![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো দেশের পতাকা সে দেশের প্রতীক, দেশের স্বীকৃতির প্রতীক, স্বাধীন দেশের প্রতীক। পতাকা কোনো ফাইজলামীর বিষয় না।
সামনে বিশ্বকাপ ফুটবল, সেখানে বাংলাদেশ খেলবেনা, আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি ইত্যাদি দেশের , নিজে যে দেশের সাপোর্ট করি সেদেশের পতাকা লাগাবো। কিন্তু আমরা কি একবার ভেবেছি, আমাদের বাংলাদেশের অবস্থানটা তখন কি হবে??
আমারা স্বাধীন একটা দেশে বাস করি এটা বুঝতে হবে। হ্যাঁ সাপোর্ট করব, কোন দল ভালো খেলেছে কোন দল খারাপ খেলেছে তা নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা করব। কিন্তু একটা বিষয়ে লক্ষ্য রাখবো, আমরা যে দেশে জন্ম নিয়েছি, যে দেশে বাস করি সে দেশের যেন কোনো অসম্মান না হয়।
আমাদের যেহেতু একটা স্বাধীন দেশ আছে, স্বাধীনভাবে বাস করছি একটা দেশে, সেহেতু আমাদের নিজেদের একটা পতাকাও আছে সেটা ভুলে গেলে চলবেনা। অনেকেই বাসার ছাদে বিভিন্ন দেশের পতাকা লাগাবেন বা লাগিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আপনাদের কি মনে হয়না, আমরা আমাদের দেশের সাথে অনেক বড় একটা অন্যায় করছি?? আমাদের নিজেদের পতাকা থাকা সত্ত্বেও আমরা অন্য দেশের পতাকা ছাদে টানাচ্ছি?? এইসব পতাকার জন্য তো আমাদের ভাইয়েরা নিজেদের জীবন ত্যাগ করে স্বাধীনতা আনেননি!!! এশিয়া কাপ, টি২০ কাপ খেলার সময় ইন্ডিয়া-পাকিস্তানের পতাকা হাতে নিয়ে খেলা দেখার জন্য এই আপনারাই ওইসব লোকদের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করতে নেমেছিলেন। এখন কি মনে হয় না, একবারও মনে হয় না আমরা আবারও একই ভুল করতে যাচ্ছি??
আমার লেখাটা ফুটবল বিশ্বকাপ না দেখার জন্য বা অন্য কোনো দলকে সাপোর্ট না করার জন্য নয়। আমার এই লেখাটার উদ্দেশ্য আমাদের নিজেদের দেশকে যথাযথ সম্মান দেখানোর জন্য, কোনোভাবেই আমাদের দেশ যেন অসম্মনিত না হয় সেই ব্যাপারে নিশ্চিত করার জন্য।
যারা নিজেদের বাসার ছাদে পতাকা লাগাতে ইচ্ছুক, তাদেরকে বলব আপনারা অবশ্যই নিজেদের সমর্থিত দলের পতাকা টানানোর পাশাপাশি বাংলাদেশের একটা পতাকাও টানাবেন।
যদিও আমি পতাকা টানানোটাকেই সমর্থন করতে পারছিনা। কিন্তু উৎসুক ফুটবল পাগল দর্শকদের, ফুটবল প্রেমিকদের আমি মনে কষ্ট দিতে চাইনা । আমি শুধু এটাই বলব আপনার সমর্থিত দেশের পতাকার সাথে যেন আমাদের নিজেদের দেশের পতাকাটাও থাকে।
অংশগ্রহন করতে যাচ্ছে, এমন সব দলকে আমার পক্ষ থেকে শুভ কামনা ।
©somewhere in net ltd.