নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা যার নিজ থেকে জাগে না, একটা খোঁচা দিয়ে চেষ্টা করুন, হয়তো জাগতেও পারে।

পল লিয়ান

আগে নিজে জানতে চাই, নিজের সম্পর্কে

পল লিয়ান › বিস্তারিত পোস্টঃ

রংধনু এবং ফেসবুক সমাচার

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭

সমস্যা হইল আমাদের নুনুর নূন্যতম ক্ষমতা বলতে কিছু নাই, কোনো ভালো কিছুকে আমরা দেখতে পারি না। যদি কেউ ভালো কিছু করে সেটা নিয়া ব্যঙ্গ-বিদ্রুপ করতে করতে অন্য পর্যায়ে নিয়া যাই। সকাল থেকেই দেখলাম রংধনু ছবি দেখে অনেক লোক হাসা হাসি করল। ভাই যদি ধর্মীয় নিষেধ থাকে, আপনি থাকেন না আপনার ধর্মানুভূতি নিয়া, এটা আলোচনা করাও আপনার জন্য পাপ। চোখ বুইজ্জা ফেসবুক ত্যাগ করেন, কারণ আপনাদের মতে ইহুদী, কাফের জুকারবার্গও এটা সমর্থন করেছে।

এই আপনারাই তো কথায় কথায় প্রকৃতি টানেন, এটা মানতে কেন সমস্যা হচ্ছে যে এটাও প্রাকৃতিক বিষয়। এটাকে নোংরামি বলছেন?? তাহলে নোংরা তো আপনাদের আল্লাহ, ঈশ্বর, ভগবান যে এইভাবে একটা মানুষকে সৃষ্টি করেছে। হ্যাঁ গে/লেসবিয়ান জন্মগত ভাবেও হয় জিনগত ভাবেও হয়। আরো ক্লিয়ার করে বুঝতে চাইলে বৃহন্নলা বা হিজড়াদের দিকে তাকান। তারাও তো ওই সৃষ্টিকর্তার হাতেই সৃষ্টি তাই নয় কি?? তাহলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পারমিশন দিলে সেটাকে এপ্রিশিয়েট করাটা ভুল কোথায় আমাকে একটু বুঝিয়ে বলবেন? আর গে/লেসবিয়ানদের কথা বলতে গেলে এটা মস্তিষ্কে স্বাভাবিক মানুষ থেকে নিউরন,হরমোনের ব্যতিক্রমের জন্য ওদের আচরণ, আবেগ, আকর্ষণ এমন হয়। জিনগত ভাবে কেউ গে/লেসবিয়ান হলে তাকে স্বাভাবিক জীবনে আনা সম্ভব হয়, যত্ন বা সেবা করার মাধ্যমে কিন্তু জন্মগতভাবে যারা এমন হয় তাদের কোনো ভাবেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় না ( স্বাভাবিক, অস্বাভাবিক শব্দ দুটো ব্যবহার করছি এই কারণে যেন আপনারা বুঝতে পারেন, আদতে এটা অস্বাভাবিক কিছু না। এটাও প্রাকৃতিক নিয়মের মধ্যেই পড়ে)।
এখন কথা হইল আপনি মানুষ হিসেবে যেমন প্রেম, ভালোবাসা, বিয়ে করার অধিকার রাখেন ঠিক তেমনি তারাও মানুষ হিসেবে সব অধিকারই তাদের প্রাপ্য। আপনি যেমন সুখী হতে চান, তারাও চায়। আরে ভাই আপনি নিজেও তো সুখী হবার জন্য ১৪-১৫ টা মাইয়া দেইখা বাছ বিচার কইরা বিয়া করেন। তো ওরা ওদের পছন্দ মত বিয়ে করলে আপনার কি সমস্যা?? এমন তো না যে ওরা কাউকে জোর করছে!
আপনি আপনার প্রেমিকার প্রতি যে ফিলিংসটা অনুভব করেন, সেও কিন্তু ঠিক একইভাবে একই জিনিস অনুভব করে।
মাথাটা ঝাড়া দিয়া একটু মানুষের মত, লজিকালি ভাবতে শিখুন। হিজড়াদের দেখলে দূর দূর করে তাড়িয়ে দেন, তারাও মানুষ ভাই এইটা মাথায় রাখতে হবে। আর তাদের আচরণের জন্য আমরাই দায়ী। তাদেরও বাঁচতে ইচ্ছা করে, আপনার আমার মতো অনুভূতি তাদেরও আছে। শুধুমাত্র বেঁচে থাকার জন্যই ওরা এমনটা করে, ওরা আপনার অসুবিধা না করে ভালো থাকতে পারলে আপনার সমস্যাটা কোথায়??

