নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আর কোন দিন কথাই বলবো না!

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৩

আমরা কি আর কোন দিন
সোজা হয়ে দাড়াতে পারব?
নাকি আজন্ম মাঝা ভাঙ্গা বৃদ্ধের ন্যায়
নত হয়ে হাড় কাপানো ভয়ে কাঁপবো!
আমাদের শিড়দাঁড়া কি
আর কোনদিন মাথা তুলে দাঁড়াবে?
নাকি ধ্বজ ভঙ্গের ন্যায় দেয়ালে দেয়ালে
খুজছি শেষ চিকিৎসালায়ের বিঙ্গাপন।
ক্রমবর্ধক এই জননী জন্মভূমির সোঁদা মাটির
ভিতর সেধিয়ে যাচ্ছি ঘিনঘিনে কেচোর মত।
আমাদের বুকে বুট, কপালে পা,
আমাদের চিরনিদ্রায়িত স্বপ্ন
ঘুমের ভেতর গুমড়ে ওঠে
আমরা তবু শব্দ করি না
ঠোটে ঠোট চিপে চেপে থাকি।
যেন- আমাদের ঠোট ভাষা ভুলে গেছে।
বৃথা রক্ত গুলো কি তবে মিথ্যা, কালির দাগ হয়েছে!
আমদের কণ্ঠ নালীতে আজ কোন শব্দ নেই,
আমরা নিস্তব্দতার শিকড়ে ভয়াল
শীতে জবু থুবু হয়ে আছি।
আমাদের আর্তনাদ কারো কানে পৌছায় না
আমরা ধ্বংশ স্তুপের উপড় দাঁড়িয়ে
আহাজারি করতেও ভুলে গেছি।

বুট আর বুলেটের শব্দে
কেপে উঠে আমাদের হৃদয়াঙ্গন;
রাষ্ট চেতিয়ে ধরেছে বন্দুকের নল
বসিয়েছে বুটের কড়া পাহারা
শব্দে কড়া নজরদারি,
আমরা কি আর কোনদিন কথাই বলবো না?
নির্বাসিত শ্লোগান, আটক রাজপথ,
আমরা ব্যার্থ রক্তের কালিমা থেকে ইতিহাস কে
মুক্তি দিতে পড়ে নিয়েছি পরাধিনতার শিকল।
বেচে থাকার বড় লোভ আমাদের।
তাই মৃত্যুর মুখে চুনকালি একে
বেচে আছি জীবনের গারদে।
বন্দি নিশ্বাশের স্বাদ আমাদের অতুলনীয়
বিদ্রোহী মৃত্যুর চেয়ে।

আর তা রণাঙ্গনে ভাড় গুলো
ঘোমটা ফেলে ক্ষেমাটা তুলে নাচছে,
আমারা হাসতেও পারছি না
আমাদের ওষ্ঠ থেতলে গেছে বায়োনটে।
সংসদের সংবিধান গুলোতে ধরেছে ইউপোকা,
বাক্য গুলো কামড়ে কামরে খাচ্ছে ।
আমাদের জীহ্বায় জড়তা, পায়ে বেড়ি
আমাদের মুষ্টিবদ্ধ হাত শিকলে বন্দি,
দুর্বদ্ধ খাচায় ডানা ঝাপটানোর
দূর্বিত্ত দুঃসাহস করি না।

ওদের খই ফোটানো জীহ্বায় রসালো কৌতুক
ওদের লাজ হীন ঠোটে ছলাকলা তৈরী,
ওরা নিত্য নতুন রসদের যোগানদাত্রি;
আমরা আহাম্মকের মত মেতে উঠছি
বিষাক্ত নির্বোধের রঙ্গনালিতে।

