নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা যার নিজ থেকে জাগে না, একটা খোঁচা দিয়ে চেষ্টা করুন, হয়তো জাগতেও পারে।

পল লিয়ান

আগে নিজে জানতে চাই, নিজের সম্পর্কে

পল লিয়ান › বিস্তারিত পোস্টঃ

চোরের মায়ের বড় গলা

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

একটা প্রবাদ বাক্য আছে না, 'চোরের মায়ের বড় গলা', বর্তমানে কিন্তু অনেক চোরই এরকম বড় গলায় কথা বলছে।

আসলে ব্যাপারটা পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত। প্রশ্ন যেভাবে হোক ফাঁস হইছে, ছাত্র-ছাত্রীরা ওই প্রশ্ন পড়ে ধুমায়া পরীক্ষা দিছে। কিন্তু যখন কেউ এটা বলতে যাচ্ছে, তখন লজ্জা পাওয়া তো দূরের কথা উলটা তাকে গালিগালাজ করা হচ্ছে। দেশটা আসলে কোথায় গেছে বুঝতে পারছেন??

লজ্জা জিনিসটা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে আমাদের মধ্যে থেকে।

যারা সাড়া বছর কষ্ট করে পড়েছে, পরীক্ষার আগের রাতে কোনো প্রশ্ন পায়নি, আসলে তাদের কষ্ট পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কারণ তারা সাড়া বছর কষ্ট করে তারপর ভালো রেজাল্ট করে, কিন্তু যখন দেখে যে একজন খারাপ ছাত্র সাড়া বছর না পড়ে কোনো মতে পাশ করতো তারাও এ+ পায় তাদের অবশ্যই খারাপ লাগার কথা।

এখন প্রশ্ন জাগতে পারে যে, 'তাহলে দুই বছর কষ্ট করে পড়ে লাভ কি??

আমি বলছি লাভ আছে। তুমি দুই বছর যা পড়েছ, যা শিখেছ তা কিন্তু পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া ওই ছেলে শিখতে পারেনি। কলেজে ক্লাস করে তুমি যে গঠন মূলক শিক্ষা পেয়েছ, তা কিন্তু ক্লাস না করে সারা বছর আড্ডাবাজ, ঘোরাফেরা করা ছেলেটি শিখতে পারেনি।

আর এই প্রমাণটা কখন পাওয়া যাবে জানো?? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়/ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করে সসম্মানে পড়ার সুযোগ পাবে, আর ওই ছেলে ভর্তি হবার নূন্যতম মার্ক/ পাশ মার্ক পাবে না। তার এ+ এর বড়াই ওই ভর্তি পরীক্ষার আগের তিন মাস, তারপর সে এমনিতেই চুপসে যাবে। তারপরও যদি কোনো ভাবে সে সেখানে সুযোগ পেয়ে যায়, তবুও তুমিই এগিয়ে থাকবে, কারণ তুমি তার চেয়ে অনেক বেশি জানো, তার চেয়ে তোমার দক্ষতাও বেশি। তুমি তার থেকে খুব দ্রুততার সহিত এগিয়ে যেতে পারবে। আর সেই ছেলে পাবলিক বিশববিদ্যালয়ে চান্স না পেয়ে এ+ এর জোড়ে স্বল্প খরচে হয়তো প্রাইভেটে পড়ার সুযোগ পাবে, আজকাল ওই সব ভালো ভালো প্রাইভেটে ভর্তি হতে হলেও ভর্তি পরীক্ষা দিতে হয়, আর স্বল্প খরচ বহাল রাখতে অনেক ভালো রেজাল্ট করতে হয়। কিন্তু যার কোনো ফাউন্ডেশন/ ভিত্তিই নেই সে কিভাবে ভালো রেজাল্ট করবে???

তাই এখন এইসব চিন্তা ভাবনা না করে নিজের মত পড়ে, তারপর পরীক্ষা দেয়াটাই যুক্তিযুক্ত হবে। তুমি আগে যা পড়েছ তার একটা ঝালাইও হয়ে গেল, তারপর পরীক্ষার পর তিন মাস ভালো ভাবে প্রস্তুতি নিলে অবশ্যই তুমি পাবলিক বিশববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।

সব কঠোর পরিশ্রমী ছাত্র-ছাত্রীদের প্রতি রইল শুভ কামনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.