নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
সেজাদ ভয়ে ভয়ে মাথা তুলছে। আয়নায় নিজেকে দেখেই আবার মাথা লুকাচ্ছে। এবার মাথাটা তুলে আয়নায় নিজেকে দেখে থমকে গেল। ভয়ে ভয়ে আয়নায় হাতটা রাখলো। আয়নার ভেতরের ভয়ংকর প্রতিবিম্বটাও তাই করল। সেজাদ প্রতিবিম্ব দেখছে, হাত দেখছে। হাত সরাতে গিয়ে আটকে গেল। ভয়ংকর প্রতিবিম্বটির মুখে হাসি। সেজাদ টানছে, খুলছে না। সেজাদের মুখ ঘেমে গেছে। প্রতিবিম্বটি হাসছে। হটাৎ এক হেঁচকাটানে হাতটা ছুটে এলো, সংগে প্রতিবিম্বটাও। সেজাদ নিজের দিকে তাকিয়ে আছে, নিজের হাতে হাত রাখছে। সেজাদ ঘামছে, প্রতিবিম্বটি হাসছে। সেজাদ নিজেকে চিনতে পারল। তবে আশ্চার্যের কথা, সেজাদ যেখানে যাচ্ছে প্রতিবিম্বটিও সেখানে যাচ্ছে। সেজাদ হাটছে, প্রতিবিম্বটিও হাটছে। সেজাদ বিড়ি টানছে, প্রতিবিম্বটিও টানছে। সেজাদ নিজের সাথে বন্ধুত্ব করে ফেলল। দুজনে কার্ড খেলতে লাগলো। কখনো সেজাদ হারছে কখনো প্রতিবিম্বটি। কখনো নিজেদের মধ্যে ফাইট করতেছে। কখনো এক সাথে বসে টিভি দেখতেছে। কখনো বা মুখোমুখি বসে দাবা খেলছে। সেজাদ হারছে, প্রতিবিম্বটি হাসছে। এক সময় ক্লান্ত হয়ে পাশাপাশি দুটো বেডে ঘুমিয়ে গেল। পরদিন সকাল, সেজাদ চিৎকার করছে। আয়নায় হাত পেটাচ্ছে। ভেংঙ্গে ফেলার জন্য ধাক্কা দিচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কেউ শুনছে না। সেজাদ আয়নায় ভেতরে চিৎকার করছে। ভয়ংকর প্রতিবিম্বটি আয়নার বাহিরে হাসছে।
রাতে জয়েন্টটা ধরালেই সেজাদের এমন হয়। প্রতি রাতেই সেজাদ আয়নায় বন্দি হয়। দিন দিন সেজাদের চেহারা আরো ভয়ংকর হয়ে যায়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২
পাজী-পোলা বলেছেন: হুম, বেশিই ভীতু।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫২
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: নেশা কেটে গেলে তুমিও কেটে যা্বে...
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩
পাজী-পোলা বলেছেন: সব কেটে যায়।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: সেজাদ ভীতু।