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ রাত ১:৩৬

ভয়ংকর বিশু বলেছেন: চোখ বুইজ্জা ফেসবুক ত্যাগ করেন, কারণ আপনাদের মতে ইহুদী, কাফের জুকারবার্গও এটা সমর্থন করেছে।

২| ২৮ শে জুন, ২০১৫ রাত ১:৩৮

কর্ণেল সামুরাই বলেছেন: অলরেডি জবাব এখানে আছে। বিস্তারিত তর্জমা বা তাফসির এর প্রয়োজন হইলে জানায়েন। :)

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:১২

পল লিয়ান বলেছেন: শুধু একটা কথাই বলার আছে, জাস্ট লোল :)

৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ২:০০

ভয়ংকর বিশু বলেছেন: হুজুর মার্কা জবাবের কোনো দাম নাই রে কর্ণেল। মাদ্রাসার সমকামী হুজুরের পিছে বসে নামাজ পড়তে তোমার সমস্যা নাই, ইহুদিদের ফেসবুক ইউজ করতে তোমার সমস্যা নাই, আমেরিকা-ইউরোপে কোটি কোটি মুসলিম রাজনৈতিক আশ্র‌য় চাইলে তোমার সমস্যা নাই, এক বাসায় ৪ বউ রাখলে সমস্যা নাই, শেখদের কাজের ছেলে- মেয়ের সাথে সেক্সে সমস্যা নাই,সমস্যা শুধু আমেরিকার সামাজিক স্বাধীনতায়।

৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ৩:০৩

মাসূদ রানা বলেছেন: আর গে/লেসবিয়ানদের কথা বলতে গেলে এটা মস্তিষ্কে স্বাভাবিক মানুষ থেকে নিউরন,হরমোনের ব্যতিক্রমের জন্য ওদের আচরণ, আবেগ, আকর্ষণ এমন হয়। জিনগত ভাবে কেউ গে/লেসবিয়ান হলে তাকে স্বাভাবিক জীবনে আনা সম্ভব হয়, যত্ন বা সেবা করার মাধ্যমে কিন্তু জন্মগতভাবে যারা এমন হয় তাদের কোনো ভাবেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় না ( স্বাভাবিক, অস্বাভাবিক শব্দ দুটো ব্যবহার করছি এই কারণে যেন আপনারা বুঝতে পারেন, আদতে এটা অস্বাভাবিক কিছু না।

তা স্বাভাবিক মানুষের চেয়ে নিউরনের ব্যতিক্রম কি এমনে এমনেই ঘটে ? নাকি ভুতে এসে করে দিয়ে যায় ?

মেডিকেল সায়েন্স বলে, বিকৃত পন্থায় যৌনক্রিয়া কলাপের ফলেই বিকৃত শিশু জন্ম গ্রহণ করে। যেমন ধর : মাসিকের সময় যৌনকলাপ করলে শিশু হিজরা হইয়া পয়দা হয়। একইভাবে গর্ভবতী নারীর সাথে যৌনকলাপ আকাম কুকাম করলে গর্ভস্থ শিশু শারীরিক-মানুষিক প্রতিবন্ধি হইয়া পয়দা হয়। আবার গর্ভবতী অবস্থায় কোন নারী হস্তমৈথুন করলে সন্তান লেসবিয়ান হইয়া পয়দা হয়। বোঝা গেছে ?

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৬

পল লিয়ান বলেছেন: মিঃ মাসুদ রানা, আপনি যা বললেন তা কি জেনেই বললেন নাকি মনের মাধুরী মিশাইয়া মনে যা আসল বলে দিলেন। আপনি এই তথ্য কোথা থেকে জানলেন সেটা জানতে পারলে ধন্য হইতাম। লোল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.