নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

নাটক ও ফিল্মের মধ্যে পার্থক্য

১৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:০৮



নাটক ও ফিল্ম নিয়ে কনফিউশন দীর্ঘদিনের। সেই কনফিউশনের গদাই নাড়া দেয় দীপঙ্কর দীপনের ব্যাঙ্গাতক স্ট্যাটাস। নড়েচড়ে ওঠে সবাই। এই নিয়ে অনেকেই অনেক পোস্ট দিয়েছে, অনেক যুক্তি-তর্কও হয়েছে। আমিও এ নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। সে কারণেই পোষ্টটা লিখতে দেরী হয়ে গেল। ঘেটে যা জেনেছি তাই আপনাদের সাথে শেযার করছি। তার আগে চলুন চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে জেনে আসি।

১৮২২ সালে জোসেপ নাইসপোর নিপসের প্রথম অপরিচ্ছন্ন হলেও স্থায়ী ছবি (স্টিল পিক) তোলেন। ১৮২৪ সালে পিটার মার্ক 'The persistence of vision with respect to moving object" নাম একটি মতবাদ দেন। প্রায় সাথে-সাথেই ইউরোপীয় বিজ্ঞানীগণ উল্লেখিত মতবাদ সংক্রান্ত পরীক্ষা শুরু করেন। তাঁদের খেলনার মত পরীক্ষা-যন্ত্র এই মতবাদ প্রতিষ্ঠা করল যে, চোখের এক অদ্ভুত ক্ষমতার জন্য যে-কোন প্রতিচ্ছবি রেটিনায় তার উপস্থিতির চাইতে এক ভগ্ন সেকেন্ড সময় বেশী অবস্থান করে। মূলত চলচ্চিত্র (সাধারণত ৩৫কিংবা১৬ মিলিমিটার বা এম.এম.)সেলুলয়েডে সারিবদ্ধভাবে সাজানো স্থিরচিত্রের সন্নিবেশ, প্রতিটি ছবি যন্ত্রের আলোর সামনে মুহূর্তের জন্য থামানো হয়। সাদা পর্দায় প্রতিচ্ছবি এবং পরমুহূর্তেই পরবর্তী ছবি একে-একে যুক্ত হয়ে এক ধাঁধার সৃষ্টি করে যা সহজেই আমাদের চোখ কে ফাঁকি দেয়। এর উপর ভিত্তি করেই শিল্প মাধ্যমের নতুন এই সৃষ্টি চলচ্চিত্রের যাত্রা শুরু।

১৮২২ সালে তোলা স্টিল ছবিকে চলতে সময় লেগেছে ৬৩ বছর।১৮৯৫ সালে চলচ্চিত্র যাত্রা শুরু করে। তখনকার সব মুভিকেই বলা হত নিঃশব্দ চলচ্চিত্র। কারণ তখন চলচ্চিত্রে দৃশ্যের সাথে শব্দ ধারণ করা যেত না, দেখানোও যেত না। তাই চরিত্র গুলোর মুখে কোন সংলাপ থাকতো না। বলা যায় বোবার ভূমিকায় অভিনয় করত সবাই। কেবল জেনারেটরের এক ঘিয়েমি শব্দ আর দর্শক যেন বোর না হয় এজন্য আলাদা ভাবে বিভিন্ন ধরনের মিউজিক বাজানো হত। ১৮৯০ সালে বিখ্যাত ফরাসি পরিচালক জর্জ মিলিয়েস এডিটিং এর পরিবর্তন আনেন। তিনি একটি মাত্র শর্টের পরিবর্তে কয়েকটি শর্টের মাধ্যমে গল্প বলা শুরু করেন। নির্মাণ করেন "সিন্ডারেলা"। নিঃশব্দ চলচ্চিত্রকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন বৃটিশ নির্মাতা জি, এস, স্মিথ।১৯০০ সালে তিনি প্রথম ক্লোজআপ ব্যবহার করেন। ১৯০৩ সালে এডিসন-কোম্পানীর পরিচালক এড উইন পোর্টার নির্মাণ করেন নিঃশব্দ যুগের প্রথম কাহিনীচিত্র 'দ্য গ্রেট ট্রেন রবারি'। তার বারো বছর পড়ে নির্মিত হয় ডি. ডাব্লিউ. গ্রিফিথের 'দ্য বার্থ অফ এ নেশন'। নিঃশব্দ যুগের উল্লেখ যোগ্য চলচ্চিত্র গুলির মধ্যে 'ইনটলারেন্স গ্রিড','ব্যাটনশিপ পটেমকিন','আর্থ' এবং 'নেপোলিয়ন' অন্যতম। এই চলচিত্র গুলিতে নিঃশব্দ যুগের নির্মাণ পদ্ধতির প্রচন্ড শৈল্পিক বোধ ও আবেগের প্রমাণ পাওয়া যায়। নিঃশব্দ যুগের নির্মাতারা দৃশ্য নিয়ে খেলা করতেন।

