নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
কল্পনা করেন একটা পৃথিবী। যেখানে ধর্ম নাই, বর্ণ নাই, জাতি নাই, প্রভেদ নাই, বিভেদ নাই আছে শুধু বিশ্বাস। বিশ্বাসের জোরে প্রেম, ভালবাসা, হাসি, আনন্দ, খুশি। সেখানে সবাই সুখী। কোন দুঃখ নাই, কষ্ট নাই, স্বর্গের মত। প্রকৃতিও তার সমস্ত কিছু উজাড় করে দিয়েছে। প্রথমেই ভাঙলো বিশ্বাস। খন্ডিত হল সীমারেখা। আত্মকেন্দ্রিক হয়ে গেল পৃথিবী। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে উঠে পরে লাগলো সবাই। উন্নত হল সভ্যতা। গড়ে উঠলো মিল-কারখানা। হাজির হল মনস্টার গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবী যত ভাগ হতে লাগলো প্রকৃতি তত কমজোর হয়ে গেল। শক্তিশালী হতে লাগল গ্লোবাল ওয়ার্মিং। শুরু হল মানুষে মানুষে প্রভেদ, বিভেদ। এল ধর্ম, বর্ন, জাতি গত বিভাজন। চলে গেল প্রেম, ভালোবাসা, মায়া-মমতা, হাসি, আনন্দ, খুশি। অবিস্বাসে বাড়তে লাগলো হিংসা, দুঃখ, কষ্ট। নরক হয়ে গেল দুনিয়া।
মনে করেন ৫০০ বছর পর পৃথিবীতে কোন মানুষ নেই, জন নেই, পশু নেই , পাখি নেই, কোন প্রাণী নেই। ভাগার হয়ে আছে বসুন্ধরা।
ধরেন ৫০০ বছর পর আমাদের ভবিষৎ প্রজন্ম থাকে চাঁদে, বুধে কিংবা মঙ্গল গ্রহে। তারা পৃথিবীর দিকে তাকিয়ে হাসে, হাসে আর বলে- আমাদের আদি মানুষ গুলো কত বোকা ছিল। তারা যদি পৃথিবী ভাগ না করত, টুকরো টুকরো না করত, নিজেদের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে এমন বিভাজন না করত, যদি মানুষে মানুষে বিশ্বাস টা টিকে থাকত তাহলে প্রকৃতি কখোনো এত দুর্বল হয়ে পড়ত না, পৃথিবীটা এমন ভাগাড় হত না।
Raya and the Last Dragon এ আমি এই গল্পটাই দেখি। কুমুন্দ্রা একটা কল্পিত পৃথিবী। প্রকৃতি সেই জ্যাম আর মনস্টার গ্লোবাল ওয়ার্মিং।
যদি মুভির মত আমরা আমাদের বিশ্বাস ফিরে আনতে পারি তাহলে হয়তো আমরাও ফিরে পাব আমাদের সেই বসুন্ধরা। অবিস্বাসে কি মিলবে, শূন্যতা ছাড়া। বিশ্বাস করলে হয়তো ঠকবো, যেমনটা শরৎচন্দ্র বলে গেছেন-"এদের দান কর্লে এরা বোকা মনে করে; ভাল কর্লে গরজ ঠাওরায়। ক্ষমা করাও মহাপাপ; ভাবে—ভয়ে পেছিয়ে গেল!” কিন্তু দিন শেষে একটা সান্তনা থাকবে বিশ্বাস করেছিলাম তাই ঠকেছি। অবিস্বাসে হয়তো সাময়িক ভাবে ঠকতেছি না তবে ঠকে যাচ্ছি চিরতরে। কি রেখে যাচ্ছি আমাদের ভবিষৎ প্রজন্মের জন্য, ভাগাড় ছাড়া?
১৭ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫৭
পাজী-পোলা বলেছেন: দেখে ফেলুন, সুন্দর একটা এনিমেশন মুভি।
২| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪৮
কানিজ রিনা বলেছেন: সব ধর্মই ভালো শিখায়, উগ্র ধার্মিকতা কখনোই কোনো ধর্মে প্রশ্রয় দেয় না। অতএবপ্রকৃত ধার্মিক হতে হলে তাকে বিজ্ঞান জানতে হবে। বিজ্ঞানী ডক্টর শমসের আলী তিনি একজন পদার্থবিজ্ঞানী ও বিজ্ঞানী ডঃ চৌধুরী মাহমুদ হাসান এই দুই বিজ্ঞানীর কুরআন ভিত্তিক বিজ্ঞানের আলোচনাগুলো শুনুন এবং কোরআন সাইন্স এর সাথে কতটা জ্ঞানের আলোচনা আছে তা গভীরভাবে চিন্তা করুন।
আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বিশ্বের সবচেয়ে ওপেন বড় লাইব্রেরী আছে। সেখানে দুটো রিলিজিয়ন
১৭ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫৯
পাজী-পোলা বলেছেন: আমি ধর্মের বিরুদ্ধে কিছু লিখিনি, আমি সেটাই বলেছি যা মুভি টা বোঝাতে চেয়েছে এবং আমি যতটুকু বুঝেছি।
৩| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:০১
কবিতা ক্থ্য বলেছেন: সুন্দর রিভিউ লিখেছেন।
দেখবো আশা করি।
১৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:০০
পাজী-পোলা বলেছেন: দেখে ফেলুন, আসলেই মুভিটা অনেক সুন্দর।
৪| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: সুন্দর ম্যুভি মনে হচ্ছে .....
১৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:০১
পাজী-পোলা বলেছেন: হ্যা, সুন্দর না হলে আমি রিভিউ লিখতামই না।
৫| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৭
মানিক_চন্দ্র_দাস বলেছেন: দেখা শুরু করলাম মুভি টা
১৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:০১
পাজী-পোলা বলেছেন: দেখুন, আশা করি ভালো লাগবে।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: দেখি নি।
তবে দেখে ফেলব।