![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙ্গে যাওয়া স্বপ্ন দেখেছি,
কাঁচের প্লেটের মত, খান-খান হয়ে ভেঙ্গে যাওয়া স্বপ্ন।
সে স্বপ্নে তো কোনো ছলনা ছিল না!! ছিল না কোনো যৌগিকতা!!
তবু কেন এই অপূর্ণতা!!
ওহে অদৃশ্য ঈশ্বর??
জীবনের তো মাত্র একটাই চাওয়া ছিল,
একটাই তো আকাংখা!!
গুণিজনের বাণীগুলো কি তবে মিথ্যে হয়ে গেল??
কষ্ট করলে আজকাল সত্যি কেষ্ট মিলে তো!!
দিন থাকিতে দিনের মর্ম বোঝার পরও,
কেন তবে এই দশা !!
সবুর করতে করতে জীবনের মৃত্যুর পর মেওয়া পেলে,
তখন সে মেওয়ার মূল্যই বা কি থাকল??
অপূর্ণতার ভারে যে ডুবে যাচ্ছে, পূর্ণতার আলোকছটা।
ভেঙ্গে যাওয়া স্বপ্ন দেখেছি আমি,
সে তো শুধু স্বপ্ন নয়,
সে যে বেঁচে থাকার , মরে যাওয়া অনুপ্রেরণা।
©somewhere in net ltd.