নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা যার নিজ থেকে জাগে না, একটা খোঁচা দিয়ে চেষ্টা করুন, হয়তো জাগতেও পারে।

পল লিয়ান

আগে নিজে জানতে চাই, নিজের সম্পর্কে

পল লিয়ান › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে সখী

১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

ভালোবেসে সখী নিভৃতে যতনে...



-হ্যা বল।

-কোথায় তুই?

-এইতো রাস্তায়। হাটছি।

-ও, একা নাকি সাথে কেউ আছে?

-সাথে আবার কে থাকবে?

-নাহ, থাকতেও তো পারে, বিশেষ কেউ?!

-দেখ রুম্পা, একদম ফালতু কথা বলবি না বলে দিলাম। তুই ভালো করেই জানিস আমার কেউ নেই।

-রেগে গেলি, রুমান? এতো রাগ করার কি আছে। আমি তো এমনি মজা করছিলাম।

-তোকে বারবার বলেছি, এই ধরনের মজা আমার সাথে করবি না। আমার ভালো লাগে না।

-আচ্ছা ঠিক আছে আর করবো না।

-মেজাজটাই খারাপ হয়ে গেল। মনটা খারাপ ছিল, এখন মেজাজটাও। :(

-মন খারাপ??? কেন, কি হয়েছে?

-কিছু না, এমনি।

-মন ভালো করে দেই?

-কিভাবে?

-আমার হাত ধর, দুজন একসাথে হাটি।

-কিভাবে?? আমরা তো ফোনে??

-আহা, কল্পনা করবি!! আমি আর তুই একসাথে হাত ধরে হাটছি!!!

-ও আচ্ছা, আগে বলবি তো।

-এই শোন, কল্পনার নেপথ্যে সাথে এই গানটাও বাজবে।

-কোন গানটা??

-ওই যে, তোর ওয়েলকাম টিউন আর মোবাইলের রিংটোনে যেটা বাজে!!!

'ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.