নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি সেই নতমুখ
ঘরের ভেতর যার অনাহুত বসবাস
শিয়রে অবজ্ঞার দেনা।
ভালোবাসা থেকে প্রত্যাখ্যাত
আমি সেই অবহেলা
উপেক্ষার নির্মমতাই জর্জরিত।
আমি সেই অধোমুখ
প্রিয়ার গোপন চাহনি;
আমাকে বর্জন করো
আমি আঁধারের বুকে কালিমা।
আমার করুণ মৃত্যুতে
যে চোখ দূ ফোটা অশ্রু ফেলেনি
আমি সেই পাষাণীর বুকে নৃশংস ঘৃণা।
সব লাশ কি স্বর্গে ঠাই মিলে!
আজন্ম পাপী আমি সাংসারিক দোজখে।
আমি সেই ধুলোমাখা ছাই
জলন্ত কাঠের ধ্বংসাবশেষ;
আমাকে বর্জন করো
আমি আমাবস্যার দ্রাঘিমা
বেদনা প্রচ্ছাদিত হৃদয়।
আমি সেই বিমুখ
ঘর বিবাগী নতমুখ,
মেঘে মেঘে জমে যাওয়া অভিমান
অভিযোগ আর অনুযোগে ক্রুসবিদ্ধ
ঝুলে আছি কটাক্ষ হয়ে।
আমি সেই অপেক্ষা
উঠোন জুড়ে তপ্ত দুপুর
প্রতীক্ষার ক্লান্ত পথ।
আমি সেই ছায়াহীন কায়া
মাথার উপর উদীপ্ত সূর্য।
আমাকে বর্জন করো
আমি সূদীর্ঘ সাথীহীন যাত্রা।
২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৫৬
পাজী-পোলা বলেছেন: সবি তো বাস্তব অভিঙ্গতা থেকেই লেখা। কোনটা নিজের, কোনটা অন্যের।
২| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৬
জগতারন বলেছেন:
এ কবিতা মনে হচ্ছে একজন বিদগ্ধ কবির মর্মবেদনা।
কবি আত্মা সুন্দর, কবির আত্মা শান্তির ছায়াতলে থাকুক কামনা করি।
২১ শে মার্চ, ২০২৩ রাত ১২:৫৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে কবতাটা বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছেন।