নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার ৫ বছর কাটলো

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৩

আমি যখন ব্লগের খবর পাই, দুঃখজনক হলেও সত্যি, তখন নির্দ্বিধায়, নির্বিচারে ব্লগার হত্যা হচ্ছে। মূলত সেই খুন গুলোর কারণেই আমি ব্লগের প্রতি আকৃষ্ট হই। মানুষ এমন কী লিখতে পারে, যার জন্য তাকে খুন করা ফরজ হয়ে যায়! শব্দের সেই ধারটাকে খুজতেই আমি ব্লগে আসি। কিন্তু আমি যখন আসি তখন- সেই খুনাখুনির কারণে ব্লগ থিতিয়েগেছে, ব্লগের যৌবণে ভাটা পড়েছে।

ব্লগ সর্ম্পকে আমার ধারণা ছিলো- এখানে লেখার মূল্যায়ন হয়। ফেসবুকের মত নয়, লাইক ব্যাক। কিন্তু শব্দের সেই ধার আর ব্লগে ছিলো না এবং ব্লগের যৌবনও তাই নিরাশ হলাম। ব্লগে কোন চ্যাট বক্স নেই ব্যক্তিগত আলাপের জন্য। লক্ষ্য করে দেখলাম- সবাই মন্তব্যের ঘরকেই চ্যাট বক্স বানিয়ে ফেলেছে। লেখার সাথে কোনরূপ সর্সম্পৃক্ততা না রেখে মন্তব্য করছে, " প্রথম হয়েছি চা দেন।" তারপর খুনসুটির দীর্ঘ আলাপ চারিতা। এবং আরো ভালোভাবে লক্ষ্য করে দেখলাম, তারা দুই গ্রুপে ভাগও হয়ে গেছে; চাঁদগাজী আর এন্টি চাঁদগাজী। চাঁদগাজীর অতি আক্রমণাত্মক মন্তব্যে জন্য আমিও এন্টি চাদগাজাইতেই ছিলাম। নিজের প্রতি মন্তব্যের ঘরে আমি অনেকবার তাকে আক্রমণ করেছি। সেই সব প্রতিমন্তব্যে এন্টি চাদগাজীদের প্রসংশাও জুড়ে যেত। কিন্তু আমি কোন দলাদলিতে ছিলাম না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেও যাইনি।

ব্লগের এই অবস্থা দেখে আমি নিজেকে গুটিয়ে নিলাম। শুরুর দিকে যদিও এক্টিভ ছিলাম, সেখানেও দেখলাম- আমি যদি কারো লেখায় ভালো মন্তব্য করি, সে আমার লেখাতেও ভালো মন্তব্য করবে। সে লেখা যতই বাজে হোক। আমি ভেবে দেখলাম- সেই মন্তব্য গুলো আমার লেখার প্রতি আকৃষ্ট হয়ে কেউ করছে না, তাতে আমার লেখার মূল্যায়নও হচ্ছে না। চা খাওয়ার মন্তব্য নিয়ে আমার লাভ নেই। আমি মন্তব্য করা ছেড়ে দিলাম। কারো লেখা ভালো লাগলে লাইক দিয়ে চলে যেতাম। এমনকি নিজের পোষ্টে প্রতিমন্তব্যও করতাম না। একি মন্তব্যের 'সুন্দর হয়েছে, ভালোলেগেছে" এর প্রতিমন্তব্য " ধন্যবাদ, ভালো থাকবেন। ভালোবাসা নিবেন।" কতবার লেখা যায়! ব্লগে বিচরণ কমে দিলাম। এখন ব্লগে আসি লেখা পোষ্ট করে চলে যাই। যদিও প্রতিমন্তব্য করা শুরু করেছি। কিন্তু ব্লগের অবস্থা এখন খুবি খারাপ। প্রায় মূমুর্ষ প্রতিটি পোষ্ট। ব্লগ আর কখোনই সেই ধারালো লেখা ফিরে দিতে পারেনি, নিজেও উঠে দাড়াতে পারেনি।