নিঃশব্দ চলচ্চিত্রকে শব্দ পেতে অর্থাৎ চরিত্র গুলো ভাষা পেতে সময় লেগেছে ৩৪ বছর। শুনতে আশ্চর্য লাগলেও এ কথা সত্যি যে, যান্ত্রিক উপায়ে চলমান ছবি পর্দায় দেখানোর বেশ আগেই যান্ত্রিক উপায়ে শব্দ পুনুরুপাদন করার কৌশল আবিষ্কার হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে ছবির সাথে শব্দকে একত্রিত করা সম্ভব হচ্ছিল না। ১৮৮৯ সালে এডিসন শব্দ ও চিত্র কে পাশাপাশি যুক্ত করেন। তিনি ফনোগ্রাফ ও কিনেটোস্কোপ যন্ত্র দুটি পাশাপাশি চালিয়ে দেন। এতে ইমেজের সাথে-সাথে শব্দও শোনা যেত। ১৮৯২ থেকে ১৯১০ সালের মধ্যে Edison, Pathe zecca, Henry Joly and Leon Gaumont ফনোগ্রাফ এবং ফিল্ম প্রজেক্টরের মধ্যে চলার ক্ষেত্রে সমন্বয় সাধনের চেষ্টা করেন। বিশ শতকের শেষের দিকে চূড়ান্ত সাফল্য আসে। তথ্য থেকে জানা যায় ওয়ার্নার-ভাতৃদ্বয় ১৯২৬ সালে 'ডন জুয়ান' নামের চলচ্চিত্রটির সঙ্গে শব্দ ব্যবহার করেন। ১৯২৭ সালে আংশিক সশব্দ চলচ্চিত্র 'দ্য জ্যাজ সিঙ্গার' তৈরি হয়। প্রথম পূনাঙ্গ সশব্দ চলচ্চিত্র নির্মিত হয় আমেরিকায় ১৯২৯ সালে যার নাম ছিল 'লাইটস অফ নিউইয়র্ক'।

গোড়ার দিকের সশব্দ চলচ্চিত্র নাটকের বিকল্প-পরিপূরক ভূমিকা পালন করত। নাট্যকার পরিচালক সার্গেল প্যাগনল তো বলেই বসলেন যে, আমাদের আর রাতের পর রাত শো না- করলেও চলবে-- একবার নাটকটির চলচ্চিত্রায়ন হয়ে গেলে কাছের এবং দূরের সব দর্শকই নাটকটি দেখতে পাবেন। এতে করে বারবার নাটকটি মঞ্চায়নের ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে।

