যেকারনে বলবোনা পুরো পার্ফেক্ট ছিল ।


বাদবাকি মুভির পুরো অংশে আলগা মজা ছিল ,না দেখলে যেগুলা আসলেই মিস করবেন ।
যেমন ভিলেন এর পার্টটা ছিল পার্ফেক্ট ।মাথায় সুন্দর কুবুদ্ধি আর পার্ফেক্ট ভিলেন ক্যারেক্টার নিয়ে অভিনয় সম্পন্ন করেছে । তার ক্যারেক্টারের ফানগুলাও ছিল দারুন,যা হলের মানুষকে হাসাতে বাধ্য করেছে ।


মুভি দেখা শেষে অন্তত এটা বলতে পারবেন না যে টাকা টা জলে গেলো । বের হয়ে একটা শয়তানি হাসি দিবেন-ই চ্যালেন্জ করছি ।


--
----_------ মধুমিতায় মুভি দেখার প্ল্যান ছিল প্রথমে ।ব্যস্ততা আর পরীক্ষার জন্য সময় করতে করতে সেখানেও দেখি মুভি শেষ ।বন্ধু খবর দিল অভিসারে চলছে ।

টিকেটের দাম ৫৭.২০ টাকা । যদিও দালাল দিয়ে টিকেট নিয়েছি প্রতিটা ৯০ টাকা করে । দামাদামি না করে বলেছিলাম উপরে মাঝের সিট দিতে ,পরে দেখি ঠিকই দিয়েছে ।লাইনেও কষ্ট করে দাড়াতে হলো না B-)

ভাববেন না যে দালাল দের পক্ষে আমি,তাদের বিরুদ্ধে ছিলাম সবসময় আজও আছি ।তাই পুরোটা সময় তাদের ভিডিও করে এনেছি । হয়তো কোনোদিন প্রমান এর সময় লাগবে :D


***অনেক ভুজুং ভাজুং করলাম ।হলে গিয়ে দেখুন আর দেশের চলচ্চিত্র'কে মজবুত করে তুলুন ।পাইরেসি হলে পুলিশকে জানান অথবা আমাকেও জানাতে পারেন ,পুলিশকে জানাতে হেল্প করবো ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৪

আবু তালেব শেখ বলেছেন: শুনেছি হেলমেট ছাড়া অপারেশন, এক রিভলভার দিয়ে সমস্ত ভারী অস্ত্রের মোকাবেলা হয়ে বাংলা স্টাইলে।
যদিও এখনো দেখা হয়ে ওঠেনি

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো রিভিউ হয়েছে।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

পাল অনিক বলেছেন: ছোটোখাটো ভুল ছিল মানছি,কিন্তু পুরো ছবিটা দেখলে এগুলা মাথায় থাকবেনা । 'পুরোপুরি পার্ফেক্ট' হবে ধীরে ধীরে । হলে গিয়ে দেখে ফেলুন

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

পাল অনিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.