যেহেতু আমি ব্লগের যৌবনে আসিনি, তখন কীভাবে ব্লগ চলত আমি জানিনা। যদিও প্রথমেই বলেছি আমি কী কারণে ব্লগে এসেছি, তারপরও আবার বলছি- আমি সেই ধারালো শব্দগুলোকে চিনতে, জানতে, বুঝতেই এসেছি। যেগুলোর কারণে মানুষ, মানুষ কে হত্যা প্রর্যন্ত করতে পারে। পাইনি, শুনেছি ব্লগ থেকে নাকি অনেকে প্রতিষ্ঠিত লেখকও হয়েছেন। সেগুলো আমার কাছে রূপকথার গল্প।

আমি নিজে কখোনো লেখক হতে চাইনি, চাইও না। তারপরও কেন ব্লগে লিখছি? মূলত এই কথা বলতেই প্যাচালটা জুড়িয়েছি। চলচ্চিত্র পরিচালক হবার আমার প্রচন্ড ইচ্ছা। আজ ৫ বছর ধরে এই স্বপ্নই লালন করে যাচ্ছি। যদিও এখন পর্যন্ত কিছুই করতে পারিনি, কিন্তু ঘুমহীন চোখে আমার এ স্বপ্ন ভাঙ্গছে না। বর্তমানে আমাদের মিডিয়া পাড়ার অবস্থা, যারা এই সাথে সর্সম্পৃক্ত নই তারা জানে। এই দূর্দশায় স্ক্রিপ্ট রাইটার নামে একটা পেশাছিলো সেটা ভুললে বসেছি। সুতরাং এখন পরিচালকদের নিজের গল্প নিজেকেই লিখতে হয়। আগেও অনেকেই লিখত, যেমন সত্যাজিত রায়, ঋতিক ঘটক। আমাদের জহির রায়হান। কিন্তু পরিচালক হবার সাথে সাথে উনারা ভালো লেখকও ছিলেন। সাহিত্যে তাদের অনেক অবদান রেখে গেছেন। কিন্তু যারা পারে না, গল্প লিখতে না জানলে যে ভালো পরিচালক হতে পারবে না এমন তো কোন কথা নেই। তাহলে স্ক্রিপ্টরাইটার পেশার জন্মই হত না। আমাদের যেহেতু এই অফশন নেই, সেহেতু আমাদের প্রত্যেক কে জহির রায়হান, ঋতিক ঘটক হতে হয়। সে গল্প লিখতে পারুক, না পারুক; নিজেদের গল্প নিজেদেরই লিখতে হয়। এই কারণেই আমার লেখার যাত্রা শুরু। যেহেতু নিজের গল্প নিজেকেই লিখতে হবে সুতরাং খুব ভালো লেখক না হলেও আমার গল্প বলার মত লেখা আমাকে শিখতে হবে।

কিন্তু লিখতে গিয়ে দেখলাম আমার ভান্ডার শূন্য। কোন লেখাই বের হয় না। কোথায় যেন পড়েছিলাম " দু পা থাকলেই ভ্রমণ করা যায়, কিন্তু দু হাত থাকলেই লেখক হয়া যায় না।" আমার পা নেই, কিন্তু ভ্রমণ আমাকে করতেই হবে। অন্তত ঘর হতে দু পা ফেলিয়া ঘাসের ডগায় শিশির বিন্দু আমাকে দেখতেই হবে। তাই লেখা শুরু করলাম। আমার কল্পনা শক্তি ভালো। আমি যখন কোন গল্প ভাবি তখন চরিত্র গুলোকে চোখের সামনে নড়াচড়া করতে দেখতে পাই।সেগুলোকেই ভাঙ্গা ভাঙ্গা বাক্যে লিখতে লাগলাম। অনেকেই সেগুলোকে কবিতা ভেবে ভুল করল। আমিও তাদের ভুল আর ভাঙ্গায়নি। অনেকেই ব্যঙ্গ- বিদ্রুপ করতে লাগল। তাতে আমার গায়ে ফোস্কা পরেনি। নির্লজ্জ হতে শিখে গেছি। যেখানে, আয়মান সাদিক, সুলেইমান সুখন, হিরো আলম, রাবা খান সহ বিশিষ্ট্য লেখকরা বাংলা সাহিত্যে চরম উন্নতি ঘটিয়েছে, সেখানে আমার এই লেখা গুলো আর কতটুকু অবনতি ঘটাবে।