ফরাসি পরিচালক রেনেক্লেয়ারই প্রথম চলচ্চিত্রে শব্দের প্রয়োগ নিয়ে ভাবেন। তিনি সংলাপের চেয়ে চিত্রের প্রতি বেশী জোর দেন। তাঁর মতে চলচ্চিত্রকে ফিতা-বন্ধী নাটক করে রাখাটা ঠিক না। এই ধারণা থেকে তিনি নির্মাণ করেন 'Sous les toits de paris (1929)','Le millien(1931)' and 'Anous la libarte(1931)। তিনি চলচ্চিত্র গুলোতে অনেক কম সংলাপ, কম বিজিএম, কম সঙ্গীত ব্যবহার করেছিলেন এই জন্য যে, যাতে তাঁর চলচ্চিত্রে যে দৃশ্যের সমাহার আছে সেগুলিকে জীবন্ত করে তোলা যায়। তিনি বলেছিলেন 'Talkie is no longer photographed theater. It is now film. Sound film.' তাঁর মতে শব্দ নয়, ইমেজ-ই পর্দাকে জীবন্ত করে তোলে। শব্দ ইমেজকে জীবন্ত হয়ে উঠতে সাহায্য করে।

১৯২৯ সালে আর্নেস্ট লুবিৎসে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। তিনি বলেন 'চলচ্চিত্র কথা বলতে শিখেছে বলে সব সময়েই কথা থাকতে হবে এমন কোন কথা নেই। আর চিত্রায়িত দৃশ্যের পটভূমিতে উৎপন্ন সব ধরনের শব্দকে ধারণ করতে হবে এটাও কোন কথা হতে পারে না।' এই ধারণার বশবর্তী হয়েই তিনি নির্মাণ করলেন 'দ্য লাভ প্যারেড (১৯২৯)' এবং 'মন্টি কার্লো (১৯৩১)' । সেসময় পরিচালক কিং ভিডর 'হ্যালেলুইয়া' চলচ্চিত্রটি নির্মাণে সময় আবিষ্কার করলেন যে, দৃশ্য ধারণের পর শব্দ সংযোজনে সুবিধা বেশী। পরে, পরিচালক লিউইস মিলারটোন ১৯৩০ সালে এই ধারণা বা অভিঙ্গতাটিকে 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' চলচ্চিত্রটি নির্মাণপদ্ধতিতে আরো সম্প্রসারিত করেন। ফলত চলচ্চিত্র-মাধ্যমটি শিল্প মাধ্যমে পরিণত হতে শুরু করে। তার মানে এই নয় যে, নিঃশব্দ চলচ্চিত্র শিল্প মাধ্যম ছিল না। নিঃশব্দ যুগে ভয়ংকর সব শিল্পত্তীর্ণ চলচ্চিত্র নির্মিত হয়েছে। আসলে বলা উচিত সশব্দ চলচ্চিত্র তার চিত্রভাবটি এই সময়ে অর্জন করতে থাকে।

তথ্যসূত্রঃ Sound in a silent era (চলচিত্রের শব্দকথা) বই।

উপরে বর্ণিত এই ইতিহাস থেকেই চলচ্চিত্র ও নাটকের মধ্যকার পার্থক্য পাওয়া যায়।

চলচ্চিত্র হবে সম্পূর্ণ দৃশ্য নির্ভর। সংলাপ শুধু গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে আর Bgm দৃশ্য কে জীবন্ত করে তুলবে।
নাটক হবে সম্পূর্ণ সংলাপ নির্ভর। যেখানে সম্পূর্ণ গল্পই বলবে চরিত্র গুলো। আগেকার দিনের নাটক গুলো দেখলে লক্ষ্য করবেন সেখানে, যতক্ষন ক্যামেরা চলত ততক্ষন সংলাপ থাকত।

সুতরাং বলা যায় যে, চলচ্চিত্র মূলত চরিত্রায়ণ নয়, চিত্রায়ণ আর নাটক চিত্রায়ণ নয় মূলত চরিত্রায়ণের নির্ভর।

