![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ বিপদে পড়লে অনেকেই বলে আমার কি? আমি কেন সাহায্য করবো? সাহায্য করে আমার কি লাভ? তাদেরকে বলছি, লাভ আছে। কখন কার বিপদ এসে পড়ে তা কেউই বলতে পারে না। হয়তো আজ আপনার বিপদ ঘটলো না অন্য কারো ঘটলো,কাল যে আপনার সেরকমই কোনো কিছু হবেনা সে নিশ্চয়তা আপনি দিতে পারবেন? তাই বলি অন্যের সাহায্যে এগিয়ে আসুন। যদি আপনাকে দেখে আরও দুইজন এগিয়ে আসে,সে ব্যাপারটা কি ভালো নয়? আজ আপনি কাউকে সাহায্য করলে, কাল দুজন আপনাকে সাহায্যর জন্য এগিয়ে আসবে।
দেশের উন্নয়ন করার কথা বললেই অনেকেই বলেন, সরকার আছে। তাদেরকে বলছি, দেশটা আমাদের সবার। দেশের জন্য কিছু করতে মন যদি সায় না দেয়, তবে মনে মনে এটাই চিন্তা করুন যে, ভবিষ্যতে আপনার সন্তান এই দেশেই বাস করবে। যদি আপনি এখন দেশকে সুন্দরভাবে সাজাতে না পারেন তবে এক সময় আপনার সন্তান,আপনার পরিবারই এর ফল ভোগ করবে।
দেশটা সরকারের না, দেশটা আমার, আপনার, সবার। দেশের প্রতি দায়িত্ব সরকারের না, দেশের প্রতি দায়িত্ব দেশে বসবাসরত প্রতিটি মানুষের।
©somewhere in net ltd.