নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

শিকল ভাঙার গান

২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৫

ভাঙ্গো এবার শিকল ভাঙ্গো
নিয়ম বাঁধার নিয়ম যত
অনিয়মে গুড়িয়ে ফেলো,
রুদ্ধ দুয়ার ভেঙ্গে দিয়ে
ভেতর থেকে বেরিয়ে পড়ো।
মেঘের দিল যেমন করে
বজ্র ডাকে দুর্বিপাকে,
তেমন করে কণ্ঠ ছিঁড়ে
শব্দ ছুড়ো বধির কানে।
কালো ছায়া আকাশ জুড়ে
রাত নেমেছে ঈশান কোণে
ঘন আঁধার আসছে ধেঁয়ে,
মশাল যত মশাল জ্বালো
আগুণ হাতে ছড়িয়ে পড়ো।
উবার বুকে ঊষা ধরো
মুষ্টি জুড়ে হাতল বাধো,
তক্ত-তাউস লাথি মারো
পাথর বুঁকে আঘাত হানো।

আর কতকাল থাকবে পড়ে
সিন্ধুঘোটক হীম প্রবাহে?
পৌরুষলি দীপ্তি ছাড়াও
শিবের মত রুদ্র হও,
প্রলয় নাচন নৃত্য ঝড়াও
রাষ্ট্র জুড়ে দামামা বাজাও।
ক্রুরের হাসি স্বৈর ঠোঁটে
রক্ত স্বাদ দাঁতল জুড়ে,
শুকুন গুলো ঝাঁপিয়ে নামে
মানব জবীন লীন করেছে।
শাসন ডরে শোষণ করে
শিকল বাঁধে পাঁজর জুড়ে।
অস্ত্রধারী সৈন্য পুষে
ঘাতক গুলো শাসক সাজে,
জোকের মত জেঁকে বসে
ক্ষুদিতের রক্ত চোষে।

গাড়ল গুলো গারদ গড়ে
মুক্ত হাত বদ্ধ করে,
ভীম করার ঐ ভয় দেখিয়ে
মিছিলটাকে রুদ্ধ করে।

ভাঙ্গো তবে দুয়ার ভাঙো
প্রাচিলটাকে ভৎস করে
স্বপ্ন চোখে অবাধ বাধো।
যাঠা হাতে তেড়িয়ে এসো
শৈল্য নিয়ে ঝাঁপিয়ে নামো
পঞ্চস্বরে তুফান ডাকো
যাঁহ হয়ে আঁচড়ে পড়ো
তক্ষক গুলো পিটিয়ে মারো।

ভাঙ্গো তবে শিকল ভাঙ্গো
শিখর ছেড়ে শিকড় ধরো
হেঁচকা টানে উপড়ে ফেলো,
গাজনের বাজনা বাজুক
মুহূরুহের পতন হোক।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: শিকল ভাঙার গান রবীন্দ্রনাথও লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৩

পাজী-পোলা বলেছেন: পড়িনি। পড়লেও কিছু হত না। আমার মত ক্ষুদ্র কে ঐ দানবীয় প্রতিভা দেখালে ভয় লাগে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪০

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০৫

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় লেখনি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৪

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: ছন্দ ভালো, তবে বানান ভুল আছে অনেক। দেখতে বেখাপ্পা লাগছে। ঠিক করে নিয়েন।

৫| ০৭ ই মে, ২০২১ সকাল ১০:৩১

নির্জন অঙ্কন বলেছেন: দারুণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.