আপনারা যারা কালার গ্রেডিং আর Bgm এর উপর নির্ভর করে নাটক ও ফিল্মের মধ্যে পার্থক্য করছেন, আপনাদের জন্য সমবেদনা। কারণ, যেভাবে ওটিটি মুভি নামে ১ ঘন্টার মুভি বের হচ্ছে খুব তাড়াতাড়ি নাটকে সেই কালার গ্রেডিং এবং bgm পেয়ে যাবেন আপনারা। তখন পরিচালকের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। পরিচালক যদি বলেন নাটক, তাহলে নাটক আর পরিচালক যদি বলেন ফিল্ম তাহলে ফিল্ম।
একটা বিষয় লক্ষ্য করেছেন? চলচ্চিত্র শুরুর ইতিহাসে কোথাও কমার্শিয়াল ফিল্ম বলে কিছু ছিল না। পুরোটাই ছিল আর্ট, শিল্প। চলচ্চিত্র সম্পূর্ণই একটি শিল্প মাধ্যম। অথচ, আজ বাজার এমন জিতে গেছে যে- আমরা চলচ্চিত্রের গর্ভাশয় থেকে শিল্পটাকে টেনে হিঁচড়ে বের করে চলচ্চিত্র কে বাজারে বেশ্যা বানিয়েছি। বাজার টাও তুলে দিয়েছি দালালদের হাতে। শিল্পকে এক ঘরে করে ভিন্ন ধারার ছবি নাম দিয়ে সাইডে রেখে তথাকথিত কমার্শিয়াল মুভিকে মেন স্ট্রীম বলি। যখন কেউ বলে, মুভিতে মাথা খাটাবার কি আছে? শিল্প না খুঁজে বরং বিনোদন নিলেই তো হয়। কথাটা আমার কানে লাগে, ও মাগীর কাছে মনসত্য, মূল্যবোধ, মানবতা, বিবেক খুঁজো লাভ নেই- ওতো একটা বাজারে বেবুশ্যে। মজা লুটে ছেড়ে দাও।

যে কোন ধরনের বিপ্লব আসার আগে সংকটময় সময় আসে। সংকটে যারা টিকে থাকতে পারে তারাই বিপ্লবের পরিবর্তনের ফল ভোগ করে আর যারা সংকটে টিকতে পারে না তারা বিপর্যয়ে ধ্বংস হয়ে যায়। আমাদের এখন সংকটময় সময়, দেখা যাক আমরা বিপ্লবী হতে পারি না বিপর্যয়ে ধ্বংস।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: নাটকের জন্য ছবি জরুরী না। রেডিওতেও নাটক হতো এক সময় যা মুলত সংলাপ ও চরিত্র নির্ভর। পক্ষান্তরে শব্দ বা সংলাপ ছাড়াও চলচ্চিত্র হয়েছে। চলচ্চিত্রের ক্ষেত্রে ছবি থাকতেই হবে তবে সংলাপ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ছবিরও একটা ভাষা ও আবেদন আছে যেটাকে চলচ্চিত্রে সফলভাবে প্রয়োগ করার চেষ্টা করা হয়। চলচ্চিত্র আবিষ্কারের প্রথম দিকে হয়তো নাট্যকাররা তাদের নাটককে চলচ্চিত্র প্রযুক্তির মাধ্যমে ধারণ করেছেন ও বহু মানুষকে একসাথে প্রদর্শন করতে সক্ষম হয়েছেন তবে কালের বিবর্তনে ও প্রযুক্তির উৎকর্ষের সাথে নাটক ও চলচ্চিত্র নিজ নিজ পথে বিকশিত হয়েছে দুইটি আলাদা শিল্প মাধ্যম হয়ে। নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতার চিন্তা চেতনা ও উপস্থাপন পদ্ধতির মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। চলচ্চিত্র ও নাটকের উপর বিশ্লেষণধর্মী ও তথ্যবহুল লেখার জন্য ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪০

