নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা যার নিজ থেকে জাগে না, একটা খোঁচা দিয়ে চেষ্টা করুন, হয়তো জাগতেও পারে।

পল লিয়ান

আগে নিজে জানতে চাই, নিজের সম্পর্কে

পল লিয়ান › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ মালালা

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮

মালালা নোবেল পুরষ্কার পাওয়ায় দেখলাম, আমাদের দেশের ম্যাক্সিমাম লোকই খুশি না। ম্যাক্সিমাম লোকেরই দেখলাম চুলকাই উঠছে। ভাই এখন একটু থামেন, আবার পরে চুল্কায়েন। এখন বলেন সমস্যাটা কি?? কেন মেনে নিতে কষ্ট হচ্ছে!! অনেককেই বলতে শুনলাম আমেরিকার দালাল, তালেবানেরা গুলি করছে এর জন্য আমেরিকা সান্ত্বনা পুরষ্কার দিছে। এই আধুনিক জীবন-যাপন করেও আমার আসলে ঐ স্বভাবটা এখনো যায়নি মানে পরের ভালো আমরা দেখতেই পারি না। যারা নোবেল পুরষ্কার ঘোষণা করে তারা এতটা বোকা না যে যার তার হাতে নোবেল তুলে দিবে, তারা আপনার আমার থেকে বেশি চিন্তা ভাবনা করে, সার্বিকদিক ভেবেই নোবেল দেয়।
এমনও দেখেছি ফেসবুকে মালালাকে ইতিমধ্যে পতিতা ট্যাগও দিয়ে ফেলেছে আমাদেরই দেশের কিছু লোক। ভাবতেই নিজের কাছেই লজ্জা লাগছে এরা আমাদেরই দেশের লোক।

মালালা যদি আমেরিকার দালালি করেই নোবেল পেয়ে যেতে পারে, আপনি বসে আছেন কেন!! লেগে পড়ুন না দালালিতে, আমার দেখার বড় সাধ আপনাকেও নোবেল দেয় কিনা। মনে রাখবেন অন্যের ভালো যে দেখতে না পারে, ভালো তার ধারে কাছেও আসে না।

মালালা তার যোগ্যতা বলেই নোবেল অর্জন করেছে, তার পাওয়ার যোগ্যতা আছে বলেই পেয়েছে। সে ১৬ বছরে যা করে দেখিয়েছে আপনি তার চেয়ে ভালো কিছু ৫০ বছরে করে দেখান, আমেরিকা আপনার হাতেও নোবেল তুলে দিবে। আরেকটা করা আপনি যদি শুধু নোবেল পাওয়ার জন্যই কিছু করবেন ভেবে রেখেছেন, আপনি ভুল করছেন। ভালো কাজ নিঃস্বার্থভাবেই করতে হয়।

মালালাকে আমার পক্ষ থেকে অভিনন্দন।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

নিয়ামুল ইসলাম বলেছেন: বিগত কয়েক বছরে নোবেল শান্তি পুরুস্কার প্রাপ্তদের তালিকার দিকে চোখ মেললেই দেখা যায়, নোবেল শান্তি পুরস্কার যতটা না বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য, তার থেকেও বেশি পশ্চিমা রাজনৈতিক চালে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। সব নোবেল শান্তি জয়ীরা যেন পশ্চিমাদের পূর্ব পরিকল্পনার ঘুটি! হেনরী কিসিঞ্জারের মত ঘৃণিত ব্যক্তিকে কি নোবেল কমিটি এর আগে নির্বাচিত করেনি? ইয়াসির আরাফাত, আইজ্যাক রবিন যখন শান্তি পুরুস্কার পান, তখন সত্যি অবাক হতে হয়। মায়ানমারের অং সাং সুকির মত যে ব্যক্তি নিজ দেশেই শান্তি আনয়নের জন্য ব্যর্থ, সে ব্যক্তি বিশ্বশান্তিতে কি অবদান রাখতে পেরেছিল, তা প্রশ্নসাপেক্?

২| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: আমাদের পছন্দ না করার এটাও একটা বড় কারণ :তার কমেন্ট টা ভালো করে পড়ুন
“Absolutely gutted #Bangladesh canceled cricket tour of #Pakistan!: That not tiger move but cat,” said Pakistani teenager Malala Yousafzai on Twitter

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

রফিকুজজামান লিটন বলেছেন: সে আমাদের ক্রিকেট টিমকে বিড়ালের সাথে তুলনা করছে। এই মন মানসিকতার একজন কিভাবে শান্তিতে নোবেল পেতে পারে ?..............

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: জি , মচেতকার বলেসেন !!!!! :)

নোবেল পিস কমিটি যেমন বেশী বুঝে , তেমনি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোও বেশী বুঝে , বেশী বুঝে আইএস , তালেবান ও বোকাহারাম রা , বেশী বুঝে ওবামা বুশ ও । এরা সবাই আমাদের চেয়ে বেশী বুঝে । কিন্তু সঠিক কি বুঝে ?

শোনেন , বিবেক আর জ্ঞান বাপের চেয়েও বড় । ওরা তো ছাড় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.