কবিতা লেখাও আমার দ্বারা সম্ভব না। আমি কবিতার ছন্দই জানি না। সাদামাটা ঘরের মেয়ে হতে পারে কিন্তু গুণের অলংকার ছাড়া ঘরের লক্ষী হয় না। আমার সাদামাটা ঘরের মেয়ের কারো কাছে চোখ ভালো লাগল, কারো কাছে কেশ। তাদের কাছে আমি কৃতঘ্ন। কিন্তু সেটাতে লেখার মান কতটুকু যাচাই হল আমি জানি না। আমি এটাও ভালো করে লক্ষ্য করে দেখেছি যে ' যে কোন লেখা বা মুভি কারো না কারো কাছে ভালো লাগবেই আবার কারো না কারো কাছে খারপা।' এরা সাধারণত লেখার সমালোচনা করতে পারে না। ঠিক কী কারণে ভালো লেগেছে বা খারাপ লেগেছে যুক্তিসংগত কারণ দেখিয়ে বলতে পারে না। তবুও আমি লিখে যাচ্ছি। আসলে থামাতেও গিয়ে পারিনি। কোন লেখা মাথার মধ্যে ঢুকলে না লেখা পর্যন্ত শান্তি পাইনা। তাই বাধ্য হয়েই লিখছি। শুনে হয়তো অবাক হবেন, আমার সেই ভাঙ্গা ভাঙ্গা বাক্যের কবিতা না হয়ে উঠতে পারা ৪৫ টা কবিতা আমি বিক্রি করে দিয়েছি। সেগুলো এক কবি বইও বের করেছে। সেটা অন্য কথা যে, বইয়ের বাজার নিম্নমুখী হওয়াই বাইটা চলেনি। কিন্তু আমি জানলাম পৃথিবিতে গর্ধোব অনেক আছে।

এরপর আমার ভাঙ্গা ভাঙ্গা বাক্য গুলো পূর্ণতা পেল। আমি বড় গল্প কে সেই বাক্য গুলো দিয়ে ছোট গল্প আকারে লিখতে লাগলাম। লেখার মান কেমন হচ্ছে? সেটা বাদ দিন। লিখছি কারণ আমাকে লিখতে হবে। পরিচালক হতে হবে। আদৌও পারব কিনা জানি না। আমার বর্তমান অবস্থা এটাই বলে- আমার দ্বারা সম্ভব না। কিন্তু ঐ যে আমার ঘুমহীন চোখের স্বপ্ন ভাঙ্গছে না। তাই লিখছি। লেখা গুলোয় শব্দের বাহার, মাধুর্য কিছুই থাকে না। আমি কল্পনায় যেটুকু দেখি, যেভাবে দেখি, যতটুকু দেখি, সেটাই লিখি। সেই ধারাবাহিকতায় এবার একটা বড় গল্পে হাত দিয়েছি। এর আগেও একবার দিয়েছিলাম কিন্তু দুই পর্বের বেশি লিখতে পারিনি। এটা তবুও ৬ পর্যন্ত এগিয়েছে। জানিনা আর কতদূর এগোতে পারব! লেখার মান কেমন হচ্ছে? আরে ভাই বাদ দেন না। তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির কে সহ্য করলে পারলে আমি কী দোষ করছি? আজকাল দেখছি সাবাই বলছে- তুমি অধম হতে পারলে আমি পারব না কেন। সুতরাং এরা পারলে আমি পারব না কেন? নির্লজ্জ তো আগেই হয়েছি।

যে কথা বলতে এত কথার ফুড় তুলছি(যে কোন বিষয় নিয়ে লিখতে গেলে, আমি এমন একটু বেশীই লেখার চেষ্টা করি। সে যত বেহুদা কারণেই হোক, কারণ বেহুদা কারণে হলে লেখা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার হয়নি)। আমার এত লেখার মধ্যে যে সামান্য লেখা দু, চার জনের ভালো লাগছে, তাও অতিরিক্ত বানান ভুলের কারণে গ্রহণ যোগত্যা হারাচ্ছে। এ বিষয়ে আমার কিছু করারও নেই। নিজের ভুল চোখে পড়ে না।

মূলত এই কাথা বলতেই কথার দোকান খুলে বসেছিলাম। এখন ঝাপি বন্ধ করছি ভালো থাকবেন। অহেতুক সময় নষ্ট করে যদি পুরোটা পড়ে রাগ হয়, গালি দিতে পারেন। ভালো থাকবেন।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৫

শায়মা বলেছেন: অহেতুক সময় নষ্ট করে পুরোটা পড়েছি। গালি দেইনা তাই দেইনি। কিন্তু লাস্ট লাইন পড়ে হেসেছি। :)

কথার ঝাঁপি মাঝে মাঝে বন্ধ থাকতে পারে কিন্তু বন্ধ করো না ভাইয়ু..... আরও আরও লেখো.....

