নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

এই যে আমায় জ্বলতে দেখো

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৯



এই যে আমায় জ্বলতে দেখো
জ্বলের চোখে আগুন দেখো
ভলকে ওঠা লাভার মত,
দপদপিয়ে উঠছি কেন
শব্দ নিয়ে তীক্ষ্ণ যত?

এই যে আমার শব্দ দেখো
বাক্য ব্যাসের বাহার দেখো,
ওষ্ঠ ফাকে অনল দেখো
হলাহলের কন্ঠ দেখো।
শরীর জুড়ে অহং দেখো
তীব্র কথায় বক্র দেখো,
কাব্য লেখার হরফ জুড়ে
বক্র বিষের বহর দেখো।
দেখেছো কি আমার-
নরম-শরম অধর জুড়ে
তীক্ত কথার আঘাত কত?
পাথর বুকে অগাত ক্ষত।

এই যে আমার বাক্য দেখো
ঝঞ্ঝা হয়ে ঝরতে দেখো,
ঝড়ের মত আচড়ে পড়ে
তুলকালামের লন্ড দেখো।
জানতে কি চেয়েছো-
শান্ত শীতল জলের চোখে
এমন তুফান উঠলো কেন?

তোমরা শুধু লড়তে দেখো
ছায়ার সঙ্গে টুটতে দেখো,
ফলার মত তীক্ষ্ণ হয়ে
ছুরির মত বসতে দেখো।
দেখেছো কি রাত-নিশিতে
একলা থাকার প্রহর জুড়ে
নিচ্ছি কত অশ্রু শুষে?

কি করেছি-
রাষ্ট কথায় ধর্ম কথার বাধ ভেঙেছি,
তাতেই তোমরা উঠছো ক্ষেপি?
মোল্লা হয়েও দিচ্ছো গালি,
স্বপ্নে আমায় পাবার আশায়
ওয়াজ জুড়েই আমিই জুড়ি।
তোমরা হুজুর নিচ্ছো পিছু
শুয়োর যত লাগছো পিছু,
আদিম মানব বানর স্বভাব
কেমন করে হাটবে পিছু।

আমি অধম যুদ্ধে গিয়ে
নারীর হতে লড়তে গিয়ে
লড়ছি তুমুল অধিষ্ঠানে।
কটাক্ষের কালো চোখে
হিংসা ভরা হিংস্র নখে
যতই বাধো নিয়ম টেনে,
উঠবো আমি কাফন ভেদে।

বেহায়া আমি বেয়াড়া বড়,
কেমন করে শুদ্ধ হব!
পাথর বুকে পরশ মেখে
দেয়নি তো কেউ কখোনো,
আমার কেবল ঘৃণার আগুন
জ্বলে জ্বেলেই সরব রবো।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


তসলিমা নাসরিনের লেখায় আমাদের সমাজের অনেক পরিচিত মুখদের আসলরূপ প্রকাশ পেয়েছে; ইহা নিয়ে আপনার ভাবনা কি?

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬

পাজী-পোলা বলেছেন: ইহা নিয়ে আমার কোন ভাবনা নাই।

আমি দেখছি- উনি নারীর অধিকার নিয়ে লড়তে গিয়ে নিজের অধিষ্ঠানের জন্য লড়ছেন।

২| ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি সিনেমায় কিছু করতে পারেন কিনা দেখেন; সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, মানব অধিকার এলাকা আপনার জন্য নয়।

২৫ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। আপনার পরামর্শ মনে থাকবে।

সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, মানব অধিকার এসব ছাড়া কী নিয়ে সিনেমা বানাবো? তাই, আপনাদের লেখা ফলো করি, জানতে-বুঝতে চেষ্টা করি। কিন্তু আপনারা যেভাবে আক্রমণ করেন, বলতে ভয় লাগে।

৩| ২৫ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



কোন বাংগালী সিনেমাতে তো সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, মানব অধিকার ইত্যাদি ছিলো না। আপনি সেগুলো রাখতে চাইলে, সেগুলো আপনার মাঝে থাকতে হবে।

আমি আক্রমণ করি না; বাংগালীদের অর্থহীন মন্তব্যে আপনি হয়তো অভ্যস্ত হয়ে গেছেন।

২৫ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৩

পাজী-পোলা বলেছেন: বাংলা মুভিতে ছিলো না বলে ভবিষ্যতে রাখা যাবে না, এমন তো না। কলকাতার প্রচুর মুভিতে আছে। আমার ক্ষেত্রে আপনাদের মত বুদ্ধিজীবীরা তো আছেন, তাদের সাহায্য নেব।

চোখের সামনে যেটা দেখতেছি সেটাই বললাম। আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে জ্ঞানের দম্ভ এবং অহংকারে ভরা। অন্যদের নিয়ে উপহাস করতেই ব্যাস্ত। সরাসরি ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হন না তারা।

৪| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হোহ হো হো
কার লেখা কে লেখে !!!

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৯

পাজী-পোলা বলেছেন: :)

৫| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৯

পাঠক০০৭ বলেছেন: কবি হিসাবে তাঁকে আমার ভালোই লাগে।

৬| ২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৭

অক্পটে বলেছেন: চমৎকার বললে কি ভুল হবে?
আমার ইচ্ছার মালিক আমি নিজে, তাই বলছি চমৎকার লিখেছেন। এক কবিতায় তাঁকে আপনি দারুণভাবে রূপায়িত করেছেন।
তিনি সত্যিই জাতির অহংকার হওয়ার কথা ছিল কিন্তু বেকুব জাতি যখন সেচ্ছায় অন্ধত্ব বরণ করে তখন তাদের আর কে ঠেকাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.