পাজী-পোলা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। কিন্তু সমস্যা হল এই একুশ শতকে এসেও লোকে নাটক আর ফিল্মের মধ্যে পার্থক করতে পারে না। অবশ্য বর্তমান অনেক পরিচালকই জানেনা।
এই সময়ে এসেও যখন পথের প্যাঁচালী, মাটির ময়নাকে নাটক বলে শুনতে হয় তখন খুব খারাপ লাগে। এরা আসলে তথাকথিত মশলা ফিল্ম ছাড়া বাকি কিছুকেই ফিল্ম মানতে পারে না।

২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অজানা জানা হলো

অনেক অনেক ধন্যবাদ।
আর শেষটায় দারুন ভাবে সহমত।

১৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২

পাজী-পোলা বলেছেন: শুভেচ্ছা নিয়েন। ভালো থাকবেন।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: আমার কাছে নাটক মানে ছোট দৈর্ঘের ১ ঘন্টার বেশি না কিন্তু সিনেমা ৩ ঘন্টা হলেই ভালো। আমার কাছে নাটক খুব কাছের কিছু যেমন সাধারণ স্টেজ হলেই চলে কিন্তু সিনেমা অবশ্যই রিয়েল বাড়িঘর বা আউটডোর রিয়েল্সটিক হতেই হবে। নাটকে থাকবে গভীর অর্থ কিন্তু সিনেমায় আর একটু বানিজ্যিক হলে নো প্রবলেম.... :)

ভাইয়া কোথায় হারাও মাঝে মাঝে ???

১৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০২

পাজী-পোলা বলেছেন: আপু, বিষয়টা এটা না যে আমাদের কী ভালো লাগে। বিষয় এটা যে কি হওয়া উচিত আর কিনা।
আগে বিটিভিতে ৩০ মিনিটের নাটক হত। সপ্তাহে একটা দিন আমরা বনাস হিসাবে ৪৫ মিনিটের প্যাকেজ নাটক পেতাম। পরবর্তীতে আসলো ১ ঘন্টার টেলিফিল্ম। কালের বিবর্তনে সেসব বিলীন হয়ে গেছে। এখন সব নাটকই ১ ঘন্টার আবার ওটিটি মুভি নামে এক ঘন্টার মুভিও বের হচ্ছে। মুভি অবশ্যই বাণিজ্য হতে হবে। নইলে প্রযোজকরা টাকা লগ্নি করবেন কেন। কিন্তু যে মাধ্যমটা শিল্পের জন্য সৃষ্টি সেখানে যদি শিল্পই না থাকে তবে সেটা মুভি হয় কীকরে।

আপু আসলে আমিতো লেখক না। তাই ব্লগে সবসময় থাকা হয়না। মাথায় কোন কিছু ভর করলেই ব্লগে এসে লেখা প্রসব করে চলে যাই। আমি আসলে খুবই আনসোশাল তাই সামাজিকতা রক্ষা করা আমার দ্বারা সম্ভব হয় না। ব্লগে আসলেও আপনাদের লেখা পড়ি। কমেন্টে আপনারা যে গল্প জুড়ে বসেন সেসবও পড়ি। তারপর চুপচাপ চলে যাই।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

রাফিন জয় বলেছেন: শায়মা আপু, আমার মনে হয় এখানে একটা কন্ট্রাডিকশন আছে। যেমন বাইসাইকেল থিভস, দ্য রিডার এইরকম ছবিগুলোর দৈর্ঘ্য খুব একটা বেশি নয়। কিন্তু তা মারাত্মক ইনফ্লুয়েনশিয়াল। এভেঞ্জার সিরিজের থেকে অনেক বেশি। বাজেটও খুব লো। অন্যদিকে এখনকার নাটক (ছোট পর্দা মূলত বোঝাতে চাচ্ছি), ওয়েব সিরিজ এইগুলোর মধ্যে দিলিরিস, মির্জাপুর ২, ডার্ক ওয়াইট এইগুলো কিন্তু অনেক বাজেটের। এমনকি কিছু ক্ষেত্রে মুভির চাইতেও বেশি করশিয়াল। তাই নিয়ে আমি কনফিউজড।
লেখকের লেখা খুব তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে লেখা আমি একমত সেখানে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি এখানেও কনফিউজড।

১৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৭

পাজী-পোলা বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই কনফিউজড। কারণ পরিচালকরা কোন ধারাই মানছেন না। সেই জন্যই তো বললাম, 'পরিচালকের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। পরিচালক যদি বলেন নাটক, তাহলে নাটক আর পরিচালক যদি বলেন ফিল্ম তাহলে ফিল্ম।'

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

কল্পদ্রুম বলেছেন: ফিল্মের এবং নাটকের চিত্রায়ন এবং চরিত্রায়ন নিয়ে আপনার মতামতই ভালো লাগলো। পরিচালক যাই বলুক। দর্শক হিসেবে আমার দেখা চলচ্চিত্রের দৃশ্যপট গল্পের সাথে,চরিত্রের সাথে কনভিন্সিং হওয়া চাই। ক্যামেরার কারসাজিটাও চোখে পড়ে। কোন পরিচালকের কাজ দেখছি সেটার উপর নির্ভর করেও চলচ্চিত্রের প্রতি আগ্রহ থাকে। টিভি নাটকের ক্ষেত্রে এতটা চাহিদা থাকে না। সংলাপটাই এখানে প্রধান। আবেগটাও এখানে অতটা গভীর নয়। চলচ্চিত্রের ক্ষেত্রে গল্পের বিস্তৃত প্লট হতে পারে। নাটকের ক্ষেত্রে বিস্তৃত গল্প বলার সুযোগ কম। এখানে কাহিনী নির্দিষ্ট ঘটনা। আমার কাছে টিভি নাটক হলো ছোটগল্প, চলচ্চিত্র হলো উপন্যাস। সাধারণ দর্শক হিসেবে আমার কাছে এরকমটা মনে হয়।

১৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

পাজী-পোলা বলেছেন: সাধারণ দর্শক হিসাবে আপনার ভাবনা ঠিক আছে।

আপনার এইটা আমার ভালো লাগছে। "আমার কাছে টিভি নাটক হলো ছোটগল্প, চলচ্চিত্র হলো উপন্যাস।"

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৩

অধীতি বলেছেন: তথ্যবহুল লেখা। ধন্যবাদ।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৭

নেওয়াজ আলি বলেছেন: নাটক দেখতে বসলেতো খালি বিজ্ঞাপন দেখায় তাই হিন্দি ছবি দেখি। :D ,তথ্যমূলক ও গুরুত্বপূর্ণ লেখাটা।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: নাটক বা ফ্লিম বলে কথা না। যেটা দেখতে ভালো লাগে। সেটা দেখবোই।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৭

অনল চৌধুরী বলেছেন: নাটক আর চলচ্চিত্রে মধ্যে পার্থক্য করা আসলেই খুব কঠিন। কারণ নাটকের মতো চলচ্চিত্র হয় আবার চলচ্চিত্রের মতো নাটক হয়। আবার সারা পৃথিবীতেই টিভি চলচ্চিত্র নামেও একটা জিনিস চালু ‍আছে।
সাধারণ ভাবে চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য তৈরী হয়। হলিউডের টিভির ধারাবাহিকগুলিতে , যেগুলি ৬০-৯০ এর দশক পর্যন্ত বিটিভি’তেও দেখানো হয়েছে,চলচ্চিত্রে মতো মারামারি, অভিযান থাকলেও সেগুলিকে চলচ্চিত্র বলা হয় না। আবার সামাজিক বা শিশুদের জন্য বানানো অনেক ছবিতে এসব না থাকলেও সেুগলিকেও নাটক বলা হয় না। এক্ষেত্রে মিলিমিটার গুরুত্তপূর্ণ না কারণ হলিউডের টিভির ধারাবাহিকগুলিও ৩৫ মি:মি:তে নির্মিত হতো।
আর এখন ডিজিটাল ক্যামেরায় ছবি নির্মিত হওয়ায় ছবির মান মাপা হচ্ছে K দিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.