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:২৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ আপি, অহেতুক সময় নষ্ট করে পড়ার জন্য এবং গালি না দেওয়ার জন্য। হেসেছেন জেনে ভালো লাগলো।

আজকাল হুদাই কথার ঝাপি খুলে বসতে ইচ্ছে করে। কাথা বলার মত কেউ নেইতো, সব না বলতে পারা কথা গুলো লিখতে ইচ্ছে করে। জানি কিছুই হবে না, তারপরও।

২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অভিনন্দন! এই দীর্ঘ সময় ব্লগে কাটানোর জন্য। আপনার লেখা আমার ভালো লাগে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে আপনি যে উপন্যাসটি লিখছেন, সেটা আমার কাছে বেশ ভালো লাগছে। আমি আমার এই দীর্ঘ ব্লগ জীবনে খুব কমই পর্ব ভিত্তিক উপন্যাস মনযোগ দিয়ে পড়েছি। কিন্তু আপনার এই উপন্যসটি আমি পড়ছি, বেশ ভালো লাগছে।

এই ব্লগকে দেয়ার আপনার আরো অনেক কিছু আছে। হয়ত মন্তব্য কম পাচ্ছেন। অপ্রয়োজনীয় কোন্দল বা গ্রুপ বা যে কোন কিছুই আপনার জন্য প্রয়োজন নেই। আপনি নিজ গুনেই পরিচিত হবেন। তবে আমাদের ব্লগে একটি অলিখিত কালচার আছে। মন্তব্য পেতে হলে মন্তব্য দিতে হয়। ব্লগিং এর মূল মজা হচ্ছে মন্তব্য ও তার প্রতি মন্তব্যে। অনেক সময় পোস্টের চাইতে মন্তব্য বেশি আকর্ষনীয় হয়। আমাদের ব্লগে এখন মননশীল পাঠক কম। ব্লগের টেকনিক্যাল ত্রুটি আছে, অন্যান্য আধুনিক প্রযুক্তির সাথে এখনও দাঁতে দাঁত চেপে লড়াই করছে। আমি স্বপ্ন দেখি, একদিন ব্লগ এই সকল টেকনিক্যাল ত্রুটি মুক্ত হবে।

আপনাকে আবারো ধন্যবাদ, ব্লগের সাথে এতটা সময় থাকার জন্য।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:২৯

পাজী-পোলা বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্য আমি সবসময় এমনি পেতাম। বিনিময় প্রথায় যেতে চাইনি, তাই মন্তব্যের বদলে মন্তব্য পাওয়ার জন্য কখোনো মন্তব্য করিনি।

মন্তব্যের প্রতি মন্তব্য মজা হতে পারে কিন্তু সব পোষ্টে একি ধরণের মন্তব্য দেখে বিরক্ত হচ্ছিলাম। মন্তব্য, প্রতি মন্তব্য যদি সংশিলষ্ট লেখার সাথে মিল না থাকে তবে সে লেখা পড়া আমার হুদাই কারণ বলে মনেহয়।

৩| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন শুভকামনা।


আমিও কমেন্ট ছোট করতাম মূলত সময় সেভ করার জন্য। সুন্দর+ দিতাম ব্যাস। তাতে অনেকের ব্লগে যাওয়া সম্ভব হয়। এটা আমার সীমাবদ্ধতা বলা চলে। কাজের ফাকে ব্লগিং। ফলে অতটা ভাল হয় না।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:৩৫

পাজী-পোলা বলেছেন: জেনে ভালো লাগলো আপনি সময় বাচানোর জন্য এমন করতেন। কিন্তু তখন প্রায় সবাই এমন করত। আপনার মন্তব্যের কারণে লেখকের যদি উন্নতিই না ঘটলো তবে সে মন্তব্যের কোন প্রয়োজন নেই বলে আমি মনেকরি।

চাদগাজী ও রাজীব নূর কে দেখেছি তারা লেখা বুঝুক না বুঝুক প্রতিটি পোষ্টে তাদের একটু করে মন্তব্য থাকতেই হবে।

৪| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৫

নূর আলম হিরণ বলেছেন: আপনি লেখালেখি ছাড়া আর কি করেন?

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৩:০১

পাজী-পোলা বলেছেন: বর্তমানে একটা মিডিয়া হাউজের সাথে যুক্ত আছি। সস্তা টিভি নাটক বানাই। Assistent Director। তবে এখানকার অবস্থা ভালো নয়। অন্য কোথাও যাবার তালে আছি।

৫| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:




অভিনন্দন আপনাকে। খুবই ভয়ংকর সময়ে আপনি ব্লগিং'এর প্রতি মনোযোগ দিয়েছিলেন।

আশা করছি, আপনি যদি চেষ্টা করেন ও লেগে থাকেন, সিনেমা নিয়ে আপনার স্বপ্নও বাস্তবায়িত হবে।

বাংলাব্লগ বলতে সামু বেঁচে আছে; কোন বিষয়ের উপর আলাপ করতে হলে, সামুর থেকে ভালো যায়গা এখনো অন্য কোথায়ও নেই।
চাঁদগাজী ও এন্টি-চাঁদগাজী সমস্যার সমাধান হবে কোন এক সময়ে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৩:১১

পাজী-পোলা বলেছেন: অভিনন্দনের জন্য ধন্যবাদ। ভয়ংকর সময়ে এসেছি বলে কষ্ট পেয়েছি। তবে আশাছিলো ব্লগ ফিরবে কিন্তু ফেরেনি।

লেগে আছি যদি কখোনো স্বপ্ন পূরণ হয়।

ইদানীং অনেক গুলো ব্লগ পাখা গজিয়েছে। সেগুলোও ভালো পাঠক ধরেছে। ঐ ভয়ংকর সময়ে ব্লগটাও যেন খুন হয়েছে।

যেহুতু কম থাকি, সেহেতু কম জানি। তবে ব্লগের মূমুর্ষ দশাতে এমনিতেই মনেহয় চাঁদগাজী, এন্টি চাঁদগাজী সমস্যা কমেছে। আপনিও মনেহয় কিছুটা নত হয়েছেন।

৬| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ২:১৯

শায়মা বলেছেন: সব লিখে ফেলো ভাইয়া।
যা মনে আসে তাই। এত সিরিয়াস হয়ে আর লাভ নাই। ক দিন বাঁচি কে জানে?

তাড়াতাড়ি সব মনের কথা লিখে ফেলো।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৩:১২

পাজী-পোলা বলেছেন: হ্যা, পরিস্থিতি খুবি ভয়াবহ হচ্ছে।

৭| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লিখতে থাকুন । অভিনন্দন ।
ভয়ংকর সময়ের সাক্ষী আপনি।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৩:১৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, ভয়ংকর সময়েই মূলত ব্লগে পা দিয়েছি।

৮| ১৬ ই আগস্ট, ২০২১ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "... যেহুতু কম থাকি, সেহেতু কম জানি। তবে ব্লগের মূমুর্ষ দশাতে এমনিতেই মনেহয় চাঁদগাজী, এন্টি চাঁদগাজী সমস্যা কমেছে। আপনিও মনেহয় কিছুটা নত হয়েছেন। "

-বাংগালীরা অনেক দিক থেকে আফগানদের মতো, এরা খুব একটা বদলায় না; ফলে, আমি নিজকে কিছুটা বদলাতে বাধ্য হচ্ছি।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:১৯

পাজী-পোলা বলেছেন: আপনি বাঙালী না, বলছেন?

৯| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫৫

বিজন রয় বলেছেন: অভিনন্দন আপনাকে।

আরো ৫৫ বছর থাকুন ব্লগে।

শুভকামনা।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:২০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। এত বছর বাচবো কি?

১০| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩০

রানার ব্লগ বলেছেন: অভিনন্দন আপনাকে, হ্যাপি ব্লগিং!!!

