নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

তৃষ্ণা

১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৪

যদি দেখা না পাই
যদি কথা না হয়
তবে মেঘ জমে নয়ন ও মাঝে
আঁখি পাতে ঝড়ে বারি
তুমি যাও যে চলি।

তুমি যাও যে চলি
এ প্রাণ ও মোর কাড়ি
দেখলে না কী তুষে আমি পুড়ি
তোমার ও বিরহে।

তোমার ও বিরহে সহেনা যাতনে
চোখ পেতে বসে থাকি।

অপেক্ষা আর প্রতীক্ষায় আমার বয়স বাড়ে
দিনদিনানিপাত কেটে যায় পথের পানে
ক্লান্ত মরুর তপ্ত পথ তৃষ্ণায় ফেটে যায় পুড়া চোখ।
তুমি অদেখা হলেই চোখের খরা এমন করে বেড়ে যায়
মরা নদীর জল গড়ায় অক্ষি কোঠরে।
অথৈই জলের অশ্রু চোখ তবুও অমন কেন পুড়ে?

লোচন ও খুলিয়া মেলিয়া আছি
পথের ও পাণে চেয়ে
খোলা আখে আমার ধুলোবালি ঝড়ে
তোমারও মুখ পড়ে না
ক্লান্ত নেত্র মুদিয়া আসে
তোমার ও দেখা মেলে না।

আমি জেগে রই তোমায় দেখতে চেয়ে
আর একবার, একটিবার, এই শেষবার
আর কি দেখতে পাব না!
আমার আক্ষেপ কি যাবে না
এই জনমের শেষ মৃত্যু কালে?
তুমি কি আর একটি বারও আসতে পারো না!
লোকে তো লাশ দেখতেও আসে।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লেগেছে।

লোকে তো লাশ দেখতেও আসে।
ইশশ্ কি কঠোর রে বাবা!

১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৩

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর লিখেছেন...

১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মিরোরডডল বলেছেন:




তুমি কি আর একটি বারও আসতে পারো না!
লোকে তো লাশ দেখতেও আসে।


আহা!! এমন করে বললে না এসে পারবে?
রকের পাহাড়ও মোমের মতো গলে যাবে।


১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৩

পাজী-পোলা বলেছেন: গলে না তো, আসে না তো। :(
প্রহরে প্রহরে কতবার মরছি!
দাফন ও হয় না তো। :((

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

মিরোরডডল বলেছেন:




তারপরও তাহলে কেনো তাকেই চাই?
এটা জানতে ইচ্ছে করছে।

আমি যতদুর বুঝি দুজনেই যদি দুজনকে চায়, সেটা অনুভব দিয়ে একে অপরকে বুঝতে পারে।
এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। এখানে কবিকে ঘুরে দাঁড়াতে হবে।
মন থেকে তাকে ছুড়ে ফেলতে হবে। কবির ভালোবাসা সে ডিজার্ভ করে না।
আর যদি সে মনে মনে ভালোবেসে থাকে, কবি ঘুরে দাঁড়াল সেই তখন ঘুরে ঘুরে আসবে।

পাপোকে দুষ্ট বুদ্ধি দিলাম :)

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৩

পাজী-পোলা বলেছেন: ন: চিরকালই যা কিছু অধরা, তার প্রতিই তীব্র লোভ আমাদের।

দুষ্ট বুদ্ধি, মিষ্টি বুদ্ধি
কোন বুদ্ধিতেই কাজ হয় না।

বহুত আজমাকে দেখা
মে ও সুখি পাত্তা হু
জিসনে ভী সামেটা, ও ভী জ্বালানে কে লিয়ে হী ছুয়া।

৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
আপনার তুমি আসুক ফুলের মালা হাতে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: কবিতায় নতুন-পুরাতন দুটো আবহই পেলাম।

শেষ লাইনটা মারাত্মক!!

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এ তৃষ্ণা মিটবার নয়।

১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

পাজী-পোলা বলেছেন: চোখে আমার অসীম তৃষ্ণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.