আমাদের পায়ের বেড়ি, ওদের ইমারতের নিরাপত্তা।
আমাদের এই শব্দ হীনতা, মুখ বুজে থাকা
চোখ সয়ে নেওয়ার প্রবৃত্তি ওদের ক্ষমতার প্রবৃদ্ধি।
হিংস্র হায়েনার মত লুটেপুটে খাচ্ছে
আমাদের জিরজিরে হাড়-মাংশ।
আমরাই যোগান দিয়ে যাচ্ছি ডায়েনের খাবার।
কুটনি ডাইনিটা তবু চোখ চেয়ে আছে
আমদের ঝলসানো রুটির আশে।
ক্ষুধার ঘর আমাদের
পুড়ে যাচ্ছে অনাহারী পেটের উত্তাপে,
বিলাশি ডাইটিং চার্ট অবহেলায় চেয়ে আছে
আমাদের শূণ্য হাড়ির বাসনকোসনে;
কী নিদারুণ অবজ্ঞায় আমরা সংসার পেতেছি
অবহেলিত পোকা-মাকড়ের মত।

আমাদের তবু পা বাড়ে না,
উন্মুক্ত রাজপথে মরিচা ধরছে,
আমাদের বেড়ি বাধা পা পথ চিনে না।
আমরা কি আর কোনদিন
পায়ে পায়ে পথ এগোবো না?

রাজপথ এমনি নিস্তব্দ পড়ে থাকবে?
বিল্পবী শব্দগুলে কারাগারে ধুকে ধুকে মরবে!
প্লে কার্ড আর ব্যনারে এমনি ছেয়ে থাকবে
রসবতী নারীর লাবন্য! যৌণ্য বর্ধক বিঙ্গাপন!
বুলেটের চোখে চোখ রাখব না?
আমরা কি আর কোন দিন চোখ মেলে তাকাবো না!

প্রতিবাদী মিছিল এমনি নিথর পড়ে থাকবে?
এমনি শাসনের ডরে শোষিত হব?
চায়ের কাপে আর বিপ্লবী শব্দ ফুটবে না?
ওষ্ঠ গরম হবে না উতপ্ত প্রতিবাদি বাক্যে?
আমরা কি তবে নিশ্বাশের দামে বন্দিত্ব কিনছি?

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৫

জটিল ভাই বলেছেন:
এটা পূর্ব পাকিস্তান নয়, বাংলাদেশ। শীত নিদ্রা ভেঙ্গে দেখুন উন্নয়নের জোয়াড় বইছে। মাথাপিছু আয় কত ডলারে গিয়া ঠেকিয়াছে সে খবর কি রাখেন? আপডেট হোন বস্।

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৬

পাজী-পোলা বলেছেন:

মাথাপিছু আয় এখানে এসে ঠেকেছে। একটু চোখটা খুলুন বস।

২| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৪

অক্পটে বলেছেন: কিছু লোকের জন্য এটা পূর্ব পাকিস্তান নয় সত্য। লুটেরা ধর্ষক, মাগিবাজ আর ব্যাংক ডাকাতদের জন্য এই দেশ অভয়ারণ্য! ওদের বুকের পাটা এখন অনেক বড়! অনেক আশির্বাদ পুষ্ট! ভয় শুধু আমার, কাল আমি কি খাব? সন্তানদের মুখে কি তুলে দেব। আমার রোজগারে তো আমি ডালভাত কিনে খেতেপারিনা। আমার চার মাসের ভাড়া জমে গেছে বাড়িওলার কাছে। ওষুধের দোকানে বাকি পরেছে, চাউলের দোকান বাকির জন্য আমি এখন অন্য রাস্তা দিয়ে হাটি। আমি প্রতিদিন একটু একটু করে মাটির সাথে মিশে যাচ্ছি। এই আমি আমাকে কিভাবে আপডেট করব?


চমৎকার লিখেছেন। সাবধানে থাকবেন।

৩| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:০৩

জ্যাকেল বলেছেন: উপমহাদেশের লোকেরা ভেড়ার মত একটা খাসলত রাখে- সেইটা হইতেছে প্র‍য়োজনের সময় এরা কাজ করিতে, ত্যাগ করিতে পারে না। ১৭৫৭ সালে পাবলিক ভেবেছি এইটা মুসলমান বনাম সাদা চামড়ার যুদ্ধ। এই কারণে লোকেরা শুধু তাকাই দেখেছে নিজের কপালে নিরবে নিজেরাই কুড়াল মেরেছে।
এখন পর্যন্ত দেখা যাইতেছে এই জাতির মাজা ভাঙা। এইটা সোজা হয়ে ওঠতে আরো সময় লাগবে।

৪| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.