নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল যেকোন বিষয় পড়তে ভাল লাগে, লেখার চেয়ে।

সাইফুর রহমান পায়েল

খুবই শান্ত মনের ও ঠান্ডা মেজাজের একটা চমৎকার মানুষ।

সাইফুর রহমান পায়েল › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তবয়স্কদের জন্য(১৮+) কৌতুক :):D, শিশুরা দেখবেনা কিন্তু।X( পার্ট-২।

১৩ ই এপ্রিল, ২০১১ রাত ২:২৮

আপনাদের ব্যাপক সারা পেয়েছি আগের পোষ্টটাতে। তাই আরও একবার,,,B-):D:);)



একজন জেনেরেল, একজন কর্নেল এবং একজন মেজরের মাঝে আলোচনা হচ্ছে |

জেনেরেলঃ সেক্সের ষাট ভাগ পরিশ্রম আর চল্লিশ ভাগ আনন্দের |

কর্নেলঃ সেক্সের পচাত্তর ভাগ পরিশ্রম আর পচিশ ভাগ আনন্দের |

মেজরঃ সেক্সের নব্বই ভাগ পরিশ্রম আর দশ ভাগ আনন্দের |



এক সময় একজন জওয়ান আসলো তাদের কাছে | জেনেরেল বললেন, ঠিক আছে, ঐ জওয়ান ব্যাটাকে জিঞ্জেস করা হোক | অন্য দুজন তা মেনে নিল |



জওয়ান বললো , সেক্সের পুরুটাই আনন্দের | এ কথা শুনে তারা তিন জন এক সাথে বলে উঠল, কেন তুমি একথা বললে ?

জওয়ান বললো, পরিশ্রমের হলে তো কাজটা আমকেই করতে দিতেন, আপনার করতেন না |

B-):D:);)



এক লোক ডাক্তার দেখাতে গেছে কারন তার ... দাড়ায় না | ডাক্তার শুনে বললেন, বিয়ে করছেন?

: না |

: প্রেমিকা আছে ?

: না |

: পরকীয়া করেন ?

: না |

: টানবাজার যান ?

: না |

: মাস্টারবেট করেন?

: না |

ডাক্তার ক্ষেপে বললেন, " ওই মিয়া, তাহলে দাড়া করায়ে কি করবেন? ক্যালেনডার টাঙ্গাইবেন!!!"

B-):D:);)



এক লোকের তিনটি বিচি | সে এটা নিয়া খুবই চিন্তিত | লজ্জায় কাউকে বলতে পারছে না | উপায় না দেখে ডাক্তারের কাছে গেল |

লোক : লজ্জিত হয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনার আর আমার মিলে ৫ টি |



ডাক্তার : কি বলেন বুঝতে পারছি না |



লোক : আরে আপনার আর আমার মিলে ৫ টি |





ডাক্তার : কিছুই বুঝতে পারছি না | পরিস্কার করে বলুন |



লোক : উপায় না দেখে বলল, আপনার আর আমার মিলে ৫ টি বিচি ||



ডাক্তার : তাহলে কি আপনার ১ টি ??

B-):D:);)



ছোট্ট বাবুর ক্লাসে নতুন শিক্ষিকা মিস মিলি এসেছেন। তিনি প্রথমেই সকলের সঙ্গে পরিচিত হবেন। কাজেই বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি করে বললেন, 'ছোট্ট সুজি, তোমার বাবা মা কী করেন?'



'আমার বাবা একজন বিজ্ঞানী, আর মা একজন ডাক্তার।'



মিষ্টি হেসে মিস মিলি বললেন, 'ছোট্ট টুনি, তোমার বাবা মা কী করেন?'



'আমার বাবা একজন শিক্ষক, আর মা একজন উকিল।'



'বাহ! ছোট্ট বাবু, তোমার বাবা মা কী করেন?'



বাবু বলল, 'আমার বাবা মারা গেছেন, আর মা একজন পতিতা।'



মিস মিলি রেগে আগুন হয়ে প্রিন্সিপালের কাছে পাঠালেন বাবুকে। মিনিট পাঁচেক পর ছোট্ট বাবু ফিরে এল।



'তুমি প্রিন্সিপালকে বলেছ, তুমি আমার সঙ্গে কেমন আচরণ করেছ?'



'জ্বি মিস।' বলল বাবু।



'তিনি কী বললেন?'



'বললেন, আমাদের সমাজে কোনও কাজই তুচ্ছ নয়। তারপর আমাকে একটা আপেল খেতে দিলেন, আর বাসার ফোন নাম্বার লিখে রাখলেন।'



মজার ছবি পেতে এখানে যান।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-১

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ২:৫২

রুদ্রপ্রতাপ বলেছেন: =p~ =p~ =p~ =p~
সেই রকম মজা পাইছি! :P :P :P :P

১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৩:২১

সাইফুর রহমান পায়েল বলেছেন: মজা তো এখনও বাকী আছে। :P :P =p~ =p~

২| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৩:০৬

অনির্বাণ রায়। বলেছেন: এটা কি হইল । =p~ =p~ =p~ =p~

১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৩:২২

সাইফুর রহমান পায়েল বলেছেন: আসলেই তো কি হইলো?? B:-) #:-S :-<

৩| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৩:০৯

ডেজা-ভু বলেছেন: X( X((

১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৩:২৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: :| :| :|

৪| ১৩ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৪৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঐডা কি আফনার ছুডুবেলার ফটুক?? ;);)

১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩

সাইফুর রহমান পায়েল বলেছেন: বুঝলেন কেমনে?:P :P

৫| ১৩ ই এপ্রিল, ২০১১ ভোর ৪:৪১

দুষ্ট_ছেলে বলেছেন: :P :P :P :P :P :P :P :P :P

১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: ;);)

৬| ১৩ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৩৭

আশিকুর রহমান অমিত বলেছেন: জোকটা সুন্দর হয়েছে ;) ;) ;)

১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: ধন্যবাদ।

৭| ১৩ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৮

masum8080 বলেছেন: আপনার কি এখন পোষ্টের মত আর কিছু অবশিষ্ট নাই।

১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৪

সাইফুর রহমান পায়েল বলেছেন: আছে। কিন্তু সবাই জোকস ই বেশী পছন্দ করে। আপনাদের পছন্দের বিষয় পোষ্ট করে ধন্য হতে চাই।

৮| ১৩ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

নীরব 009 বলেছেন: :P :P :P :P :P :P

১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: :#) :#)

৯| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ৭:৩৫

স্বাধীকার বলেছেন:


২২ শে এপ্রিল, ২০১১ রাত ৩:০১

সাইফুর রহমান পায়েল বলেছেন:

১০| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ৩:০৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: =p~ =p~ =p~ =p~ X((

২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: :(

১১| ২৪ শে এপ্রিল, ২০১১ রাত ২:৩৯

সাইফুর রহমান পায়েল বলেছেন: ;) ;) ;) :( :|

২৬ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬

সাইফুর রহমান পায়েল বলেছেন: !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.