নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনা যার নিজ থেকে জাগে না, একটা খোঁচা দিয়ে চেষ্টা করুন, হয়তো জাগতেও পারে।

পল লিয়ান

আগে নিজে জানতে চাই, নিজের সম্পর্কে

পল লিয়ান › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ প্যারিস ও এক মুসলিম গোষ্ঠী

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

এক মুসলিম গোষ্ঠী দেখে হয়তো অনেকেই রীতিমত চমকে উঠেছেন। চমকানোর কোনো কারণ নেই, সবারই জানা কথা। প্যারিসে আক্রমণটা যারা করেছে তারা মুসলিম, তবে অনেকের মতে 'সহি' না। তাই তাদের মেনে চলা ধর্মটাও এই তথাকথিত 'সহি মুসলিম' দের কাছে ইসলাম না। তবে হ্যাঁ এই অসহি মুসলিমরা কিন্তু বোমা, গুলি করার আগে 'আল্লাহ হুয়াকবার' বলে। কিন্তু এতে সহি মুসলমদের কোনো অনুভূতিতে লাগে নাহ।

যাই হোক আসল বিষয়ে আসি। 'প্যারিসে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দা জনক', এই কথা বলাটাই কি আমাদের একমাত্র দায়িত্ব? আমরা আর কতোটা সহ্য করবো? আর সহি মুসলিমদের কথা না বলি, তারা সব সময়ই বলে থাকে, এরা মুসলিম নয়, ইসলাম এটা সমর্থন করে না 'কিন্তু' অমুক তমুক, তমুক অমুক। এখানে এই কিন্তুটা হচ্ছে একটা হিডেন সমর্থন, একটা গ্রিন সিগনাল। আমরা এটা বরাবরই দেখে আসছি। কিন্তু আমরা কিছুই বলছিনা। হয়তো এই সহি মুসলিমেরাও কিছুটা কনফিউজড।
যাই হোক অনেকে আবার নতুন প্রশ্ন আর তথ্য উদ্ধার করেছে, এই আইএস এর স্রষ্টা কে? কে আবার আমেরিকা! কারণ আমেরিকা যদি না ই হতো তাহলে এতো উন্নত অস্ত্র তারা কিভাবে পেল? সহি মুসলমান কহেন, ঠিক ঠিক। সব কিছু আমেরিকার চাল। কারণ আমেরিকা মুসলিম দেশ না, কাফেরের দেশ। সব দোষ ওদের। ওদের জন্য পৃথিবী দোযখে পরিণত হচ্ছে।

প্যারিস হামলার মূল কারণটা এখন মোটামোটি ক্লিয়ার। এর দায় ইসলামিক স্টেট স্বীকার করেছে। আর হামলা ঘটানোর কারণ হচ্ছে সিরিয়ায় আইএস এর সাথে যে গণ্ডগোল হচ্ছে সেখানে ফ্রান্স থেকে আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা পাঠানো হয়েছিল।

যারা বলছেন যে এতে মুসলিমদের দোষ কোথায়? মুসলিমদের দোষ হল সেখানে, যেখানে আপনারা সহি আর অসহি নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন।

শেষ করার আগে বঙ্কিমচন্দ্র এর একটা লেখা ওইসব সহিদের উদ্দেশ্যে দিতে চাইঃ

'সকল দন্ড অপেক্ষা, আপন সম্প্রদায়ের বিরাগ, আপন সম্প্রদায়ের মধ্যে অপমান সর্বাপেক্ষা গুরুতর এবং কার্যকরী। যত কুলোক চুরি করিতে ইচ্ছুক হইয়া চৌর্যে বিরত, তাহাদের মধ্যে অধিকাংশই প্রতিবেশিদিগের মধ্যে চোর বলিয়া ঘৃণিত হইবার ভয়ে চুরি করে না। এই দন্ড যত কার্যকরী, আইনের দন্ড তত নহে।'

সুতরাং 'কিন্তু' টাইপের হিডেন সাপোর্ট বাদ দিয়ে এসব মনুষ্যত্বহীন পশুদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনাদের ইসলামও রক্ষা করুন, সাথে মানবতাকেও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.