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:২০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, হ্যাপি ব্লগিং।

১১| ১৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন আপনাকে। ভালো মন্দ দুইটি অনুভূতি থাকাটা স্বাভাবিক। আগামীতেও এমন অভিজ্ঞতা হবে ধরে নিয়ে বলবো ভালো পাঠকদের জন্য লেখা অব্যাহত রাখুন।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ আপনাকে। পাঠক দুই/ একজন জুটেছে কিন্তু অতিরিক্ত বানান ভুলের কারণে সেগুলো হারাচ্ছে। নিজের ভুল চোখে পরে না।

তাছাড়া, আমি তো আমার গল্প দেখাতে চাই। সেখানে বানান ভুলের কোন কারবার নাই, তাই এটা নিয়ে মাথাও ঘামাচ্ছি না।

১২| ১৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: ৫ বছর একটা লম্বা সময় । সামুতে এখনও আছেন এই জন্য আপনাকে অভিনন্দন । উপরে যে কথা গুলো বললেন তার অনেক কথা গুলোই সত্য । মন্তব্যঘরটা এক সময় চ্যাট বক্স হিসাবে ব্যবহার হয়েছে আগে । এখনও হয় ।

লেখার মূল্যায়ন আসলে আগে বেশ ভাল রকমের হত । অনেক অনেক গুণী ব্লগার সামুতে কত রকম লেখা দিয়ে সম্মৃদ্ধ করে গেছেন । মুল্যায়ন পেয়েছেন । আবার এমনও হয়েছে ভাল লিখেও অনেকে মূল্যায়ন পান নি । এর অন্যতম কারণ হচ্ছে তারা সামুতে বিনিয়ম প্রথায় বিশ্বাসী ছিলেন না । অর্থ্যাৎ অন্যের পোস্টে তারা খুব একটা মন্তব্য করতেন না । এই কারণে তাদের পোস্টে মন্তব্য আসতো না । এটা সামুর একটা কালচার বলা চলে ।
আপনি ভাল লিখে হয়তো মূল্যায়ন নাও পেতে পারেন, অনেক মন্তব্য নাও পেতে পারেন তবে যদি নিয়মিত ভাবে অন্যের পোস্টে মন্তব্য করতে থাকেন তাহলে আপনার পোস্টে মন্তব্য পড়বে তা লেখার মান যেমনই হোক না কেন । এই প্রথা এখনও খুব ভাল ভাবেই বিদ্যমান !

নিজের মত করে লিখে যান, এমন কি একজনও আপনার পোস্টে মন্তব্য না করলেও । লিখবেন নিজের মনের শান্তির জন্য । অন্যের মূল্যায়নের জন্য নয় । যদি লিখে শান্তি আসে মনে তাহলেই লেখা সার্থক । হ্যা, অন্যের মূল্যয়ন যদি আসে তাহলে সেটা বাড়তি পাওনা !

আবারও আপনাকে অভিনন্দন !
ভাল থাকুন সব সময় ।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। আপনার লেখা ভৌতিক কল্প গল্প গুলো আমার ভালোই লাগে। তার আগে যে- রোমান্টিক প্রেমের গল্প গুলো লিখতেন সেগুলোও ভালো লাগত। ইচ্ছা ছিলো আপনার লেখা কিছু গল্প পর্দায় ধরব কিন্তু এখন মনেহচ্ছে সেই পর্যায়ে কখনো যেতে পারব না।

বিনিময় প্রথা যদি এমন হয়- আমি আপনার পোষ্টে ভালো মন্তব্য করেছি বলে আপনিও আমার পোষ্টে ভালো মন্তব্য করে গেলেন, সে আমার লেখা যতই খারাপ হোক। তাহলে বোধয় সেটা কোন কাজের না।

সমালোচনা গ্রহণ করতে ও দিতে শিখতে জানলে, সেই বিনিময় প্রথা কাজে লাগত। অতীতে সম্ভবত এমনি হত।

১৩| ১৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে অভিনন্দন

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: ৫ বছর অনেক লম্বা সময়। এত দিন ব্লগে টিকা থাকা বিস্ময়কর ব্যাপার। আপনাকে অবশ্যই অভিনন্দন।

১৫| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৫

হাবিব বলেছেন: অভিনন্দন আপনাকে। ভালো থাকবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.