নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

মুক্তির গান

১৬ ই জুলাই, ২০২৪ রাত ৮:২৮

মুক্তি.....ভুক্ত, মুক্তি...... ভুক্ত
স্বাধীনতার শৃঙ্খলে গণতন্ত্র কফিনে,
মুক্তির নেই শক্তি
দেখো আকাশটাও কয়েদি
উড়বে কোথায় ডানা ভাঙ্গা পাখি।
শিকলে বাঁধা, বেড়িয়া পড়া
শোষকের শাসণে ঢুকে পড়েছে
বুকে হীম ভয়া বহতা।
প্রতিবাদ করলেই ভুগে ওঠে
ক্ষমতার পা চাটারা।



তোমার জ্বীহ্বায় বড় তেজ
তুমি শব্দে আগুন জ্বালো
পাথর বুকে ঘোষে...
তক্ত তাউস পুড়ো।
কলম রুখবে এমন শিকল কোথা
চোখের আগুণ নেভাবে
এত জল কোথা।

রক্তলাভা ফুটবে, রক্ত করবীও জ্বলবে
ক্ষুধিতের পেটেতে পিশাচের অনলে
অনাহারী- ভাতের হাড়ি শূন্য পকেটে
বুকের উপর বুট উঠেছে
বুলেটের চুম্বন মাতৃগর্ভে
এই পিশাচের নগরে
প্রেম নেই বুকেতে প্রেমিকার অঙ্গে
তুমি আগুন জ্বালো ফাগুনে
বিদ্রোহ জ্বালো ফুলেতে।

তোমার জ্বীহ্বায় বড় তেজ
তুমি শব্দে আগুন জ্বালো
পাথর বুকে ঘোষে
তক্ত তাউস পুড়ো।
কলম রুখবে এমন শিকল কোথা
চোখের আগুণ নেভাবে এত জল কোথা।

শোষকের চোখে রাখো চোখ
প্রতিবাদের শিখা দীপ্ত হোক
অন্যায়ের ধুলো ফুৎকারে উড়ে যাক
নষ্টদের বলি হোক।

আকাশ ফাটা বজ্র হোক
এমন কঠোর প্রতিরোধ হোক
কোন শাসক দাঁড়াবে তোমার সামনে
তুমি আগুনের ছেলে
সূর্যের সঙে মিতালী হোক।

রক্তে বিপ্লবের গান
জয়ধ্বনি জোরালো হোক
প্রতিটি শ্বাসে তীব্র ধ্বনি
ইসরাফিলের শিঙার মহা হুঙ্কার হোক
পাথর দেবীর সাঙ্গ হোক
দুর্নিতির রক্তবীজ ধ্বংশ হোক।

তোমার জ্বীহ্বায় বড় তেজ
তুমি শব্দে আগুন জ্বালো
পাথর বুকে ঘোষে তক্ত তাউস পুড়ো।
কলম রুখবে এমন শিকল কোথা
চোখের আগুন নেভাবে এত জল কোথা।

মুক্তির মন্ত্রে জাগুক জনতা
শোষকের বিনাশ হোক
নব যৌবনের জোয়ার আসুক
মহীরুহের পতন হোক
স্বাধীনতার ফের ঘোষণা হোক
আর একটি যুদ্ধ হোক
স্বৈরাচারীর লীলা ক্ষতম হোক।

তোমার জ্বীহ্বায় বড় তেজ
তুমি শব্দে আগুন জ্বালো
পাথর বুকে ঘোষে তক্ত তাউস পুড়ো।
কলম রুখবে এমন শিকল কোথা
চোখের আগুণ নেভাবে এত জল কোথা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ৯:০১

এম ডি মুসা বলেছেন: গান ভালো হয়েছে

১৬ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৭

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.